আসলে এক এক জন ফরেক্স ট্রেডার এক এক রকম লিভারেজ নিয়ে ফরেক্সে ট্রেড করে থাকে এটি ট্রেডারের ইচ্ছার উপরই নির্ভর করে থাকে। তবে আমি ফরেক্সে যে কয়টি অ্যাকাউন্ট খুলেছি প্রতিটি অ্যাকাউন্টেরই লিভারেজ ছিল ১:১০০০ আর আমার কাছে মনে হয় এটিই হল ফরেক্সে ভাল ভাবে ট্রেড করার জন্য আদর্শ লিভারেজ।