এনালাইসিস করা ছাড়া ট্রেড অপেন করতে গেলে অনেক ঝামেলার সন্মুখীন হতে হয়। এতে কনফিডেন্স লেভেল নিচু হয় আর কনফিউশন তৈরী হয়। তাই এনালাইসিস করা জরুরী। আর যখন নিজে এনালাইসিস করার অভ্যাস হয় তখন কারো এনালাইসিস এর অপেক্ষায় থাকতে হবে না।তাই আপনি সঠিক এনালাইসিস করে বুঝতে পারেন মার্কেট এখন কোন দিকে কত টুকু যেতে পারে । এই জন্য আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসি, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে ।