-
অবশ্যই আপনি ফরেক্স এ লস এড়াতে পারবেন তবে একে বারেই লস এড়ানো সম্ভব না। কেননা এই মার্কেটের গতিবিধি সম্পর্কে কেউ সঠিকভাবে জ্ঞান উপার্জন করতে পারে না বরং এই মার্কেটটি তার নিজেস্ব গতিতেই চলে, এজন্য লস কিছু না কিছু হবেই। তবে দক্ষতা ও ধৈর্য্যর সাথে যদি আপনি এই মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই ভবিষ্যতে লসের চেয়ে লাভের পরিমাণটা বেশি করতে পারবেন বলে আমার বিশ্বাস।
-
আমার জানামতে ফরেক্স মার্কেটে লস এডানোর কোন উপায় নেই। কারণ মুনাফা এবং লস দুটোই এই ব্যবসার একটি অংশ। তবে হ্যা আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি খুব সহজেই আপনার লস কে কমাতে পারেন। আর এর জন্য আপনাকে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ এগুলো ছাড়া আপনি কখনই সফলভাবে ট্রেড করতে পারবেন না। আর সফলভাবে ট্রেড করতে না পারলে আপনি কখনই আপনার লস কমাতে পারবেন না। তাই আগে বেশি বেশি করে জ্ঞান অর্জন করুন তারপর লস কমানো চেষ্টা করুন।
-
ফরেক্সে লস করা খুবই স্বাভাবিক ব্যাপার । অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লস করে থাকেন । ফরেক্সে লস এড়ানোর উপায় হলো প্রতিনিয়ত যেসব ভুল আপনি করেন তা স্মরণ রাখা । যাতে পরবর্তীতে এসব ভুল এড়িয়ে চলা যায় । এছাড়া সবসময় নিউজ ফলো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে । আর অবশ্যই ডেমো ট্রেড ভাল করে করবেন ।
-
ফরেক্স ট্রেডিং এ লস এড়ানোর অনেক দিক আছে। যেমন ধরেন আপনি লোভ সামলিয়ে ট্রেড করলে লস এড়ানো যাবে। আবার ধরেন আপনি মার্কেট এনালাইসিস করে ট্রেড করলে লস এড়ানো যাবে। তবে এখানে কাজ করতে হলে প্রয়োজন ধৈর্য্য ও পরিশ্রমের তাহলে অনেকটা লস এড়ানো সম্ভব। ধন্যবাদ
-
লাভ লস সব ব্যাবসায়ে হবে। এটা স্বাভাবিক কিন্তু আপনি কিছুটা সচেতন হলে আর একটু দক্ষ হলে লসের হারটা কমানো যেতে পারে। এক্ষেত্রে আপনি ফরেক্স ট্রেডিং ভালো ভাবে জানতে হবে আর এর সাথে মার্কেট অ্যানলাইসিস ভালো জানতে হবে, মানি ম্যানেজমেন্ট ভালো জানতে হবে তবেই আপনি লস এড়াতে পারবেন....
