-
প্রতিদিন আপনার র্টাগেট কত তা নির্ভর করে আপনার ব্যলেন্সের উপর এবং আপনি কি ধরনের মানি ম্যনেজমেন্ট করেছেন যেমন ১০০ ডলার থাকলে আপনি ৫০০ লিড হতে রেখে ৪০ পিপসের ট্রেড করলে আপনি ৮ ডলার লাভ করতে পারবেন , আপনার রিক্স ফ্রি মানি ম্যানেজমেন্ট করতে হবে তবে আপনার একাউন্ট হারানোর ভয় থাকবে না ।
-
প্রতিদিন আমি আশা করি মোট ডিপোজিটের ২%। আমি মনে করি মোট ডিপোজিটের ২% আশা করা আমার কাছে গ্রহন যোগ্য মনে হয়। আমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে সিনিয়র ট্রেডারদের কাছে জানতে চাচ্ছি কত আশা করাটা আমার জন্য গ্রহন যোগ্য মনে হবে।
-
ফরেক্স থেকে প্রতিদিন প্রফিট লাভ করতে সকলের মত আমিও চাই তবে সেটির কোন নিদিষ্ট পরিমান আমার জানা থাকে না কারন মার্কেট মুভমেন্ট সব সময় একই ভাবে প্রভাবিত হয় না তবে আমি সব সময়ই চেষ্টা করি মানিম্যানেজমেন্ট ঠিক রেখে তার পর ট্রেড করতে।
-
যেকোনো কাজ করার জন্য লক্ষ থাকা দরকার।কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লক্ষ্য রাখেন যে আপনি এত ডলার আয় করবেন তাহলে আপনি ভুল করবেন।আমি মনে করি ফরেক্স মার্কেট থেকে কক্ষনো লক্ষ্য পুড়ন করা যাই না।ফরেক্স মার্কেট এ লাব লস নির্ভর করে আমাদের ট্রেড এর উপর।তাই আমরা যদি ভালোভাবে ট্রেড করতে পারি তাহলে ভালো আয় করতে পারবো। আর যদি খারাফ ট্রেড করি তাহলে আয় এর পরিমাণ কম হবে।
-
টার্গেট থাকা ভাল। কিন্তু দেখতে হবে ইহা একটি ফরেক্স মার্কেট আপনি পৃদিদিনের টার্গেট ফিলাপ করতে গিয়ে যে ভূল করে না বসেন। মানে লস রিকোভারী করতে গিয়ে ব্যালাসন্স 000000
-
প্রতিদিন *আমার টার্গেট 10 ডিপোজিট দিয়ে 10 মেরে নেওয়া। তবে এরকম কম হচ্ছে প্রফিট কিন্তু আসতেছে। আমি 100 ডিপোজিট করে অনেক 0000 হয়ে গেছে এখন 10 ডিপোজিট করছি আর প্রতিদিন কমপক্ষে 2 করে প্রফিট।
-
ফরেক্স এ প্রতিদিন টার্গেট নিয়ে কাজ করা যাবেনা এটা এমন একেটি মার্কেট সপ্তাহে বা মাসে ইনকাম নাও হতে পারে । কিন্তু আপনাকে ধর্য্র ধরে বসে থাকতে হবে । কারন মার্কেট কোন াওক সময় আপনাকে পুরো মাসের ইনকাম দিবে।
-
ফরেক্স মার্কেট এ প্রতিদিন টার্গেট করে কাজ করা ভাল আপনি যত বেশি ভাল ট্রেড করতে পারবেন আপনি তত বেশি টার্গেট করতে পারেন আমি ফরেক্স মার্কেট থেকে এখন ১০ ডলার করে টার্গেট করে কাজ করি যেদিন আমার সিস্টেম এ ট্রেড আসে না সেই দিন লাভ ১ ডলার ও হয় না আর যে দিন আমার সিস্টেম এ ট্রেড আসে সেই দিন আমার ২০ ডলার থেকে ৪০ ডলার এর ও বেশি লাভ হয় তাই বুঝে ট্রেড করলে ভাল লাভ হয় ফরেক্স মার্কেট এ
-
