ফরেক্স এত যে সহজ তা কিন্তু না ।ফরেক্স এ ট্রেড করতে গিয়ে ৯০% লোক লস খাই ,কেন না তারা ফরেক্সের রুল মেনে চলে না এবং তাদের কন অভিজ্ঞতা না নিয়েই ট্রেড করা শুরু করে দেই ।তাই তাদের এত লস হয়। আমাদের ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে শিখে নিয়া দরকার ।
Printable View
ফরেক্স এত যে সহজ তা কিন্তু না ।ফরেক্স এ ট্রেড করতে গিয়ে ৯০% লোক লস খাই ,কেন না তারা ফরেক্সের রুল মেনে চলে না এবং তাদের কন অভিজ্ঞতা না নিয়েই ট্রেড করা শুরু করে দেই ।তাই তাদের এত লস হয়। আমাদের ফরেক্স ট্রেড করার আগে ভাল ভাবে শিখে নিয়া দরকার ।
অনেকেই আছে যারা টাকার লভ করতে গিয়ে ,ফরেক্স একটু শিখেই ট্রেড করা শুরু করে দেই ,আর ট্রেড করলেই লস খাই এইটা প্রথম লস এর কারন বলে আমি মনে করি ।ফরেক্স বিষয় টা এত সহজ না ভাল ভাবে শিখতে হবে জানতে হবে তাছাড়া ফরেক্স এ লাভ করা সম্ভব নই ।
ফরেক্স লস এর কারন হতে পারে শুধু আপনার কারনে ,যেম্ন না বুজে ট্রেদ কর ,বাজার টা ভাল করে বুঝা ।এই সব না বুজতে পারলে ট্রেড করা থাকে বিরত থাকুন ।তাছারা আপনার অনেক লস র পরিমান বেশি হত্র পারে বলে আমি মনে করি ।তাই বুজে শুনে ট্রেড করুন ।
অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।
অধিকাংশ মানুষ অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড আরম্ভ করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হই ।তার প্রধান কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ।
ফরেক্স লসের কারণ প্রথম এবং প্রধান হচ্ছে অতিরিক্ত এক্সাইটমেন্ট। আমরা যখন সরাসরি কারেন্সি মার্কেট ট্রেড করি তখন আমরা মানসিক ভাবে খুব আবেগ এবং উতকন্ঠার ভিতর থাকি এটা হয় সাধারণত প্রথম প্রথম ট্রেড করতে আসলে। তখন আমাদের মানসিক ভাবে আমরা খুব ইন্সপায়ারড থাকি যে কারনে ওভার ট্রেড, যেকোন সময় ট্রেড, ভূল ট্রেড, এনালাইসিস ছাড়া ট্রেড ইত্যাদি করার কারনে আমাদের একাউন্ট লস হয়। ফরেক্স লস থেকে যদি বাচতে হয় সময় মার্কেট সটিকভাবে এনালাইসিস করে ট্রেড করা শিখতে হবে।
আমরা ফরেক্সে লস করি আমাদের ভুলের কারনে । কারন আমাদের ধৈর্য অনেক কম বলে আমরা প্রতিকূল অবস্থার শিকার হই । আমাদের অভিজ্ঞতা কম আমরা তাড়াহুড়া করে যেখানে সেখানে ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করি বলেই লস খাই এমনকি সেটাকে রিকভার করার জন্যে আরও একটা ভুল জায়গায় ট্রেড ওপেন করি এ চিন্তায় যে এবার লাভ হবে কিন্তু আবারও লস খাই কারন আমাদের দক্ষতার অভাব । আর এগুলোই আমাদের ফরেক্সে লসের মূল কারন হয়ে দাঁড়ায় ।
ফরেক্স মার্কেটে লস তারাই করে যারা বেশির ভাগ সময় ভুল জায়গায়, ভুল পজিশনে ট্রেড ওপেন করে এবং উক্ত লস কভার করার জন্য আরোও বেশি ভূল করে অতিরিক্ত ট্রেড ওপেন করার ফলে। আর অল্পতেই ট্রেডাররা ধৈর্য্যহারা হয়ে যায়। উক্ত কারণগুলোর জন্যই বেশির ভাগ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে।
