আপনার ওপেনিং লট কখন ক্লোজ করবেন এটা কিন্তু নির্ভর করবে আপনার ট্রেডিং চার্টের নিকটতম সাপোর্ট এন্ড রেসিসট্যানস লেভেল গুলোতে যখন প্রাইস বাউন্স বা টেস্ট করবে ঠিক তখন৷এখানে আপনার লাভ কত কম হলো না খুব বেশি লাভ হয়ে গেল তা দেখার বিষয় না৷অর্থাৎ একজন দক্ষ ট্রেডারের চোখ কখোনোই তার প্রফিটের উপর থাকে না৷সর্বদা তাঁর চোখ থাকবে ঐ নিকটতম সাপোর্ট এন্ড রেসিসট্যান্স লেভেলগুলোতে৷এটাই হলো ফরেক্স ট্রেডের মূল নিয়ম৷তাই আপনার একটি ট্রেডে সামান্য লাভ হলেই যে লট টি ক্লোজ করে দিবেন তা সম্পূর্ণই ভূল৷