আমার মতে ফরেক্স মার্কেট একটি ব্যাবসা প্রতিষ্ঠান। এখানে এক এক দিন লাভ এক এক রকম হবে। সব দিন একই রকম লাভ হবেনা। সুতরাং এখানে প্রতিদিনের টার্গেটের প্রশ্ন অাসবে কেন? তবে হ্যা একটা টার্গেট থাকা ভাল । কিন্তু সেটা প্রতিদিনের নয়, বরং সেটা মাসিক হবে। নূন্যতম 20% হতে পারে।
-
ফরেক্স মার্কেটে আমার দৈনিক কোন টার্গেট নেই। এনালাইসিস করে সুযোগ বুঝে ট্রেড করি কোন ট্রেড লস হয় কোন ট্রেডে লাভ করি। সব মিলিয়ে গড়ে লাভ হয়। সেটা মাস শেষে বুঝা যায়। আমার মতে দৈনিক টার্গেট নিয়ে কাজ করলে চাপ থাকবে পেরেশানি বাড়বে । নিজস্ব গতিতে ট্রেড করুন গড়ে লাভ হবে ।
-
টার্গেট জিনিসটা লাইফে যেমন খুব দরকারি তেমনি ফরেক্সেও খুব গুরুত্বপূর্ণ। ভালো ট্রেডাররা সবসময় টার্গেট নিয়ে এগোয়। প্রথমে মান্থলি টার্গেট সেট করতে হবে আর সেটাকে ২২ দিয়ে ভাগ করে ডেইলি টার্গেট সেট করতে হবে। টার্গেট না থাকলে ট্রেড করে প্রফিট ধরে রাখা যায় না। তাই প্রতিদিনের টার্গেট এচিভ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর টার্গেট ফুলফিল হলে অই দিনের জন্য ট্রেড বন্ধ করে দিতে হবে।
-
রতিদিন আপনি কত ডলার আয় করতে চান? সব সময়ই আপনি টার্গেট নিধারন করবেন আপনার মূলধনের উপর। কখনোই অতিরিক্ত রিক্স নিয়ে টার্গেট পূরন করতে যাবেন না । এই মার্কেট থেকে টার্গেট নিয়ে ইনকাম করা কিছুটা কঠিন তবে সে জন্য আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে ।
-
জিবনে আমরা যাই করি না কেন ,আমাদের কাজ এর উপর একটা টারগেট থাকতে হবে ,টারগেট ছারা জিববে কিছু করা সম্ভব নয় ।প্রথমে টারগেট নিতে হবে দিন আমি কত ডলার ইনকাম করবো ,ম্নে করুন ১৫ ডলার ইনকাম করবেন ,ওই প্রযন্ত না যেতে পারলেই ও তার কাছা কাছি যেতে পারবেন।
-
আমি আমার মুলধন এর প্রতি দিস্টি দিয়ে বলছি আমি প্রতিদিন ২০ ডলার করে ইনকাম করতে চাই।ফরেক্স এর জন্য আমি অনেক অভিজ্ঞা অরজ্জন করেছি ,তাই আমার প্রতি দিন এর টারগেট থাকবে ২০ ডলার ,এইভাবে আমি এই ফরেক্স থাকে ইনকাম করতে চাই।
-
জিবনে কন টাগেট না থাকলে সফলতা আসে না ,তাই জিবকে টারগেট হিসাবে নিতে হবে ।আপনি সপ কাজ প্রেন বুজলাম ত কন কাজ ই করেন না তাহলে আপনি জিবনে কন সফলতা আসবে না ।তাই টারগেট নিন আর জিবনের আশা পুরন করুন এই ফরেক্স দিয়ে ।
-
লক্ষ ছাড়া কোনো কাজেই তেমন সফলতা পাওয়া যায় না। সফলতার মুল চাবিকাঠী হল লক্ষ। আপনাকে ফরেক্সে কাজ করতে হলে সবার আগে একটা লক্ষ নির্ধারন করতে হবে। তারপর লক্ষ পুরনে প্রচুর পরিশ্রম করতে হবে। তাহলে আপনি ফরেক্স থেকে ভাল মানের প্রফিট পেতে পারেন। সুতরাং বলা যায় যে ফরেক্স ট্রেডিং এর জন্ন্য লক্ষ থাকা অনেক দরকার।
