-
আপনি যখন খুশি তখন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারেন। তবে ফরেক্স মার্কেট সপ্তাহে দুইদিন বন্ধ থাকে। এই দুইদিন আপনি ফরেক্সে ট্রেড করতে পারবেন না। আপনি যখন যেই দেশের কারেন্সি ক্রয় কিংবা বিক্রয় করবেন তখন ওই দেশের বিভিন্ন ধরনের এনালাইস করে নিতে হবে। তারপর ট্রেড করা ভালো। তাছাড়া আপনি রাতে ট্রেড করতে পারেন। রাত ৭-১০টা পরযন্ত ট্রেড বেশি উঠানামা করে।
-
বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেট স্প্রিট ভাল থাকে, যার জন্য এসময় ট্রেড করলে কম সময়ে ভাল কাজ করা যায়।
-
ফরেক্স ট্রেড করে লাভ করতে হলে আগে নিজের জ্ঞান থেকে একটি নিজের জন্য স্ত্যাটেজি তৈরি করবেন, তবে এক্ষেত্রে লট/ভলিউম, টাইমফ্রেম, স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট, মানি ম্যানেজমেন্ট ও নিউজ সম্পর্কে অবিজ্ঞতা অর্জন করুন, তারপর নিজের স্ত্যাটেজি অনুযায়ী যখন দেখবেন মার্কেট আপনার অনুকুলে আসছে তখন ট্রেড করবেন, নতুবা আন্দাজে ট্রেড করে লস করবেন না ।
-
আমার মনে হয় ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন সময় কোথাও উল্লেখ করা নাই। আপনার যখন ভাল লাগবে, আপনার মন যখন চাইবে আপনি তখনই ট্রেড করবেন। তবে ট্রেড করার আগে মার্কেটের অবস্থান ও এনালাইসিস করে বুঝেশুনে ট্রেড করা উচিৎ।
-
আপনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা । এই সময়ের মধ্যে মার্কেট মুভমেন্ট একটু কম থাকে । ট্রেডিং এর জন্য উপযুক্ত । তবে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার মধ্যে ট্রেড করলেও ভাল করতে পারবেন ।
-
আসলে ফরেক্সে কোন কোন সময় ট্রেড করলে ভাল হয় এ ব্যাপারে বাঁধা ধরা কোন নিয়ম নাই। আপনি যেকোনো সময়ই ট্রেড করতে পারেন,আসলে আপনি ফরেক্স ওপেন করে যদি বুঝতে পারেন যে এখন ট্রেড করলে আপনি লাভবান হতে পারেন তাহলে তখনই আপনি ট্রেড করতে পারেন ।
-
ফরেক্সে ট্রেড যে কন সময় করা যায়। কিন্তু সকাল ৭-১২ পর*্যন্ত এবং সন্ধ্যা ৭-১২ পর*্যন্ত সব চেয়ে ভাল সময়। আরেক টা কথা মনে রাক্তে হবে যে এই সময়টা আবার ফরেক্স র জন্য ডেঞ্জারাচ সময়। এই সময় অনেক লস আবার অনেক লাভ হতে পারে।
-
ফরেক্সে ট্রেড করার কোনো নির্দিষ্ট সময় নেই।আপনি আপনার সময় মত ফরেক্সে ট্রেড করতে পারবেন।আর এই জন্য আপনাকে আপনার নিজের মত করে সময় ঠিক করে নিতে হবে।
-
আপনার বুঝতে হবে আপনার কখন আপনার ট্রেড ওপেন করলে আপনার ট্রেড ভাল হবে । এটা নির্ভর করে কখন সবাই অনলাইনে থাকে। রাতে আপনি আপনার ট্রেড ওপেন করতে পারেন ভাল সময়।আমি বেশিরভাগ সময়ই সন্ধার দিকে ট্রেড করে লাভোবান হই ।
-
আমার মতে রাতের বেলা মানুষ বেশি সময় পায়,তখন মনযোগ সহকারে কাজ করতে পারে।আর ফরেক্স ট্রেড এ কাজ করতে মনযোগ অনেক দরকার...।তাই আমার মতে রাত ই বেশি উপযোগী।
-
এখানে সময়ের সাথে লাভের কোন সম্পর্ক নেই। আপনাকে লাভ করতে হলে ভালভাবে বিভিন্ন এনালাইসিস সম্পর্কে খুব ভাল জ্ঞান অর্জণ করতে হবে। এসব জ্ঞানকে কাজে লাগিয়ে যখন আপনি আপনার অভিজ্ঞতাকে বাড়িয়ে ফেলবেন ঠিক তখনি মার্কেট আপনার আয়ত্বে আসা শুরু করবে। আর এভাবেই আমাদের অগ্রসর হতে হবে।
-
ফরেক্স মার্কেটে এটি কমন ব্যাপার যে ট্রেড এন্ট্রি করলেই লস থাকতে হয় । মনে রাখবেন, কোন ট্রেডই এন্ট্রি করার সাথে সাথে আপনার অনুকুলে আসবেনা এবং ট্রেড এন্ট্রি দেওয়ার সাথে সাথে ব্রোকার আপনার ট্রেডের কমিশন কেটে ফেলে তাই ট্রেড এন্ট্রি দেওয়ার সাথে সাথে লস দেখা যায় । তবে ট্রেড দেওয়ার আগে শিওর হন যে ট্রেড লাভ হতে পারে নাকি লস হতে পারে নতুবা আরও বেশি লস করতে পারেন ।
-
