ফরেক্স মার্কেটে আমি সাধারণত লং টাইম ফ্রেমে ট্রেডিং করে থাকি,কারণ আমার কাছে শর্ট টাইম ট্রেডিং বা স্কাল্পিং এর তুলনায় লং টাইম ফ্রেমে ট্রেডিং করাটাই অনেক বেশি সুবিধাজনক বলে মনে হয়,কারণ এ প্রক্রিয়ায় খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করা যায় ফলে এখানে লস করার সম্ভাবনা যেমন কম থাকে লাভ করা সম্ভব না ততটাই বেশি থাকে।মূলত এই কারণেই আমি এক দিনে একটার বেশি ট্রেড ওপেন করি না এবং কোন কোন দিন একটি ট্রেড ও ওপেন করি না কারণ আমার ট্রেনগুলো ক্লোজ করার জন্য এক থেকে দুই দিন সময় প্রয়োজন হয়। তবে যারা স্কাল্পিং করে থাকে তারা একদিনে চার থেকে পাঁচটা ট্রেড ও করে থাকে।তাই আপনি আপনার পছন্দমত বা যেটা আপনার কাছে বেশি সুবিধাজনক বলে মনে হবে আপনি সেই প্রক্রিয়ায় ট্রেডিং করতে পারেন। তবে না বুঝে দশটা ট্রেড করার থেকে বুঝে-শুনে একটা ট্রেড করাই লাভজনক ।