ফরেক্স মার্কেট এ লস হয় ট্রেডারদের অবিজ্ঞত্র অভাবের কারনে আর ভালো জ্ঞান না থাকার কারনে তাই নতুন ট্রেডারদের বলব লস থেকে বাঁচতে হলে আপনাকে আগে ডেমোর দিকে ভালোভাবে প্রাকটিস করতে হবে তাহলে আপনে লস কম করবেন আর নতুন ট্রেডারদের ক্ষেত্রে দেখা যায় ট্রেডার অতিলাভের আসায় ট্রেড ওপেন করে বসে এবং পরে অনেক বেশি লস করে বসে।
বেশি প্রফিটের লোভ করা,অধৈর্য্য হওয়া,ভালো ভাবে না বুঝেই স্ক্যাল্পিং করা৷সঠিক ভাবে মানি মেনেজম্যান্ট ফলো না করে ওভার ট্রেডিং করা৷দীর্ঘদিন ডেমো প্র্যাকটিস না করা৷সঠিক ভাবে এনালাইসিসগুলো না বোঝা৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷ প্রত্যেক ব্যাবসায় লাভ লস রয়েছে। তবে ফরেক্সে যদি সঠীক ভাবে ট্রেড করা যায় তাহলে লসের সম্ভাবনা অনেক কম থাকে। ফরেক্সে দক্ষতা দ্বারা যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে ফরেক্সে আপনি লস খাবেন না।
ফরেক্স মার্কেটে লস একটি সাভাবিক বিষয বিভিন্ন কারনে ফরেক্স মার্কেটে লস হয়ে থাকে আপনি যদি সঠিক ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তবে আপনার হতে পারে , নিজের খেয়াল খুশি মত ট্রেড করলে লস হবে পারে , সঠিক ভাবে মানি ম্যনেজমেন্ট না করে ট্রেড করলে লস হতে পারে তাই নতুন করে ট্রেড করার সময় অতীতের ভুল গুলো সরন করে ট্রেড করা উচিত।
ফরেক্স এমন একটি মার্কেট এখানে লস তো হবে এটাই স্বাভাবিক তবে এখান লস কম বেশি হওয়ার কিছু যুক্তি যুক্ত কাজ রয়েছে সেগুলো যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনি অবশ্যই লস কমাতে পারবেন। ধরুন আপনি কোন ট্রেড ওপেন করেছেন এবং সেটাতে লসে ক্লোজ করতে হয়েছে। পরবর্তীতে সেম একই ভুল করেছেন কিন্তু লস কেন হয়েছে সেই কারণ খোজার চেষ্টা করেন না তাই বার বার একই ভুল হওয়ার কারণে লস হচ্ছে। আমি মনে করি আপনি যদি কোন ট্রেডে ভুল করে থাকেন এবং সেই ভুল পরবর্তীতে খোজে বের করার চেষ্টা করেন যে কি কারণে ট্রেডে ভুল করেছি সেটা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী ট্রেডগুলো আর একই ভুল করবেন না। আর এভাবে প্রতিটি ভুল সংশোধন করতে করতে একসময় লসের অংশ কমিয়ে আনতে সক্ষম হবেন তখন দেখবেন লসের চেয়ে লাভ বেশি করছেন।
ফরেক্সে মানুষের লসের কারন হলো তার নিজের কারনে। কারন একটু লক্ষ করলে দেখবেন যে এখানে এরকম ট্রেডার আছেন যাদের মধ্যে বিন্দু মাত্র কোন ধৈর্য্য নেই, না বুঝে রং পজিশনে ট্রেড ওপেন করে লস করেন। এরপর আরেক টাইপের ট্রেডার পাবেন যারা কোন এনালাইসিস করবেন না, এরপর আরও এক ধরনের ট্রেডার আছেন যারা এখানে সবকিছুই ঠিকভাবে করেন তবে কোন মানি ম্যানেজম্যান্ট ফলো করেন না ইত্যাদি এসব কারন গুলোই হল ফরেক্স মার্কেটে মানুষের লসের কারন।
