আমি ফরেক্সে নতুন তাই কোন কোন উৎস থেকে ফরেক্স সম্পর্কে ভালো জানতে পারব?
Printable View
আমি ফরেক্সে নতুন তাই কোন কোন উৎস থেকে ফরেক্স সম্পর্কে ভালো জানতে পারব?
আমি ফরেক্সে নতুন তাই কোন কোন উৎস থেকে ফরেক্স সম্পর্কে ভালো জানতে পারব?
আমি আসলে না বুঝে পোস্ট অনেক ছোট করেছিলাম তাই এডমিন আমায় হুশিয়ার করে দিয়েছে ছোট পোস্ট করার জন্য তাই আপনাদের কে বলব আপ্নারা যাতে আমার মত হশিয়ারি শুনতে না হয় তাই পোস্ট এর আকার টা একটু বড় করবেন। সাথে কপি পেস্ট থেকে বিরত থাকবেন। আসলে এটা এমন একটা ফোরাম যেখানে অনেক শেখার বিষয় আছে তাই আমাদের সবাই কে সেই বিষয় তা খেয়াল্ করা উচিত। আশা করব আপ্নারা আমার কথা গুলো মনোযোগ সহকারে অনুধাবন করে তার পর পোস্ট করবেন। আমি ও কথা দিচ্ছি যা বললাম তা পালন করার জন্য শতভাগ চেষ্টা করব।
সুহৃদ,
বিনামূল্যে বাংলায় ফরেক্স সম্পর্কে বিস্তারিত জানতে ও অভিজ্ঞ হওয়ার জন্য ইন্সটাফরেক্স এর ওয়েবসাইটে প্রবেশ করে, শিক্ষণীয় পাতায় প্রবন্ধগুলো, ভিডিওগুলো দেখুন।
*ফরেক্স কি: https://www.instaforex.com/bd/what_is_forex.php
*কিভাবে শুরু করবেন : https://www.instaforex.com/bd/getting_started.php
*ইন্সটাফরেক্স শিক্ষামুলক ভিডিও: https://www.instaforex.com/bd/video-
ধন্যবাদ
ফরোমের কাজ করো অনেক জটিল কাজ। তাই ফরোমের কাজ করিতে হইকে আগে ফরোম সম্পর্কে অবগত হইতে হইবে। তাহা হইলে ফরোমের কাজ করিয়া নিজেকে উন্নত করা ও জ্ঞান অর্জন করা সম্ভব হইবে। তাই সকলকে ফরোমের কাজ সম্পর্কে জেনে বুঝে কাজ করা উচিত। ফরোম সম্পর্কে না বুঝিলে কাজ করা উচিৎ নহে।
এই ফোরাম থেকে কত ডলার পর্যন্ত বোনাস পেতে পারবো। মানে এই রকম কোনো লিমিটেসন আছে যে এর বেশী আর ফোরাম থেকে বোনাস পেতে পারবোনা।
আমি আগে ইনস্টা ফরেক্স এর সদস্য ছিলাম। পরে ফোরাম এর সদস্য হয়েছি। আমার পক্ষে আর নতুন একাউন্ট করা সম্ভব না। তাহলে কি আমি কোনো বোনাস পাবোনা ?
ফোরাম পোষ্টিঙ এর কাজ গুলো অনেক মজার, তবে ফোরাম এর কাজ যদি ভালভাবে করা যায় তবে মাসে ভাল আয় করা সম্ভব।
প্রোফাইলের জন্য কোনো ভেরিফিকেশন এর প্রয়োজন হয় কিনা ? জানালে উপকৃত হবো। প্রফাইলটাকে ভালো ভাবে চালাতে কিকি নিয়ম গুলো বেশি গুরুত্বপুর্ণ কেউ জানালে ভালো হয়।
বোনাস দিয়ে ট্রেড করে প্রফিট তোলার সময় অনেকের একাউন্ট ব্লক হয়েছে,এই কথা কতটুকু সত্যি,কেউ কি আছেন যিনি নিয়মিত বোনাস দিয়ে ট্রেড করছেন এবং প্রফিটোও তুলতে পারছেন।
ফোরাম সম্পর্কে আমার একটা অতি প্রয়োজনীয় প্রশ্ন হল এখানে দিনে ঠিক সর্বোচ্চ কতটা পোস্টা করা যাবে ? এছাড়া মাসে কি সর্বোচ্চ ২৫০ ডলার বোনাস পাব ?
