হ্যাঁ ভাই আপনি এখানে দুই ভাবে ট্রেড করতে পারেন।যা আপনি অন্য কোন বিজনেস এ পারবেননা।আপনি চাইলে এখানে বাই করে বা সেল করে ট্রেড করতে পারেন।যদি বাই দেন সে ক্ষেত্রে দাম বারলে আপনার আয় হবে আর যদি দাম কমে তাহলে আপনার লস হবে।আর সেল করার ক্ষেত্রে পুরো উলটো।ফরেক্স মার্কেট এ বাই সেল করে আয় করার মত সুযোগ আমার জানা মতে আর কোন বিজনেস এ নাই তাই আমি শেয়ার মার্কেট এর চেয়া ফরেক্স মার্কেট কে বেশি প্রাধান্য দিব।।