লস হওয়ার একমাত্র কারণ আমার মতে আমাদের ভুল ট্রেড আর সেই সকল ট্রেড যা আমাদের অতিতে ক্ষতি ছাড়া লাভ করে দেইনি। তাই আমার মনে হয় প্রত্যেক ট্রেডারকে অবশ্যই ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরী। যেসকল ভুল গুলো হয় তা খুবই পরিচিত আমাদের কাছে যেমন মার্কেট উপরে গেলে না বুঝেই সেল করা আবার নিচে গেলে না বুঝেই বাই করা, আবার প্রচুর পরিমানে ট্রেড অপেন করা, লস ট্রেড ক্লোজ না করে অপেক্ষা করা আরো অনেক যা আমরা প্রতিনিয়ত করে থাকি। এই সকল ভুল গুলো সংশোধন করতে পারলেই আর লস হবে বলে আমার মনে হয় না।
ফরেক্স ব্যবসায় লসের অন্যতম কারণ হলো এই ব্যবসায় বেশি লোভ করা আর বেশি কিছু না জেনে এই ব্যবসা শুরু করা। আমার দেখা মতে সবচেয়ে বেশি লস করে থাকে নতুন ট্রেডাররা। কারণ তারা এই ব্যবসা খুব অল্প জ্ঞান নিয়ে শুরু করে থাকে আর শুরুর প্রথম থেকেই তারা বেশি পরিমাণের মুনাফা উপার্জনের চেষ্টা করে থাকে। আপনি যদি এই ব্যবসায় বেশি লস করতে না চান তাহলে অবশ্যই আগে ভালভাবে এই ব্যবসা সম্পর্কে শিখে তারপর শুরু করবেন।
লোভ একটি খুবই খারাপ বিষয় ফরেক্স মার্কেটে তাই আমাদের উচিত ফরেক্সে যখন ট্রেড করবো তখন অবশ্যই লোভকে সংবরণ করা। আমার প্রতিনিয়ত মার্কেটের দ্রুত মুভমেন্টের ভিতর পড়ে প্রচুর ভুল ট্রেড করে থাকি যা আমাদের কাল হয়ে দাড়ায়। আবার অনেক সময় আমাদের লোভ আমাদের প্রচুর ট্রেড করতে বাধ্য করে আর বেশী বড় সাইজে ট্রেড করতে অনুপ্রানিত করে যা আমাদের বিনিয়োগকৃত মুলধনকে বিপদে ফেলে দেয় তাই লোভকে সংবরন করা উচিত।
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।
আসলে অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,
ডেমো ট্রেড করে লস করলে সমস্যা নেই। আর ডেমো্ ট্রেড করেই আমাদের অভিজ্ঞ হতে হবে। আর ডেমোতে যে কোন অ্যামাউন্ট এর ভলিয়ম এ ট্রেড করে আমরা ট্রেড চালিয়ে যেতে পারি। কিন্তু লাইভ যাওয়ার আগে আমাদের যাচাই বাছাই করে তারপর লাইভ এ নামতে হবে।
ফরেক্স লস এর বিভিন্ন কারণ আছে,যেমন ফরেক্স এর বেসিক টু এ্যাডভান্স না জেনে ফরেক্স ট্রেড জইন করা,বেশি ভাগ ট্রেডার ফরেক্স মার্কেট এ লস এর শিকার হয়ে থাকে তারা মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করে থাকে এবং মার্কেট এর ট্রেন্ড এর বিপরীতে এন্ট্রি নেই,এই সকল কারণে ফরেক্স এ লোকসান হয়ে থাকে।
ফরেক্সে লসের বহুবিধ কারন রয়েছে,তারমধ্যে অন্যতম কারন হলো না বুঝে লোভের বশবর্তী হয়ে ট্রেড করা ।আপনি বুঝে শুনে ফরেক্সের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে মানি ম্যনজেমেন্ট ঠিক রেখে ট্রেড করলে প্রফিট করতে পারবেন।
হা আপনার কথা ঠিক যে ৯৫% ট্রেডার নয় ৯৫% বিগেনার রা লস খায়। আসলে ফরেক্স এমন একটি মার্কেট যেখানে লাভ লস ২ টাই হবে।তবে বিগিনার দের ক্ষেত্রে লাভ করা টা একটু কষ্টকর হয়ে থাকে।প্রাথমিক অবস্থা তে তারা অনেক নিয়ম জানে না ট্রেডিং এর বেপারেই তাই তারা লস করে। তারা তাদের আবেগ ধরে রাখতে পারে না,উল্টা পালটা পজিশনে ট্রেড ফেলে,কিছু মানুষ তো ফরেক্স ট্রেডীং কে জুয়া হিসাবে নিয়ে থাকে। বিগিনার দের উচিত প্রাথমিক ভাবে ডেমো একাউন্ট ট্রেডিং করা কম হলেও ৬ মাস তাহলে তারা তাদের লস এড়াতে পারবে।