-
ফরেক্সে লস করা খুবই স্বাভাবিক ব্যাপার । অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লস করে থাকেন । ফরেক্সে লস এড়ানোর উপায় হলো প্রতিনিয়ত যেসব ভুল আপনি করেন তা স্মরণ রাখা । যাতে পরবর্তীতে এসব ভুল এড়িয়ে চলা যায় । এছাড়া সবসময় নিউজ ফলো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে । আর অবশ্যই ডেমো ট্রেড ভাল করে করবেন ।
-
আমার ফরেক্স বাজারে লস এড়ানো পুরোপুরি সম্ভব না তবে কিছুটা লস এড়ানো হ্রাস করতে পারবেন। এজন্য আপনাকে দীর্ঘ কয়েক বৎসর অপেক্ষা করতে হবে। তাছাড়া আপনি যদি কোন ট্রেড লস করেন সেটা কারণগুলো প্রতিনিয়ত খোজে বের করতে হবে এমনকি কি কারণে লস হয়েছে সেই ভুলগুলো যেন পরবর্তীতে আর না হয় সেভাবেই কাজ করতে হবে। এভাবেই প্রতিনিয়ত যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই কয়েক বৎসর পর লসের হাত থেকে রক্ষা পাবেন বলে আমার বিশ্বাস।
-
ফরেক্স ব্যবসায় লাভ লস বিদ্যমান| কোন বাবসা করতে গেলে আপনার লাভ ও লস হতেই পারে আপনি যদি নিয়মিত ফরেক্স মাকেটে ডেমো পারতিস করেন তবে আপনি ফরেক্স থেকে লস থেকে লাভ করতে পারবেন |আপনাকে ধয্য ধারন করে ফরেক্স মাকেটে থাকতে হবে | নিয়মিত ফরেক্স মাকেটে শোম্পোড়কে জ়ানতে হবে |
-
ফরেক্সে লস করার অনেক উপায় আছে আপনি যদি উপায় গুলো ভালো করে জানেন তাহলে আপনি লস করবেন আর যদি না জানেন তাহলে লস করবেন না আমি সম্ভবত লস এর ব্যাপারে বলছি কারণ লোকটা হচ্ছে বুঝার কারণে হয় বেশি বুঝলি লস করবেন কম বুঝবেন কিভাবে লাভ করবেনগোসাই পেচ ইসবগুলের 100
-
লাভের জন্য ফরেক্স মার্কেটে আসা যদি লাভিং লাভের জন্য প্রাইস মার্কেট এ আপনি এসেছেন যদি কাভি না করেন তাহলে খরচ করে কি লাভ লাভ এর জন্য কলেজ মার্কেটে এসে আপনি যদি পারেন তাহলে লাভ কি
-
এটি একটি লিকুইড মার্কেট হবে আপনি সব সময় যে লাভ করবেন তার কোনদিন সম্ভব না আপনাকে মানি ম্যানেজমেন্ট চালু করতে হবে এবং কিছুটা নিজের সম্পর্কে ধারণা নিয়ে আপনি ট্রেড করবেন তাহলে আপনি লাভ করতে পারবেন
-
কেউ কোনদিন ভুলতে পারবে না খেয়ে কিভাবে ট্রেড করলে কেউ কোনদিন লাভ করতে পারবে কিংবা কেউ কোনো মানুষই বলতে পারবেনা যে প্রত্যেকটা সেদেশের এ লাভ করতে পারবে এবং আমি দেখতে চাই কে রে সেটা পারে কেউ কি আছে
-
যদি আমাদের এই ফোরামে কেউ থাকে তাহলে সে আসুক এবং আমাকে জানান যে সে লাভ করেছে প্রতিটা ট্রেডে আমি মনে করি না এখন পর্যন্ত প্রতিটি ট্রেডে লাভ করতে পারবে লস হবে কিন্তু তাকে কমানোর উদ্দেশ্যে ট্রেড করাটাই সব থেকে ভালো ব্যাপার
-
নিজেকে লাভের সম্মুখীন করতে হলে নিজেকে গড়তে হবে সুন্দরভাবে গড়ে নিজেকে ঠিক করতে হবে নিজেকে বুঝতে পারলে আপনি ভাল ট্রেড করতে পারবেন যদি না বুঝেন তাহলে ভুল করবেন
-
