-
ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে প্রথম প্রথম লাভ বেশি করতে পারে আবার মুহুর্তে ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।কারন যখন আপনি কোন কাজ করতে যাবেন সেই কাজ সম্পর্কে ধারনা না নিয়ে তাহলে দেখবেন যে আপনি ভাল করতেছেন আবার যারা পারবেনা তারা খুব সহজেই নিজেদের হারিয়ে ফেলতেছে।তেমনি ফরেক্স ট্রেডিং মার্কেট এ একদম নতুন ট্রেডার যখন কাজ করে তখন তারা না বুজে কাজ শুরু করে তখন অনেক গুলো ভাল ফলাফল পায় আর পরে ওই লোভে পড়ে সব ব্যালেন্স জিরো করে ফেলে।তাই কাজ করার আগে সেই কাজ সম্পর্কে ভাল্ক ভাবে জ্ঞান অর্জন করে তার পর কাজ করেন তাহলে ফিউচার এ আপনি ফরেক্স ট্রেডিং থেকে ভাল আয় করতে পারবেন।
-
বিষয়টি পুরোপুরি সত্য। ট্রেড শেখার পরে যখন প্রফিট করে একটু ফান্ড বড় হয় তখনি বড় লটে ট্রেড করার মানসিকতা আমাদের সব কিছু কেড়ে নেয়। এ চরম সত্যটি আমি এখন ট্রেড করে বুঝতে পারছি। ফোরামের বোনাস মানি দিয়ে প্রথম মাসে প্রফিট করতে পেরেছি। পরের মাসে অল্পের জন্য ব্যালেন্স জিরো হয়নি।
-
আমি কথাটা সাথে পুরোপুরি একমত নয়। ফরেক্স এর শুরুতে অল্প কিছু প্রফিট করা সম্ভব হলেও অনেক বেশি প্রফিট করা সম্ভব নয়। কেননা এই সময় সবাই অপরিপক্ক থাকে। ফরেক্সের অনেক ট্রাজেডি সম্পর্কে জানে না বা বুঝে না মার্কেটের মুভমেন্ট অত ভালো করে বুঝতে পারেনা এনালাইসিস অনেক ভালোভাবে করতে পারেনা। এসব কিছুর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাই আমি বলবো যদি কেউ বিগেনার ভালো কিছু করে তবে সেটা হবে ঝড়ের মাঝে কাকের কেরামতির মত।
-
প্রথম অবস্থায় অনেক আছেন যারা আন্দাজের ট্রেড করে প্রফিট করতে পারে। কিন্তু এটা আসলে সাময়িক সময়ের জন্য হয়ত প্রফিট বা টিকে থাকতে পারে। কিন্তু লং টার্ম টিকে থাকতে হলে আমাদের আস্তে আসেত্ লাভের চিন্তা করতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা মাথায় থেকে নামাতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড মানে সারা জীবনের জন্য ট্রেড করা। আমরা দুই একদিন এখানে ট্রেড করব না। এজন্য তারাহুরা করে প্রফিট করে লাভ নেই। আমাদের আস্তে আস্তে এখান থেকে প্রফিট করতে হবে। আর প্রফিট ধরে রাখতে হবে। সারা দিন ধরে প্রফিট করে দিনশেষে সব লস করে দিলে কোন লাভ হবে না।
-
ফরেক্সটি ইন্টারনেটের মধ্যে সেরা চুক্তি, এই ব্যবসাটি পর্যাপ্ত পরিশ্রম সহ অনেক লোকের জীবনকে রূপান্তরিত করে এবং বিশ্বাস করে যে এই ব্যবসায় প্রত্যেকেই আরও ভাল ভবিষ্যতের সুযোগ পাবে, আমাদের পক্ষে অন্য কোথাও এটি পাওয়া খুব কমই সম্ভব এই ব্যবসায়ের প্রতিটি প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা সম্ভব this আমাদের এই ব্যবসায় সাফল্য পেতে কোনও শারীরিক
-