-
টার্গেট হবে মান্থলি। দিন তো খারাপ জেতেই পারে। আপনাকে দেখতে হবে মাস সেসে আপানার কত আসে। টার্গেট না থাকলে সফলতা আসে না তাই বলে আমাদের টার্গেট জেন আকাস সমান না হ্য জা পুরন করতে জেয়ে আমরা বেশি লটে ট্রেড দিয়ে সব লস করে ফেলি। আমার মান্থলি টার্গেট ৫০০ - ৮০০ পিপ্স। আমি নিউজ এ ট্রেড কম করি। ভাল ট্রেডার হলে প্রতিদিন ১০০ ২০০ পিপ্স কন বেপার না।
-
মারকেট এ প্রতিদিন আমাদের একটা টারগেট থাকা দরকার ।এই ফরেক্স মারকেট এ আমার টারগেট প্রতিদিন ১০ ডলার করে আমি ইনকাম করতে চাই,ঠিক এই ভাবে আমি আমার জীবন ফরেক্স এ সময় দিতে চাই্*।শুধু সফলতা আনার জন্য ।
-
লক্ষ ছাড়া কোনো কাজে তেমন সফলতা পাওয়া যায় না। ফরেক্সে ট্রেড করে সফলতা আনতে হলে আপনাকে সবার আগে লক্ষ নিতে হবে। এবং সেই লক্ষ অনুযায়ি আপনি যদি ট্রেড করেন তাহলে আপনার সফলতা অনেক দ্রুত আসবে। আর আপনি যদি বিনা লক্ষে ফরেক্সে কাজ করেন তাহলে আপনি ফরেক্সে তেমন উন্নতি করতে পারবেন না বলে আমি মনে করি।
-
আমি প্রতিদিন এর টার্গেট করে ট্রেড করি না। আমি জানি প্রতিদিন টার্গেট পূরন হবে না। ফরেক্স লোয়ার টাইমঅফ্রেম দেখে ট্রেড করলে টার্গেট পূরন হতে পারে প্রতিদিনের। কিন্তু হাইয়ার টাইমফ্রেম দেখে মার্কেট এ প্রতিদিনের টার্গেট পূরন করা সইম্ভব হয় না।
-
দুই হাজার ডলার ব্যলেন্স হলে মিনিমাম ১০০ ডলার প্রত্যেক দিন ইনকাম করা সম্ভব .
-
ফরেক্সে আমার প্রতিদিন কোনো টার্গেট নেই। আমি ফরেক্সে প্রতিদিনের মার্কেটের দেখে ট্রেড করি। ফরেক্স মার্কেটে – এ যে যত বেশি সময় দিবে সে যত বেশি এ্যানালাইসিস করতে পারবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে।তবে ফরেক্সেে লোভ করা উচিত নয়।
-
জিবনের যেকোন ক্ষেত্রে আপনার একটা লক্ষ্য থাকতেই হবে যার জিবনে লক্ষ্য নেই সে কখনোই জিবনে উন্নত হতে পারেনা আর ফরেক্স ট্রেড ব্যবসা এমন একটা ব্যবসা যদি আপনার টাগেট না থাকে তাহলে আপনি এখান থেকে আয় করতে পারবেন না তাই আমাদের সবার ফরেক্স এ একটা টার্গেট রাখতে হবে তবেই সাফল্য সম্ভব বলে আমি মনে করি
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ টার্গেট নিয়ে কাজ করেন তবে খুব সহজেই আপনি আপনার লক্ষে পৌঁছে যাবেন। এটি আপনার একাউন্ট কেও ভালো একটা মানি ম্যানেজমেন্ট এর আউতায় রাখে। যখনই আপনি একটা নির্দিষ্ট পরিমান লক্ষ পূরনের উদ্দেশ্যে ট্রেড করবেন তখন হয়তো আপনি লক্ষে পৌছাতে না পারলেও লক্ষের কাছাকাছি পৌঁছে যাবেন। তবে অবশ্যই, অতিরিক্ত রিস্ক নিয়ে কিছু করতে যাবেন না।