আমারে সকল মন্তব্য পিছনে একটাই উদ্দেশ্য যে আপনারা সঠিকভাবে ট্রেড করেন যেন ভুল না করেন এইসব গুলো জানার জন্য আপনার বিভিন্ন ওয়েবসাইট ঘাটাল এবং জেনে-শুনে-বুঝে মানি ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড করুন তাহলে আপনি যা করতে পারবেন এটাই স্বাভাবিক
-
নিউজ গুলো না জানলে আপনি দ্রুত করবে নি বরঞ্চ আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে লাভের জন্য আপনি অনেক কিছু করতে পারেন লস আপনাকে বুঝতে হবে যে লঞ্চে রান্না করতে হয় কোন ভাবে লস করা যাবে না লস করলে আপনি আপনার অ্যাকাউন্ট জিরো সেটাকে মেনে নিতে পারবেন না তখন আপনি করে ছেড়ে চলে যাবেন
-
আমরা কেউ চাই না যে কেউ পড়ে ভুল ভাবেনি কারণ কেউ যখন ট্রেড করবেন তখন তাকে শিখতে হবে কিন্তু না শিখে ট্রেড করতে আসাটাই অন্যায় ফরেক্স এর ক্ষেত্রে আপনি এই অন্যায় কে না করলে আমরা সকলে এই ফোরামে খুশি হব আমাদের এই যুক্তিগত ব্যাপারগুলোকে আপনি অন্তত মাথায় রাখবেন আপনার ট্রেডিং এর ক্ষেত্রে
-
মানুষ মাত্রই ভুল করে মানুষ ভুল করতেই পারে এটা স্বাভাবিক আপনি ভুল করে হয়তো করতে পারেন কিন্তু শিক্ষা আপনাকে সেই ভুল থেকে দূরে রাখবে তাই আপনি ভুল থেকে সরে থাকেন এটাই আমাদের সকলের প্রত্যাশা প্রত্যেকটি ট্রেডার যেন ভালো করে চেক করে
-
যখন আপনি চেক করবেন আপনার একাউন্ট গুলোকে তখন আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় ভুল ছিল এবং ভুলগুলো বেরিয়ে পড়ে ট্রেনগুলো করবেন এটাই আমরা আশা করব
-
ফরেক্সে ট্রেডিং এ লসের পরিমাণ এড়াতে হলে প্রথমে ফরেক্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে।এরপর ফরেক্স এর কিছু নিয়ম কানুন যেমন সঠিক মানি ম্যানেজমেন্ট ট্রেডিং করা,ট্রেডিং এ ধৈর্যশীলতার পরিচয় দেওয়া,ট্রেডিং এর পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করা এবং নির্লোভী হওয়া।এছাড়া নিজের মতো করে যদি একটি ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করে নেওয়া যায় তাহলেও লসের পরিমাণ এড়ানো যাবে।
-
ফরেক্স এর লস এড়ানোর প্রথম এবং প্রধান উপায় হচ্ছে নিজেকে দক্ষতার সাথে অভিজ্ঞ করে গড়ে তোলা। ফরেক্স মার্কেটে যে যত বেশি অভিজ্ঞ তার লস এর পরিমাণ তত কম। কারণ দক্ষ এবং অভিজ্ঞ লোকেরা ট্রেড ওপেন করার পূর্বে ভালোভাবে মার্কেট এনালাইসিস করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে মানি ম্যানেজমেন্ট মেনে তারপর ট্রেড ওপেন করে।যার ফলে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের লস এর পরিমাণ অনেক কম হয়। তাই দক্ষ অভিজ্ঞতা হচ্ছে ফরেক্স মার্কেটে লস এড়ানোর একমাত্র মাধ্যম।
-
লাভ লস ঘিরেই প্রত্যেকটা ব্যবসা। ফরেক্সও তার থেকে আলাদা না। তাই ফরেক্স লস এড়াতে হবে। আর তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো সচেতনতা। ফরেক্স সম্পর্কে পুরোপুরি জানতে হবে। কখন ট্রেড করলে ভালো মুনাফা অর্জন করা যাবে,কখন ট্রেড করলে লস হবে সে সম্পর্কে ভালো ভাবে অবগত হতে হবে।ফরেক্স সম্পর্কে ঠিক ঠাক দক্ষতা অর্জন করতে পারলে ফরেক্স লস এড়ানো সম্ভব বলে আমি মনে করি।
