আমি প্রত্যেকদিন ফোরাম এ নির্দিষ্ট করে কোন টার্গেট নিয়ে পোস্ট করার চেষ্টা করি না কারণ টার্গেট নিয়ে পোস্ট করতে গেলে মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে ফলে পোষ্টের মান অনেক খারাপ হয়ে যায় । তাই আমি সচারচর চেষ্টা করি প্রত্যেকদিন পোস্ট করার কিন্তু অল্প অল্প করে । আর আমার কাছে মনে হয় যে বেশী বেশী পোস্ট করলেই যে বেশী বোনাস পাওয়া যায় এই ধারণাটি সঠিক নয় । বরং কম কম গুনগত মান সম্পন্ন পোস্ট করেও অনেক ভাল বোনাস পাওয়া যায় ।