কম্পিউটার ছাড়া মোবাইল দিয়েও ফোরামে পোস্ট করা যায়, আপনার কাছে যদি একটা এন্ড্রয়েড বা উইন্ডস মোবাইল থাকে তাহলে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন।তবে মোবাইলে সব্রকম টুলস থাকে না অনেক কষ্ট হয়ে যায়।পি সি ব্যাবহার করাই বেশি সুবিধার।তবে কম্পুতার সবখানে নেয়া জায় না মোবাইল এর মাধ্যমে যে কনো পরিবেশ বা স্থান থেকে কাজ করা যায়।