আমার ক্ষেত্রেও এমনটি ঘটেছে অর্থাৎ ফরেক্স ব্যবসার শুরুতে আমিও ভাল লাভ করেছিলাম । এমন কি আমার যারা পরিচিত আছে তাদের প্রায় সবার ক্ষেত্রেই এমনটি ঘটে থাকে কিন্তু কেন এমন হয় তা আমি বুঝতে পারি না । একজন ট্রেডার ব্যবসার শুরুতে কিছুই না জেনেও লাভ করে কিন্তু যত সে শিখতে থাকে তত তার লস করা শুরু হয় । আমারও জীবনের প্রথম কয়েকটি ট্রেড সফল হয়েছিল এবং আমি ২০$ ইনভেস্ট করে আমি আমার প্রথম ট্রেড করেছিলাম । সেই ক্যাপিটাল আমি এক সপ্তাহও ধরে রাখতে পারি নাই আর এই খানেই একজন অভিজ্ঞ ট্রেডার সবাইকে ছাড়িয়ে যায় ।
-
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
-
সবাই ফরেক্স এর শুুরুতে অনেক প্রফিট করে একথাটার সাথে আমিএ একমত।কারণ আমি যখুন ৫ ডলার দিয়ে রিয়েল ট্রেড শুুরু করি তখুন প্রথমেই এক দিনের মাঝে প্রফিত করি ২ ডলার।তখুন আমার অনেক ভালো লাগছিল।
-
ফরেক্সের শুরুতে কেও লাভ করবে নাকি লস করবে সেটা ডিপেন্ড করে তার শেখার উপর। কেও যদি পুরপুরি শিখে তারপর রিয়েল ট্রেডে নামে তাহলে তার লস করার পরিমান টা কম হবে আর যদি কেও ফরেক্স দুই দিন শিখেই রিয়েল ট্রেডে চলে যায় তবে তার পরিনতিটা খুব একটা ভালো হবেই না। আমি মনে করি সে উঠতে বসতে লসের উপর ই থাকবে শুধু । আমি বলবো আগে ফরেক্স শিখুন মিনিমাম ৬ মাস ডেমো করুন এনালাইজ করুন তারপর রিয়েল ট্রেডে আসুন
-
আমার সাহস দেওয়ার জন্য সাথী এবং আপনি ঠিক বলেছেন, আমি এই ব্যবসায় সম্পর্কে আরও শিখতে হবে যাতে আমি কেন এই ফোরামে ফিরে আসি এবং আপনার এবং অন্য ব্যবসায়ীদের কাছ থেকে কিছু ভাল পরামর্শ নেওয়ার চেষ্টা করব, আমি আমার ট্রেডিং জার্নালটি প্রায়শই আপডেট করার চেষ্টা করব এবং আমি বিশ্বাস করি যে এটি আমার দুর্বলতার বিষয়টি খুঁজে পেতে আমাকে অনেক সাহায্য করবে।
-
অন্ত্রে অনুভূতির সাথে বাণিজ্য করা সর্বোত্তম এবং অবশ্যই এটি যারা তাদের এই অনুভূতি দিয়ে আশীর্বাদিত তাদের জন্য সুপারিশ করা হয় যেহেতু সমস্ত ব্যবসায়ীর কাছে এটি নেই, যে মুহূর্তে সংবেদনটি কোনও ব্যবসায় নেওয়ার আগমন ঘটে সেটিকে আর বাণিজ্য করা উচিত কিনা তা নিয়ে আর দেখার দরকার নেই তবে এগিয়ে যান এবং ট্রেড করুন এটি সবুজ হয়ে যাবে।
-
হ্যাঁ সবাই ফরেক্স এ অনেক প্রফিট করে তবে ১ম আর শেষ নাই সব সময় ই প্রফিট করা যায় তবে এর জন্য আপনাকে কিছু করতে হবে তা হোল লোভ ত্যাগ করতে হবে ভাল কতে ডেমো ও বুজে বুজে ট্রেড করা,ফরেক্স মার্কেট এর নিউজ রাখতে হবে সব সময়
-
হ্যাঁ সবাই শুরুতে অনেক প্রফিট করতে পারে কিন্তু এক পর্যায়ে তারা সেই ধারা বাহিকতা ধরে রাখতে পারে না। যার অনেক গুলো কারন রয়েছে প্রথমত, তারা অতিরিক্ত লোভ করে ফেলে ফরেক্স মার্কেটে কখনো লোভ করা যায় না দ্বিতীয়ত, তারা এই সম্পকে খুব ভালো ভাবে না বুঝা, ভালো ভাবে না বুঝে ট্রেড করতে গেলে লস করতে তো হবেই
-
ফরেক্স মার্কেটে প্রথম স্টেপটাই সবচেয়ে বেশি পরিমাণে ধৈর্য্যশীল হতে হয় আমাদের নতুনদের জন্য কেননা এই সময়ে আমি মনে করি যে নতুনরা লাভের মুখ না দেখে ধৈর্য্য হারা হয়ে যায় আর সেই সময় অনেকে ফরেক্স ছেড়ে দেয় অনেক সময় তাদের ট্রেডগুলো তার প্রফিটের দিকে মুভমেন্ট করে থাকে যখন আপনি এই মার্কেট সম্পর্কে ধীরে ধীরে দক্ষ ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তখন অবশ্যই আপনার মধ্যে একধরনের ভয় ভীতি কাজ করবে কেননা তথন আপনি মার্কেট সম্পর্কে বুঝতে পারছেন এবং নিউজগুলো নিয়ে পর্যালোচনা করেন ।
-
সবাই যে শুরুতে প্রফিট করে তা আসলে ঠিক না্ কেউ প্রথম প্রথম অনেক লাভ করে আবার কেউ লস করে।এটা আপনার ভাগ্যর উপর নির্ভর করে ।আমি মনে করি কেউ যদি ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা নিয়ে ফরেক্স ব্যবসায় নামে সে শুধু প্রথমে কেন সব সমই সে লাভ করতে পারবে।আবার অনেকে ফরেক্স না বুঝে উল্টা পাল্টা সেল বাই দিয়ে ভাগ্যর কারনে লাভ করে কিন্তু এরকম ভুল করার কারনে পরবর্তীতে একেবারে লস হয়ে একাউন্ট জিরো হয়ে যায়।তাই আমরা যারা ফরেক্স বিজনেস করব তারা প্রথমেই ফরেক্স সম্পর্কে ভাল ভাবে দক্ষতা অর্জন করব যাতে পরে সমস্যা না হয়।ধন্যবাদ।
-
আসলে এটি ভূল ধারনা যে ফরেক্সে প্রথম প্রথম প্রফিট হয় এর পর বড় ধরনের লসের মাধ্যমে ফরেক্স থেকে বিদায় নিতে হয়। একটি খথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে ফরেক্স মার্কেট কেউ চাইলেই নিয়ন্ত্রন করতে পারে না এটি প্রতিটি দেশের অর্থনৈত্তিক কর্মকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি শুরু থেকে সব সময়ই ভাল প্রফিট লাভ করতে পারবেন বলে আমার বিশ্বাস। ফরেক্স এর সুরুতে সবাই প্রফিট করে এটা ঢিক না , ফরেক্স এ সবাই ১ম থেকে শেষ পজন্ত লাভ করতে পারে । ফরেক্স এ যদি কাউ বুজে বুজে ট্রেড করে ফরেক্স মার্কেট এর নিউজ রাখে তবে তবে ফরেক্স এ লাভ হবে ।
-
আমি কথাটা সাথে পুরোপুরি একমত নয়। ফরেক্স এর শুরুতে অল্প কিছু প্রফিট করা সম্ভব হলেও অনেক বেশি প্রফিট করা সম্ভব নয়। কেননা এই সময় সবাই অপরিপক্ক থাকে। ফরেক্সের অনেক ট্রাজেডি সম্পর্কে জানে না বা বুঝে না মার্কেটের মুভমেন্ট অত ভালো করে বুঝতে পারেনা এনালাইসিস অনেক ভালোভাবে করতে পারেনা। এসব কিছুর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তবে কেউ যদি ফরেক্স এ রিয়েল ট্রেডিং এর পূর্বে অনেক ভালভাবে ডেমো ট্রেডিং এবং ফরেক্স সম্পর্কে জ্ঞানঅর্জন করে ট্রেডিং শুরু করে তারা শুরু থেকেই ভালো করে ।
-
অনেক গুলো কারন রয়েছে প্রথমত, তারা অতিরিক্ত লোভ করে ফেলে ফরেক্স মার্কেটে কখনো লোভ করা যায় না দ্বিতীয়ত, তারা এই সম্পকে খুব ভালো ভাবে না বুঝা, ভালো ভাবে না বুঝে ট্রেড করতে গেলে লস করতে তো হবেই । ফরেক্স মার্কেট কেউ চাইলেই নিয়ন্ত্রন করতে পারে না এটি প্রতিটি দেশের অর্থনৈত্তিক কর্মকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং জানেন তা হলে আপনি শুরু থেকে সব সময়ই ভাল প্রফিট লাভ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার
-
ফরেক্স অনেকেই প্রথমদিকে কিছুটা লাভ করে থাকে। কিন্তু লোভে পড়ে অনেকেই কাজ শেখার প্রতি গুরুত্ব না দিয়ে ইনকামের প্রতি গুরুত্ব দেয়ার কারণে পরবর্তীতে অনেক ধারাবাহিক করে থাকে।
-
ফরেক্স অনেকে কিছুটা লাভ করে থাকে প্রথম দিকে। আর এই সুযোগে অনেককেই দেখা যায় কাজ না শিখে শুধুমাত্র ইনকামের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু কাজ না শিখায় কখনো আরেকজন সফলতা লাভ করা সম্ভব নয়।
-
ফরেক্সে প্রথম দিকে অনেকেই যদিও কিছুটা লাভ করে থাকেন। পরবর্তীতে অনেকেই লসের পরে লস করতেই থাকেন। এর একটাই মাত্র কারণ কাজ পুরোপুরি না শিখে নিয়মিত এবং অনিয়ন্ত্রিত ট্রেড করা।
-
আমরা জানি কিছু অর্জনের চেয়ে সেটা টিকিয়ে রাখা বেশি কঠিন ।যে এ কাজটা ধরে রাখতে পারবে সেই ফরেক্সে এক মাত্র টিকে থাকতে পারবে ।তাই আমরা অনেক সময় বেসি কিছু না জেনেও প্রথম দিকে ভাল আয় করতে পারব।কারণ লাভ লস ফরেক্স এর ই অংশ কিছু ত্রাদের হিসেবে যা করতে হবে তা হলো লাভ কে লস এর চেয়ে বেশি পরিমানে করতে হবে.যাতে দিন শেষে আপনার প্রফিট এর ধাত ভারী হতে পারে।
-
আপনার মতের সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না। হয়তো অল্প কিছু সংখ্যক ট্রেডার আছে যারা প্রথম অবস্থায় মোটামুটি খুব ভাল প্রফিট করতে পারলেও মার্কেটে টিকে থাকতে পারে না।আবার এমন অনেক ট্রেডার আছে যারা প্রথম অবস্থায় কোন প্রকার লাভের দেখা না পেয়েই অতিরিক্ত লস করার এর মাধ্যমে ব্যালেন্স জিরো করে ফেলে।কারণ প্রথম অবস্থায় ম্যাক্সিমাম ট্রেডার ফরেক্স সম্পর্কে প্রপার ধারণা ও জ্ঞান অর্জন না করে দ্রুত লাভের আশায় ট্রেডিং শুরু করে এবং এই সময়ে যারা প্রফিট করতে পারে তারা পরবর্তীতে মনে করে সে অনেক কিছু শিখে ফেলেছে কিন্তু এই ধারণাটি ভবিষ্যতে তার জন্য বড় ধরনের লোসের কারণ হয়ে দাঁড়ায়।
-
হ্যা ফরেক্স শুরুতে অনেকেই প্রফিট করে কথাটা সঠিক আমি নিজেও প্রথম প্রথম প্রফিট করেছি তবে সেই প্রফিট আসলে বেশি সময় ধরে রাখা যায় না। ফরেক্স মার্কেট অনেক সময়ই রেন্জিং অবস্হায় থাকে সেক্ষেত্রে আমরা ট্রেড করলে তা কিছুটা লসে থাকলেও পরে ঠিকই প্রফিট আসে। তবে চিন্তার বিষয়টা হলো পরে কারন মার্কেট যখন রেন্জিং অবস্হার ব্রেকআউট করে তখন ট্রেন্ডলি চলতে থাকে সেক্ষেত্রে ট্রেড যদি ট্রেন্ডের বিপরীতে থাকে তখন লস বাড়তেই থাকে আর একাউন্ট খালি হয়ে যায় আর এখানেই মুলত নতুন ট্রেডাররা লস করে থাকে।
-
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেড করে তারা ট্রেড করে অনেক বেসি আয় করতে পারে।কিন্তু ধিরে ধিরে তারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা থেকে দুরে সরে যাই।আমিও ফরেক্স মার্কেট এ নতুন অবস্থাই ট্রেড করে অনেক আয় করেছি।কিন্তু পরবর্তীতে আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আর আয় করতে পারি নাই। প্রথমে যখন লাভ করবেন লোভে পরে লট দ্বিগুন করবেন এবং পরবর্তী ট্রেডে লস করতে পারেন।তাই শুরুতে প্রফিট করলে উৎফুল্ল না হয়ে ধৈর্য্য ধরে ফরেক্স শিখে ট্রেড করার চেষ্টা কররুন।
-
আসলে এটি ভূল ধারনা যে ফরেক্সে প্রথম প্রথম প্রফিট হয় এর পর বড় ধরনের লসের মাধ্যমে ফরেক্স থেকে বিদায় নিতে হয়। একটি খথা অবশ্যই আমাদের মনে রাখা উচিত যে ফরেক্স মার্কেট কেউ চাইলেই নিয়ন্ত্রন করতে পারে না। আমার কাছে মনে হচ্ছে আমরা যাই ট্রেড করি না কেনে আমাদের পুঁজির উপর আমাদের কে ব্রোকার বোনাস দেই।জানিনা কোন ভাবে ট্রেড করলে আমি ফরেক্স মার্কেট থেকে ভালো আয় করতে পারবো।
-
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
-
সাধারণত অনেকে ফরেক্স শুরুতে লস করে থাকেন। কিন্তু ফরেক্সে শুরুতেই যে সকল ট্রেড আলাপ করে দেখেন তার মানে বুঝতে হবে ফরেক্স বিষয়ে পরিপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। ডেমো একাউন্টে যথেষ্ট পরিমাণ অনুশীলন করা হয়েছে যার ফলশ্রুতিতে শুরুতেই লাভ অর্জন করা সম্ভব হয়েছে। তবে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাহলে ফরেক্সে টিকে থাকা সম্ভব আর প্রতিটি ট্রেড করার পূর্বে অবশ্যই সকল ধরনের নিয়ম মাফিক ট্রেড করতে হবে।
-
সবাই শুরোতে ফরেক্সে পফিট করে না। এর জন্য কঠোর টেকনিকের প্রয়োজন হতে হবে।
-
ফরেক্স ট্রেডিয়য়ের শুরুতে অনেক প্রফিট করলেই উৎফুল্ল হওয়ার কিছু নেই।কারন আপনি শুরুতে প্রফিট করলেন কিন্তু পরক্ষনেই তার থেকে দ্বিগুন লস করবেন।কারন প্রথমে যখন লাভ করবেন লোভে পরে লট দ্বিগুন করবেন এবং পরবর্তী ট্রেডে লস করতে পারেন।তাই শুরুতে প্রফিট করলে উৎফুল্ল না হয়ে ধৈর্য্য ধরে ফরেক্স শিখে ট্রেড করার চেষ্টা কররুন।
-
এটা কোন ভাবেই সমম্ভব না কারন প্রথম অবস্থাই আমাদের কাজ করতে হবে ভালো ভাবে ফরেক্স সম্পাকে জন্তে হবে এবং ডেমো ট্রেড করতে হবে তবেই আমরা ভালো ভাবে ট্রেড শিখতে পারবো এবং রোজগার করতে পারবো তবে আমি মনে করি আমাদের ফরেক্স থেকে রোজগার করতে হলে আমদের ভালো ভাবে ফরেক্স সম্পাকে জানতে হবে ।
-
আসলে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করলে অল্প কিছু স্ট্রাটেজি থেকেই ভালো লাভ করা যায় । আর লোভ ব্যাপারটা খুবই খারাপ । শুধু ফরেক্স না যেকোন ব্যাবস্যার জন্যেই লোভ ধংস ডেকে আনে । আমরা যদি ফরেক্সে৩ সফল হতে চায়। কারণ ব্যবসা না শিখতেই লাভ করবে এটা কেমন করে হয়। একথা সঠিক যারা ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অভিজ্ঞত তারাই নিয়মিত লাভ করে।