-
ফরেক্স এ লস এড়ানোর উপায় আছে কিন্তু পুরোপুরি এড়ানো সম্ভব না।ফরেক্স এ কেউ ই বলতে পারবে না সে ১০০% লাভ করবে।যদি কেউ এটা বলতে পারত সে হত পৃথিবীর শ্রেষ্ঠ ধনী।ফরেক্স এ আপনি পুরোপুরি শিখুন আগে তারপর লাভ লসের হিসাব করুন। আগে আপনি ফরেক্স কি বুঝুন।নিয়মিত ডেমো ট্রেড প্র্যাক্টিস করুন।নিয়মিত ডেমো ট্রেড প্র্যাক্টিস করলে আপনার ট্রেডিং দক্ষতা অনেক বেড়ে যাবে।আপনি খুব দ্রুত ফরেক্স এ দক্ষ হয়ে উঠবেন।ফরেক্স মার্কেট এর গতিবিধি লক্ষ করুন এবং সেই অনুসারে মার্কেট এনালাইসিস করে ট্রেড করুন।এছাড়া মানি ম্যানেজমেন্ট মেনে আপনাকে ট্রেডিং করতে হবে।মানি ম্যানেজমেন্ট না করলে মার্কেট একটু আপনার বিপরীতে গেলেই আপনার অনেক বেশি লস হয়ে যাবে।এছাড়া ট্রেড এ স্টপ লস এবং টেক প্রফিট নিবেন।এভাবে ট্রেড করতে পারলে লস এড়ানো সম্ভব।
-
ফেরেক্সে লস এড়াতে চাইলে ফরেক্স সম্পর্কে ব্যাপক ধারনা থাকার দরকর আছে,সবসময় মার্কেট সম্পর্কে খোজ রাখতে হবে,যে কখন ট্রেড করলে লাভ হবে আর কখন ঝুকি বেশি,সাথে সাথে ডেমো ট্রেড কর দক্ষতা বাড়িয়ে নিতে পারেন,এছাড়া আগে যে সকল ভুলের কারনে লসের সমূক্ষিন হয়েছেন সেগুলো এড়িয়ে চলতে হবে,এবং ধৈর্য সহকারে দেখে বুঝে ট্রেড করতে হবে, তাহলে হয়তো লস এড়িয়ে ব্যাবসা করতে পারবেন।
-
ব্যাবসা মানে লাভ লস । ব্যাবসায় লস হওয়াটাই সবাবিক । আর এ লস এড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো,ফরেক্স ভাল ভাবে শিকতে হবে, মার্কেট ভল ভাবে মার্কেট এনালাইসিস করতে হবে, একবার লস হলে লসের কারন খুজে বের করতে হবে ।
-
অনেকে স্টপ লস ব্যবহারকে ফরেক্স মার্কেটে লস ঠেকানোর হাতিয়ার মনে করে থাকেন তবে আমি তাদের এই মতের সাথে একাত্বতা প্রকাশ করতে পারছি না। কেননা ধরুন আপনি কোন একটা নির্দিষ্ট স্ট্রেটেজি ফলো করে তার উপর ট্রেড নেন। এখন আপনার স্ট্রেটেজি যদি আপনার দ্বারা পূর্ব পরিক্ষিত না হয় এবং তা যদি ঠিকঠাক কাজ না করে বা আপনি যদি ভুল জায়গায় ট্রেড করে বসেন তবে আপনার স্টপ লস ব্যবহার আপনার লসের পরিমান কম করতে পারলেও আপনার লস করা ঠেকাতে পারবে না। তাই লস করার প্রবণতা কমানোর জন্য সবার আগে আমাদের ট্রেডিং স্ট্রেটেজির প্রতি দৃষ্টি আকর্ষন করা উচিৎ।
-
জি উপায় আছে তবে এটা সময়ের বেপার। আপনাকে মানিমেনেজমান্ট করতে হবে। রিকভারি জন্যে ৫০% নিশ্চিত হয়ে বিপরীতে ট্রেড নিতে হবে। আর সেটি শট ট্রেড হিসাবে নিতে হবে। ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করতে হবে। মার্কেট মুভমেন্ট বুজতে হবে। মার্কেট ট্রেন্ড অতি কৌশলে তার অবস্থান পরিবর্তন করে আর সেই অবস্তা আমাদের কে বুজে বসে না থেকে তড়িৎ গতিতে বাবস্তা নিতে হবে।