প্রতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের বোনাসগুলো, সদস্যদের ফোরামের প্রোফাইলে Bonus For Post সেকশনে যুক্ত করা ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় ভাবে পাঠিয়ে দেওয়া হয়। তবে এই সময় সীমা অতিক্রম করলে ফোরামের এডমিনকে এই বিষয়ে অবগত করুন। আশা করছি ফোরামের এডমিন এই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নিবে।
ধন্যবাদ
ফরেক্স এর বোনাস কয় তারিখে পাওয়া যেতে পারে ? প্রতিদিন কয়টি ফোরাম লেখা যাবে ? একটি কম্পিউটার দিয়ে কয়টি একাউন্ট খোলা যাবে ? অঅমাকে দয়া করে বলবেন
সাধারণত প্রতি মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে ফোরামের বোনাস ইন্সটাফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত হয়ে যায়। আর ফোরামে একটি IP থেকে একাধিক খুললে অ্যাকাউন্ট Ban করা হবে। আপনি প্রতিদিন গড়ে ৩০-৪০ টি পোস্ট করতে পারবেন আর আপনার পোস্টগুলো সর্বনিম্ন দুই লাইন হতে হবে অন্যথায় দুই লাইনের নিচে একাধিক পোস্ট হলে আপনাকে " বোনাস শিকারী " হিসেবে চিহ্নিত করা হতে পারে। আর আপনি প্রতিমাসে সর্বোচ্চ ২৫০ ডলার বোনাস পাবেন।
আমি গতকাল এই ফোরামে রেজিস্ট্রেশন করি। আমি গতকাল ২৭ টা পোস্ট করেছি। ৫.০৫ ইউএসডি আয় হয়েছে। এরপর আমার কাছে এই মেসেজটা আসে। You are no longer allowed to participate in the bonus program as there is cheating activity detected in your accounts. In case of any questions please contact antifraud@mail.instaforex.com.
এখন আমি কি করবো? প্লিজ আমাকে সাহায্য করেন। ছবিঃ http://prntscr.com/e81iyf
প্রিয় ফোরাম ট্রেডার,
এর মানে হল আপনি ফরেক্সবাংলা ফোরাম এবং ইন্সটাফরেক্স কোম্পানির শর্তবলী পুরণ করতে পারেন নি এবং আমাদের এন্টি ফ্রড বিভাগ আপনার অ্যাকাউন্টে কোন দোষ পেয়েছে। যার ফলে আপনাকে এই মেসেজটি দিয়েছে।
ইন্সটাফরেক্স এবং এই ফোরাম এর যাবতীয় কাজ-কর্ম সমুহ সয়ংক্রিয়ভাবে হয়ে থাকে তাই আপনার ক্রটিসমুহ লুকানোর অবকাশ নেই। আপনার অবগতির জন্য বলছি, অধিকাংশ ট্রেডার ইন্সটার সাথে প্রতারনা করার জন্য একাধিক অ্যাকাউন্ট খুলে থাকে। কিন্তু ইন্সটার সিষ্টেম স্বয়ংক্রিয়ভাবে এসব ব্যাক্তিদের সনাক্ত করতে পারে। যারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে কখনো এক সেন্টও বিনিয়োগ না করে শুধুমাত্র তাদের বোনাস ফান্ড দিয়ে ট্রেড করে। তারা এই প্রতারণার কৌশল ব্যবহার করে মুনাফা করে তাই ইন্সটাফরেক্সের নিয়ম অনুযায়ী এই ধরনের বোনাস শুধুমাত্র বাতিল করা হয়।
এই অবস্থায় আপনি পূর্ণবিবেচনার জন্য অনুগ্রহ করে এন্টিফ্রড বিভাগে যোগাযোগ করুন। ই-মেইল antifraud@mail.instaforex.com. এক্ষেত্রে আপনার উল্লিখিত তথ্য প্রদান করে আবেদন করতে পারেন: অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করে ফোন পাসওয়ার্ড, একটি নতুন ট্রেডার পাসওয়ার্ড, পরিচয়পত্রের বা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যানকৃত কপি যুক্ত করুন এবং অ্যাকাউন্ট নম্বর সরবরাহ করে পরিস্থিতি বর্ণনা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি এখনো আমার গতমাসের বোনাস পাই নি। কিন্তু আমি পোস্টিং বোনাসের নিয়মাবলীতে পড়েছিলাম প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যেই বোনাস পেয়ে যাবো। তাই সম্মানিত কর্তৃপক্ষের নিকট আমি জানতে চাই আমি কি বোনাস পাবো? আর যদি বোনাস নাই ই পাই তাহলে কেনো পাবো না? কারন এতে আমার কোনো ভুল আছে কিনা সেটা জানতে চাই।
ভাই ফোরাম জগতে আমি সম্পূর্ণ নতুন গত মাস থেকে শুরু করেছি। আমার ফোরাম ব্যালেন্স দেখাচ্ছে টাকা দিয়েছে, কিন্তু ট্রেডিং একাউন্টে টাকা যোগ হয় নাই। দয়া করে বলবেন কি, টাকা যোগ হতে কি সময় লাগে কিনা। ব্যালেন্স দেওয়ার কত দিনের মধ্যে ট্রেডিং একাউন্টে যোগ করা হয়।
ফোরাম এ পোস্ট দিয়ার পরে যে বোনাস গুলো আপনি পাবেন টা কখনো উত্তোলন করা যাবেনা | আপনি ফোরাম পোস্ট দিয়ার পরে যে বোনাস গুলো পাবেন টা ট্রেড করে যদি লাভ করতে পারেন সে লাভের অংশটি উত্তোলন করতে পারবেন |
আমি জানতে চাচ্ছি যে, ফোরাম একাউন্ট এবং ট্রেডিং একাউন্টের ইমেইল এড্রেস কি ভিন্ন হলে কোন সমস্যা আছে নাকি একই ইমেইল হতে হবে? এবং ফোরাম একাউন্ট থেকে কি করে ট্রেডিং একাউন্ট ডিএটাচ করবো?
