ভাই আমি যতদূর জানি তাহলো একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার এর মাসিক আয় ২,০০,০০০ টাকার কাছাকাছি । তবে এটা ফিক্সড নয় এটা বেশি কম হয় । কারণ বিজনেস এ তো লাভ লস থাকে , কোন মাসে বেশি হয় আবার কোন মাসে একটু কম । তবে আমার আশা এখনি এতটা নয় এখন আমি প্রতি মাসে ১০০০০ টাকা আয় করার ইচ্ছে এবং প্রায় প্রতি মাসেই এই পরিমাণে অর্থ আমি আয় করতে পারছি । আসলে এখনও আমি শিখছি এবং আমার আয় নিয়ে আমি খুবই সন্তুষ্ট ।