-
ইন্সটাফরেক্স যেহেতু একটি বিজনেস সাইট তাই এখানে লস লাভ থাকবে। মার্কেটের আপ ডাউন এর উপর নির্ভর করে লস ও লাভ হলো মেনে নিতে হবে। লস বা লাভ কম বেশি করার মত কোন অপশন নেই।আমরা চাইলে আমাদের লস এর স্টপ লিমিট করে রাখতে পারি যে ওই পরিমাণ লস হয়ে আর লস হবে না। কিন্তু পুরোপুরি লস এরানোর মত কোন অপশন আমার জানামতে ইন্সটাফরেক্সে নেই।
-
লস এড়াতে হলে আমাদেরকে স্টপ লস ব্যবহার করতে হবে।যাতে লসের পরিমাণটা বেশি না হয়।পরে মার্কেটের অবস্থা বুঝে তা আমরা ধৈর্যের সাথে ট্রেড করে রিকোভারি করে নিতে পারি।আরো উপায়ের মধ্যে আছে একটি ভাল স্ট্রাটেজি ফলো করা যার মধ্যে লস এড়ানোর বা রিকোভারি করার মেথড সহ দেওয়া আছে।
-
ফরেক্স করতে গেলে অবশ্যই লস করতে হয় । কিন্তু এই লস যে সবসময় হবে তা নয় । কারন আপনি যখন ফরেক্সে দক্ষ হবেন তখন আপনার আর ফরেক্সে লস করতে হবে না । তাই ফরেক্সে লস এড়ানোর জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে । তাহলে ফরেক্সে আর লস হবে না ।
-
আমার মনে হয় ফরেক্স কে আমরা যত টা সহজ মনে করি আসলে ফরেক্স ততটা সহজ নয়।ফরেক্সে লস হবার সম্ভাবনাই বেশি থাকে তবে ফরেক্স সম্পর্কে যদি ভাল দক্ষতা থাকে তাহলে মোটামুটি কিছূটা লস এড়ানো সম্ভব। কিন্তু ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে লস খেতেই হবে লস খেতে খেতে এক সময় লাভ হয়।তাই আমার মতে ফরেক্সের সকল বিষয় সম্পর্কে ভাল ভাবে জেনে মার্কেটের মুভমেন্ট ফলো করে এনালাইসিস বুঝে ট্রেড করলে আশাকরি কিছুটা লস এড়ানে সম্ভব।
-
ব্বসায় অবশ্যই লাভ লোকসান আছে।আপনি ট্রেড করেন তবে আপনাকে লসের মুখ দেখতেই হবে। এখানে এমন কোন অপশন নেই যে লস হবে না। তবে যদি আপনি ট্রেড না করেন তবে লস হবে না আবার যদি কম ট্রেড করেন তবেও লসের সংখ্যা কম হবে। তাই আমার মনে হয় সবারই মনে রাখা উচিত যে লাভ লস পার্ট অফ ট্রেডিং।
-
ব্যবসায় লাভ-লস থাকবেই এটাই স্বাভাবিক। লস না থাকলে সেটাকে ব্যবসা বলা যাবে না।লস এড়ানোর প্রধান হাতিয়ার হচ্ছে লোভ বর্জন করে ব্যবসা করা বলে আমি মনে করি।ব্যবসা সম্পর্কে ধারণা না নিয়ে ঝুঁকি নিয়ে ব্যবসা শুরু করলে আপনি ৯৯% লসে পড়ে যাবেন।আর ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা।একটু এদিক সেদিক হলে আপনি নিশ্চিত লসে পড়ে যাবেন। কাজেই অভিজ্ঞতা না নিয়ে কাজ করা ঠিক না।আর তার জন্য প্রয়োজন অনুশীলন। আপনি ডেমোতে ট্রেড করে লাভবান হতে পারেন।মার্কেট এনালাইসিস করে করুন দেখবেন আপনি লাভবান হয়েছেন।লোভকে কন্ট্রোল করে কাজ করলে লাভবান হবেন।লসের দিক খেয়াল রেখে মনোযোগ সহকারে কাজ করলে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ।
-