-
কথাটি পুররপুরি ঠিক না, আমি এমন অনেক কেই দেখেছি যারা প্রথম দিনেই তাদের সম্পূর্ণ ক্যাপিটাল লস করেছে , আবার অনেকেই তাদের ক্যাপিটাল কে ডাবল করেছে। আমি মনে করি সবাই না কিছু লোক হইত ট্রেড এ সফল হতে পারে , তবে একটি সময়ই এসে হইত সে লস করবেই
-
ফরেক্স মার্কেট শুরুতে সবাই অনেক প্রফিট করে এই কথাটা আসলে আমার জানা নেই,যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে,ধীরে ধীরে ট্রেডার দক্ষ হয়ে উঠে সুতরাং আমার বিশ্বাস শুরুতে কম প্রফিট হওয়ার কথা।
-
ফরেক্স এ শুরুতে অনেকে ভালো প্রফিট করে। তারা না জেনে প্রফিতট করে। ফরেক্স মারকেট সরবদাই পরিবরতন হয় তাই ট্রেড দিলে প্রফিট হতে পারে। কিন্তু সেটা সীমিত সময়ের জন্য। আমি অঙ্কে প্রফিট করেছিলাম যখন ফরেক্স শুরু করি। আমার মতে ফরেক্স আগে ভালো করে শিখে তারপর ট্রেড করা ঊচিত। প্রতিটি ট্রেডের কারন না খুজে পেলে ফরেক্স এ ভালো ত্রেড করা সমভব না
-
আমরা জানি কিছু অর্জনের চেয়ে সেটা টিকিয়ে রাখা বেশি কঠিন ।যে এ কাজটা ধরে রাখতে পারবে সেই ফরেক্সে এক মাত্র টিকে থাকতে পারবে ।তাই আমরা অনেক সময় বেসি কিছু না জেনেও প্রথম দিকে ভাল আয় করতে পারব ।আর এটা সারা জীবন ধরে রাখতে চাইলে নিজেদেরকে সে মতে দক্ষ করে তুলতে হবে । আর আমি মনে করি না যে ফরেক্সের শুরুতে অনেক লাভবান হওয়া যায় । কারণ ফরেক্স মার্কেটে প্রথম স্টেপটাই সবচেয়ে বেশি পরিমাণে ধৈর্য্যশীল হতে হয় আমাদের নতুনদের জন্য । কেননা এই সময়ে আমি মনে করি যে নতুনরা লাভের মুখ না দেখে ধৈর্য্য হারা হয়ে যায় আর সেই সময় অনেকে ফরেক্স ছেড়ে দেয় । আর আমি এটাও মনে করি যে যদি একজন নতুন ট্রেডার ভাল গাইড পায় তবে অনেক দুর এগিয়ে যেতে পারবে ।
-
যদিও ফরেক্স মার্কেট এ ভাল আয় করা যায়।আমি যতটুকু বিশ্বাস করি শুরুতে বেশি প্রফিট করার কথা না,কেননা প্রথম অবস্তায় ট্রেডার কম দক্ষ হয়ে থাকে। কারণ ব্যবসা না শিখতেই লাভ করবে এটা কেমন করে হয়। একথা সঠিক যারা ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অভিজ্ঞত তারাই নিয়মিত লাভ করে।
-
ফরেক্স ট্রেডিয়য়ের শুরুতে অনেক প্রফিট করলেই উৎফুল্ল হওয়ার কিছু নেই।কারন আপনি শুরুতে প্রফিট করলেন কিন্তু পরক্ষনেই তার থেকে দ্বিগুন লস করবেন।কারন প্রথমে যখন লাভ করবেন লোভে পরে লট দ্বিগুন করবেন এবং পরবর্তী ট্রেডে লস করতে পারেন।তাই শুরুতে প্রফিট করলে উৎফুল্ল না হয়ে ধৈর্য্য ধরে ফরেক্স শিখে ট্রেড করার চেষ্টা কররুন। ফরেক্সের অনেক ট্রাজেডি সম্পর্কে জানে না বা বুঝে না মার্কেটের মুভমেন্ট অত ভালো করে বুঝতে পারেনা এনালাইসিস অনেক ভালোভাবে করতে পারেনা। এসব কিছুর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাই আমি বলবো যদি কেউ বিগেনার ভালো কিছু করে তবে সেটা হবে ঝড়ের মাঝে কাকের কেরামতির মত।