ফরেক্সে ট্রেড আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন। যখন ট্রেড করবেন তখন আপনাকে বুঝতে হবে এখন ট্রেড ওপেন করলে লস না লাভ হবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী ট্রেড করতে পারেন। ট্রেড করেতে কোন বাধা নাই।
-
ফরেক্স এ ট্রেড করার সবচে উত্তম সময় হল বাংলাদেশ সময়ে বিকাল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত, এটি শম্পুরন আমার মতামত আমি এই সময়টি বেছে নিয়েছি কারন এই সময় মার্কেট এ বেশ ভাল মুভমেন্ত থাকে এবং বিভিন্ন গুরুত্তপুরন নিউজ অ এই সময় বের হয়ে থাকে।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে। ফরেক্স মার্কেট অন্য সব মার্কেটের চেয়ে আলাদা।ফরেক্স মার্কেট এমন একটি মার্কেট যা ২৪ ঘন্টাই খোলা থাকে। এই মার্কেটে ট্রেডিং করার উপযোগী সময় হচ্ছে সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত।কারন এই সময় ফরেক্স মার্কেটে অনেক পরিমান ট্রেডার ট্রেড করে থাকেন।
-
আসলে ফরেক্স মার্কেটে আমি এখনো পর্যন্ত এমন কোন নিদ্দিষ্ট সময় খুঁজে পাইনি যে সময় ট্রেড করলে নিশ্চিত লাভ হবে ! আসলে মার্কেট বেশির ভাগ সময় আপ-ডাউন করে অর্থ্যাৎ ফরেক্স মার্কেট হল প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পরিবর্তনশীল মার্কেটে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ করা ব্যাতিত কোন কাজ নেই আপনি যদি ফরেক্স নিয়ে গভীরভাবে স্টাডি করেন এবং প্রতিনিয়ত ট্রেড এর গতিবিধি লক্ষ্য রাখেন তবে আপনি হয়ত কোন সুনিদ্দিষ্ট সময় খুঁজে বের করতে পারবেন
-
ট্রেড সময়
প্রতিটি ব্যবসায় কিছু নিদিষ্ট সময় বেচা কেনা ভাল বা মন্দ হয় তেমনি ফরেক্স ভাল মন্দ হয়। আপনি যদি বেশি লাভ করতে চান তবে হট সময় দুপুর ২-৩টা, ৫-৬টা, ৭-৮টা, ১০-১১টা এই সময় গুলো বেশি উঠা নামা করে এতএব লাভ বেশি আবার লস বেশি।
https://www.facebook.com/bdforex
-
ফরেক্সে সবসময় ট্রেড করা পজিটিভ ফল বয়ে আনে না। এজন্য কিছু স্পেশালসময়ে ট্রেড করা যায়। তবে সচরাচর মার্কেটের ভালো মুভমেন্ট থাকে এমন সময়ে ট্রেড করতে অধিকাংশ ট্রেডারই পছন্দ করে। তবে যারা সুইং ট্রেড করে তাদের বিষয়টা অন্যরকম কারন তারা লং ট্রেড করে থাকে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করা যায়।
-
আপনি যে কোন সময় ট্রেড করতে পারবেন তবে দুপুর ২ টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনি ট্রেড করলে ভাল লাভ বা লস করতে পারবেন। এসময় মার্কেট ভাল মুভ করে।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই খলা থাকে তবে যেকোনো সময় ফরেক্স মার্কেটে ট্রেড করা জায় তবে ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে রখন ফরেক্স মার্কেটে ট্রেড না করা ভাল কারন ফরেক্স মার্কেটে যখন নিউজ দেখা জায় তখন মার্কেট অনেক মুভ করে কারন নিউজ যখন রিলিজ হয় তখন অনেক লসের কারন হতে পারে ।
-
ফরেক্স এমন একটি মার্কেট যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা সপ্তাহের ৫ দিন মুভমেন্ট থাকে। মার্কেট সবসময়ই গতিশীল হাকে তাই যেকোনো সময়ই এখানে ট্রেড করা যায়। তবে আমার মনে হয় সপ্তাহের মঙ্গল থে কে বৃহস্পতিবার ট্রেডের জন্য ভালো। আর দিনের ভিতর সন্ধ্যার পরের টাইম ভালো।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । সাধারনত মার্কেটের মুভমেন্ট দেখে মার্কেটের অবস্থা ভাল মনে হলে ট্রেড করাই উত্তম *। তাছাড়া ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
-