ফরেক্স ট্রেডিংয়ে লস এড়াতে হরে আপনাকে আগে ভাল ফরেক্স ট্রেডিং করতে জানতে হবে। পাশাপাশি আপনি ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লস এবং টেক প্রফিট এই অপশন দুটি ব্যবহার করেও আপনি লস অনেকাংমে কুমিয়ে আনতে পারেন।
-
ফরেক্স বিজিনেস হতে লস এড়ানোর অনেক উপায় আছে,সর্ব প্রথম আপনাকে ফরেক্স এর বেসিক ভালো ভাবে শিখতে হবে,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক রেখে অল্প অল্প লট দিয়ে এন্ট্রি নিতে হবে,এন্ট্রি নেওয়ার সাথে সাথে স্টপ লস ব্যবহার করতে হবে এবং ওভার ট্রেডিং করা যাবে না,তাহলেই লস এড়াতে পারবেন।
-
ফরেক্স এর লস এড়ানোর প্রথম এবং প্রধান উপায় হচ্ছে নিজেকে ফরেক্স সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তোলা।নিজেকে যত বেশি দক্ষ এবং ভিডিও করে গড়ে তোলা যাবে তত বেশি আপনার লস এর পরিমাণ কমতে থাকবে। নিজেকে লোক থেকে বিরত রাখা আর ট্রেড করার সময় অতিরিক্ত রিক্সা নিয়ে ট্রেড করা। ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট এর ভিত্তিতে ট্রেড ওপেন করতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেটে নিজেকে লস থেকে এড়াতে পারবেন।
-
ফরেক্স এর লস এড়ানোর প্রথম এবং প্রধান উপায় হচ্ছে নিজেকে ফরেক্স সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ করে গড়ে তোলা।নিজেকে যত বেশি দক্ষ এবং ভিডিও করে গড়ে তোলা যাবে তত বেশি আপনার লস এর পরিমাণ কমতে থাকবে। নিজেকে লোক থেকে বিরত রাখা আর ট্রেড করার সময় অতিরিক্ত রিক্সা নিয়ে ট্রেড করা। ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট এর ভিত্তিতে ট্রেড ওপেন করতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেটে নিজেকে লস থেকে এড়াতে পারবেন।
-
ফরেক্স এ লস এড়ানোর উপায় আছে। যত ট্রেড করব তত আমাদের রিস্ক কমে যাবে। ট্রেড করার সময় হিসাবে করতে হবে কত পিপ স্টপ লস এবং টেক প্রফিট কত দিব। তার পর ট্রেড দিয়ে ট্রেড রানিং হলে প্রফিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
-
ফরেক্সে লাভ লস হতেই থাকে।তবে অধিকাংশ ট্রেডারই ফরেক্সে লস করে থাকেন । ফরেক্সে লস এড়ানোর উপায় হলো প্রতিনিয়ত যেসব ভুল আপনি করেন তা স্মরণ রাখা । যাতে পরবর্তীতে এসব ভুল এড়িয়ে চলা যায় । এছাড়া সবসময় নিউজ ফলো করে মার্কেট এনালাইসিস করে ট্রেড নিতে হবে ।
-
ফরেক্স ট্রেডিং কিন্তু শুধু লস এর জায়গা নয় , যদি লসের জায়গাই হত তাহলে কেউ ফরেক্স ট্রেডিং করতে আগ্রহ করত না । আসলে সব কিছুতেই লাভ লস থাকবে । তেমনি ফরেক্স ট্রেডিং যদি আপনি না জেনে করতে আসেন তবে আপনি অবশ্যই লস করবেন । কিন্তু আবার জেনে করলেই যে লস করবেন না বিষয়টা তেমন ও নয় । আসলে ফরেক্স ট্রেডিং খুবই কঠিন একটা বিষয় । এখানে লস করতে করতেই শিখতে হবে । তবে আপনি যদি কম রিস্ক নিয়ে ট্রেড করেন আর মানি ম্যানেজমেন্ট অনুসরণ করেন তাহলে খুব বেশি লস হবে না , যেটা হবে সেটা সহনীয় মাত্রায় ।