আমিও ফরেক্স মার্কেটে মাত্র 30 ডলার দিয়ে ট্রেডিং শুরু করি।কিন্তু এখন পর্যন্ত আমি একবারও আমার একাউন্ট ব্যালেন্স ০ করিনি বা ০ হয়নি।আর আমি মনে করি ব্যালেন্স জিরো হওয়ার পিছনে অনেক কতগুলো ভুল থাকে এই ভুলগুলো যদি এড়িয়ে চলা সম্ভব হয় তাহলে কখনোই ব্যালেন্স ০ হবে না। অবশ্য তার জন্য আমাদের প্রচুর পরিমাণে ডেমো একাউন্ট ট্রেডিং করতে হবে,ডেমো অ্যাকাউন্টে যে সকল কারনে লস হয়ে থাকে আমরা যদি নিজেদের কে ঐ সকল বিষয়ে সচেতন করে তুলতে পারি এবং রিয়েল একাউন্টে ঐ সকল বিষয়ে সচেতন থেকে ট্রেডিং করি তাহলে আমি মনে করি আমাদের ব্যালেন্স কখনোই ০ হবে না। তাছাড়া আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন তা ওপেন করার পূর্বে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস মানি ম্যানেজমেন্ট করে নেই,সেই সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি তাহলেও আমার ব্যালেন্স জিরো হবে না। ব্যালেন্স ০ করে ফেলাটা কোন গর্ব করার বিষয় না। বরং ০ হয়ে গেলে সবারই খারাপ লাগে।তাই আমার মতে কখনো যদি কারো ব্যালেন্স ০ হয়ে যায় তাহলে সে কারণটা কে খুব ভালো ভাবে বিশ্লেষণ করে, সেই বিষয় নিজেকে সচেতন করে তোলা উচিত যেটা পরবর্তীতে তার একাউন্ট ০ পাওয়ার হাত থেকে তাকে রক্ষা করতে পারে।