ফরেক্সে যে বৈশিষ্ট্যর কারণে এই ব্যবসাকে সবাই অনেক বেশি পছন্দ করে তা হল এই ব্যবসার সময়ের অসাধারণ ব্যাপাটির জন্য । ফরেক্স মার্কেট দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আর সপ্তাহে পাঁচদিন । দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকায় একজন ট্রেডারের জন্য সব দিক থেকেই সুবিধা হয়ে থাকে । আর তাই আমাদেরকে অনেক বেশি মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেট হল এমন একটা প্লাটফ্রম পৃথিবীর যে কোন পেশার মানুষ একে একটা পার্ট টাইম পেশা হিসেবে নিয়ে যে কোন সময়ে ট্রেড করতে পারে ।
-
আমি ফরেক্স মার্কেট এ সবসময় রাতে ট্রেড করি।রাতে আমি ঠাণ্ডা মাথাই ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে এবং আয় করার পাশাপাশি সফল হতে হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে।আর এই এনালাইসিস করতে হবে ঠাণ্ডা মাথাই।আমরা যদি মাথা গরম করে ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমাদের লস হওয়ার সম্ভবনা থাকবে।তাই আমি সবাই কে বলবো আপনারা ঠাণ্ডা মাথাই রাতে ফরেক্স মার্কেট এ ট্রেড করুন।আসা করে আপনি এর ফল পাবেন।/
-
ফরেক্স মার্কেটে ট্রেড অনেক গুরুত্ব পূর্ণ দিক । আমরা যারা ফরেক্স মার্কেটে কাজ করি তাদের কে আগে থেকে ভাল করে ট্রেড করা জানতে হবে । আপনি যদি ভাল ট্রেড করতে না পারেন তাইলে আপনাকে আগে থেকে ভাল করে ট্রেড করা শিখতে হবে । তাইলে আপনি ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে পারবেন ।
-
আসলে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে ফরেক্স মার্কেট ভাল করে জানতে হবে তারপরে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেট বিভিন্ন সময় বিভিন্ন দিগে মুপ করে আপনাকে ফরেক্স মার্কেটে মুভমেন্ট ভাল করে দেখে তার পরে আপনাকে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেট সবসময়ই গতিশীল থাকে তাই যেকোনো সময়ই এখানে ট্রেড করা যায়। ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে হলে এবং আয় করার পাশাপাশি সফল হতে হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট বিভিন্ন সময় বিভিন্ন দিগে মুপ করে মুভমেন্ট ভাল করে দেখে তার পরে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করে থাকি কিন্তু আমাদে জানা থাকিলে ভাক হয় কখন ফরেক্স ট্রেড করলে ভাল হয়, এক কথায় বলা যায় যে সময় ফরেক্স মার্কেটে ট্রেডারের উপস্থিতি বেশি থাকে সে সময় ট্রেড করলে ভাল প্রফিট করা যায়,আর সেই সময় মার্কেটের মুভমেন্টের গতি বেশি থাকে, সে সময় আমাদের বাংলাদেশের সময় অনুসারে সন্ধ্যা ৬ ঘটিকা হইতে রাত ১১ ঘটিকা পর্যন্ত।
-
ফরেক্স এ আপনি চাইলে যে কোন সময় ট্রেড করতে পারেন ২৪ ঘন্টা ট্রেড করা যাবে শুধু শনিবার,রবিবার ছাড়া।আপনি দেখে শুনে ট্রেড করা আপনার জন্য ভাল।আমার জানা মতে বাংলাদেশ সময় দুপুর ২টায় থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড এর জন্য খুব ভাল সময়।
-
আমি মনেকরি,, ফরেক্সে ট্রেড করার জন্য রাতের সময় টা ভাল কারন রাতে ফরেক্স বাজার বেশ ভাল রকম মুভ করে।। আমি ফরেক্স ট্রেডিং করার জন্য রাত ৭ টা থেকে ১০ টা পরযন্ত সময় কে বেছে নেই।।।
-
ফরেক্স ব্যবসা দুুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই ব্যবসা করে সফলতা অর্জন করা যায় । সুতরাং আমরা এই সময়ের মধ্য অবশ্যই ভালোভাবে ট্রেড করে তারপর দক্ষতাবান হয়ে তারপর ট্রেড করব তাহলেই সফলকাম হতে পারব । সুতরাং আগে আমরা দক্ষতা অর্জন করব ।
-
ফরেক্স এ ট্রেড আপনাকে ফরেক্স মার্কেট এর অবস্থান অনুযায়ী করতে হবে.আপনি কোনো সময়কে নির্ধারণ করে এইখানে ট্রেড করতে পারবেননা.কারণ মার্কেট সবসময় একরকম থাকেনা এইটি সবসময় পরিবর্তিত হতে থাকে.তাই এইখানে আপ[নি যখন ট্রেড করছেন তখনকার মার্কেট অবস্থান অনুযায়ী ট্রেড করেই আপনাকে লাভবান হতে হবে.