কেউ কি ফোরাম হতে নভেম্বর মাসের বোনাস পেয়েছেন, যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন? ধন্যবাদ ফোরামের সকল সদস্যদের
নভেম্বর মাসের বোনাস এখনো দেয় নি। ফোরামের রুলস অনুযায়ী বোনাস দেওয়া হয় প্রতি মাসের ১-১৫ তারিখের মধ্যে। তবে করোনা পরিস্থিতির ২য় টেউ এর জন্য বোনাস আসতে দেরি হচ্ছে। আমি মে মাসের বোনাস পেয়ছিলাম ১৯/১১/২০২০ তারিখে। তাই নভেম্বর মাসের বোনাস এখনো কেউ পাইনি আমার মনে হয়।কিছু দিন ধরে ফোরামে কিছু সমস্যা ছিল তাই মনে হয় ফোরাম বোনাস ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত হতে সময় লাগছে। আমি ফোরাম বোনাস নিয়ে কোন চিন্তা করি না। কারন আগে পরে যাই হোক ফোরাম বোনাস ট্রেডিং অ্যাকাউন্টে জমা হয়ে যাই। এমন কি একবার দুই মাসের বোনাস এক সাথে যোগ হয়েছে। তাই যারা বোনাস নিয়ে চিন্তায় আছেন তারা অস্থির না হয়ে অপেক্ষা করুন হয়বা এই সপ্তাহের মধ্যে ফোরাম বোনাস আমাদের অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে।
আপনি ঠিক আছেন আপনি ছাড়া অন্য কিছু সদস্য গত মাসে বোনাস পান নি। অনেক লোক এটি পেয়েছিল, তবে তাদের অ্যাকাউন্টে পুরো বোনাস জমা হয়নি। এই সমস্যাটি প্রশাসকের কাছে জানানো হয়েছে। আমি আশা করি যে তথ্যপ্রযুক্তি বিভাগ যত তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে পারে। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।
ফোরাম এডমিনিস্ট্রেটর এবং মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। ফরেক্স ফোরামের কাজ করে প্রাপ্ত বোনাস ফরেক্স ট্রেডিং একাউন্টে নেওয়া যাচ্ছে না। নতুন পুরান সকলের পোস্টের জন্য বোনাস অংশে একাউন্ট এটাস করার সাথে সাথেই একাউন্ট প্রতারণামূলক দেখাচ্ছে। প্লিজ এমন উত্তর দিবেন না যে একই আইপিতে একাধিক একাউন্ট, ফোন নাম্বার মিল, নামের মিল ইত্যাদি কারণে এমনটা হচ্ছে। আমরা যারা ফরেক্স ফোরামে একদম নতুন তারাও একাউন্ট এটাস করতে পারছি না। লক্ষ্য করলে দেখবেন গত ২-৩ মাসে ফোরামে যারা যারা যুক্ত হয়েছেন নতুনভাবে তাদের সকলের একই সমস্যা দেখা দিয়েছে একাউন্ট প্রতারণামূলক। আমরা ফোরামের সকল রুলস মেনেই কাজ করার চেষ্টা করছি। ফোরাম এডমিনিস্ট্রেটর এবং মডারেটররা বিষয়টি খতিয়ে দেখলে আমাদের খুব উপকার হয়। আবারও বলছি একদম নতুনরাও ফোরামে একাউন্ট এটাস করতে পারছে না যাদের একদম নতুন আইপিতে একটাই একাউন্ট, ফোন নাম্বার একদম নতুন, এবং এর আগে তারা কখনোই ফোরামে একাউন্ট বা কাজ করেনি।