লোভ করে কোন কিছু করা যায় না,বিশষত ফরেক্স। ফরেক্স করতে গেলে বেশি লোভ করলে লাভ ত হয়ই না বরং লসের সম্ভাবনা অনেক বেসি।অনেকেই লোভের কারনে ভুল করে ট্রেড করলে পায়ই মানুষ লস করে থাকে।ফলে এখানে বেশি দিন টিকে থাকতে পারে না।ফরেক্স করতে গেলে ধৈর্য্য ধরে,বাস্তব জ্ঞান লাভ করে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ নিয়ে ফরেক্স করতে হবে।