আমার দৃষ্টিতে যাদের ট্রেডিঙ বিষয়ে পরিপূর্ন জ্ঞান থাকে তারা কখনই ট্রেডে লস করার পর মোন খারাপ করে না বা মার্কেট থেকে সরে যায় না কারন তাদের লসকে রিকভারি করার মত জ্ঞান এবঙ সাহস থাকে। আমি ট্রেড করতে গিয়ে মাঝে মধ্যে লস করে থাকি কিন্তু পরোক্ষনে আমি আবারও সেই লসকে রিকভার করে ঘুরে দাড়াতে সক্ষম হই আর আমি এটি করতে পারি তার কারন হল আমি ফরেক্স ট্রেডিং বিষয়ে শুরু থেকেই ভাল ভাবে জ্ঞান অর্জন করতে পেরেছিলাম।