-
ফরেক্স মার্কেট ভিত্তিক লাভ-লস নির্ভর করে থাকে.তাই এইখানে লাভবান হবার কোনো সময় কে নির্ধারণ করে লাভবান হওয়া যাবেনা.কারণ আপনি আজকে যেই সময়কে ট্রেড করার উপযুক্ত সময় বলে চিন্নিত করছেন কালকে হতে পারে ঐসময় আপনার লস হবার কারণ.যেহেতু প্রতিনিয়ত মার্কেট উঠানামা করতে থাকে তাই এইখানে সময় অনুজায়িনা মার্কেট পরিস্থিতি অনুযায়ী ট্রেড করতে হবে.
-
মার্কেট যখন উঠা নামা না করে তখন ফরেক্স করে তেমন লাভ করা যায় না। আর যখন কোন নিউজ আসে তখন মার্কেট এর ব্যাপক উঠানামা দেখা যায়। আর বাংলাদেশ সময় সন্ধার দিকে নিউজ আসে। তাই এই সময় ট্রেড করলে ভাল হয়। অনেক সময় দিনেও ভাল নিউজ আসে। তখনও করা যেতে পারে। আবার নিউজ ছাড়াও মাঝে মাঝে ভাল উঠানামা দেখা যায়।
-
ফরেক্স এ সব সময়ই ট্রেড করা ভাল । সব সময়ই আপনি ভাল প্রফিট করতে পারবেন । আগে অাপনি আপনার স্ট্যাটেজিটা ঠিক করে নিন । মার্কেটে যখন তেমন মুভমেন্ট থাকেনা তখন স্কেলপিং করলে ভাল প্রফিট করা যায় । আবার নিউট টাইমে অন্যভাবে ট্রেড করতে হয় ।
-
ফরেক্স মার্কেট আপনি কোন সময় ট্রেড করবেন তার কোন সময় দেওা নাই । আপনি আপনার ইচ্ছে মত কাজ করতে পারবেন। ফরেক্স মার্কেট অবশ্যই সপ্তাহে ২দিন বন্দ থাকে সেই দিন গুলা চারা আপনি যে কোন সময় কাজ করতে পারবেন । ওঁই দিন গুলা মার্কেট এর কাজ করতে জাতে অসুবিদা না হয় তাই এটা অফ রাখা হয় । এবং আমার মতে ওঁই সময় সার্ভার এর কাজ করা হয় ।
-
ফরেক্স এ যখন ইচ্ছে আপনি ট্রেড করতে পারেন। আপনি যখন এন্যলাইস করে বুঝতে পারছে ট্রেডটি ভালো হবে তখনি আপনি ট্রেড করে লাভ করতে পারেন। তার পর সাধারনত বাংলাদেশ এ বিকালের দিকে, আর সন্ধ্যারর পর ট্রেড করলে ভালা কারন এই টাইমে মার্কেট মুভ বেশী থাকে।
-
ফরেক্স মার্কেটে সাপ্তাহে পাচঁ দিন ট্রেড করা যায় এটাই ফরেক্স মার্কেটে বগ সুবিদা। এর মধ্যে ইউরো এবং আমেরিকা সেশনে ট্রেড করার সব চেয়ে উপযুক্ত সুযোগ এই সময়ে মার্কেটে আপ ডাউন বেশি করে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে কিছু সময় নিয়ে মার্কেটে এনালাইসিস করে আমাদের ট্রেড করতে হয়।
-
ফরেক্স এ ট্রেড করার কোন উপজুগত কোন সময় নাই।জে কোন সময় ট্রেড করা যায়।
-
ফরেক্স যে কোন সময় ট্রেড করতে পারি। সুতরাং আপনি যে কোন সময় ব্যবসা করতে পারেন। যখনই সম্ভব আপনি ব্যবসা করতে পারেন। তবে, তিনি ভাল নাও হতে পারে, কারণ বাণিজ্য কিছু মনে না হলে ভুল করতে পারেন। বাণিজ্য সময়ে তা করার উপযুক্ত।