ফরেক্স ব্যবসায় করে আমার অনেক উন্নতি হয়েছে বলে মনে করি । কারন আমি আগে অনেক কুড়ে এবং অলস ছিলাম। পড়ালেখার ফাকে বিকালে বা ফ্রি সময় পেলে গল্পগুজব আর ঘোরাঘুরি করে কাটিয়ে দিতাম। কিন্তু এখন ফরেক্স করে অনেক ধৈর্য্য এবং পরিশ্রম করার মনমানসিকতা তৈরি হয়েছে। এজন্য আমি মনে করছি আমার উন্নতি হয়েছে।