বড় লট এ ট্রেড করা : একটি একাউন্ট সুরক্ষিত থাকবে তখন যখন ছোট ছোট লট এ ট্রেড করা হবে, কারন বড় লট এ ট্রেড করলে মার্কেট একবার আপনার বিপরীতে গেলে আপনার সব ডলার শুন্য করে ছাড়বে। তাই সব সময় ট্রেড করতে হবে ছোট ছোট লটে তাই লাভ হোক বা না হোক। আর লচ হলেও যেন আপনার একাউন্ট শুন্য না হয়। একাউন্ট এ ডলার থাকলে আপনি পুনরায় ট্রেড করে লচ তুলে আনতে পারবেন।
স্টপ লস না দিয়ে ট্রেড করা : একটি একাউন্ট সুরক্ষিত থাকবে তখন যখন স্টপলস ব্যবহার করে ট্রেড করা হবে, কারন স্টপ লস ছাড়া কোন ট্রেড করলে মার্কেট একবার আপনার বিপরীতে গেলে আপনার সব ডলার শুন্য করে ছাড়বে। তাই সব সময় ট্রেড করতে স্টপ লস ব্যবহার করে তাহলে লচ হলেও যেন আপনার একাউন্ট শুন্য না হয়। কারন আপনার একাউন্ট এ ডলার থাকলে আপনি পুনরায় ট্রেড করে লচ তুলে আনতে পারবেন।
ফরেক্স মার্কেট এ লস হওয়ার সব থেকে বড় কারণ হল নিয়ম না মানা। উল্টাপাল্টা ট্রেড করা বা ওভার ট্রেড করা। সঠিক জায়গায় এন্ট্রি না নিয়ে ভূল জায়গায় এন্ট্রি নেওয়া। নিউজের প্রতি খেয়াল না রাখা। সর্বোপরি হাজারটা কারণ আছে লস করার। তাই আগে কারণ চিহ্নিত করুন। তার পরে ট্রেডিং করুন।
আমার অভিমত হলো ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
ফরেক্সে লস করে মানুষ তার জ্ঞানের অভাবে। কারন যদি মার্কেট সম্পর্কে আপনার জ্ঞান কম থাকে তাহলে আপনি এখানে লস খাবেন, আপনার সেই সামান্য অভিজ্ঞতা দিয়ে এখানে টিকে থাকা অনেক বড় একটা চ্যালেন্জ হয়ে দাঁড়াবে আপনার সামনে। সুতরাং সঠিক জ্ঞানের মাধ্যমে দক্ষতা বাড়ান একমাত্র তাহলেই এই মার্কেট সম্পর্কে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং আপনি নিজেই আপনার লসের কারন সমূহ বুঝতে পারবেন।
সাধারণত বেশির ভাগ ট্রেডার লস করে থাকে তাদের অদক্ষতা ও অভিজ্ঞতার অভাবে। কারণ বেশির ভাগ ট্রেডার এই মার্কেটে প্রফিট অংশ দেখে নিজের লোভকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেন না। তখন তারা বার বার চিন্তা করে কি করে অল্প সময়ের মধ্যে বেশি লাভ করা যায়। আর সে হিসেবেই বেশির ভাগ ট্রেডার ওভার ট্রেডে লিপ্ত হয়ে থাকে। পাশাপাশি মানি ম্যনেজমেন্ট নিয়ন্ত্রণে রাখে না এবং কোন রকম বাজার বিশ্লেষণ না করেই ট্রেডে লিপ্ত হওয়ার কারণেই লস করে থাকে।
আমি মনে করি ফরেক্সে লস আমাদের কারণেই হয়। এখানে আমরা একটি ভুলই বেশি করে থাকি সেটা হলো লোভের বশবর্তী হয়ে ট্রেড করে থাকি। আবার অনেক সময় অল্প মূলধন দিয়ে, অল্প সময়ে প্রচুর টাকা উপার্জন এর আশায় ফরেক্স ট্রেড করি কিন্তু তাতে করে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই লস করে ফরেক্স মার্কেট থেকে চলে যেতে বাধ্য হয়। তবে আমরা এগুলো পরিহার করলে এখানে আমরা সকলেই সফল হতে পারি।
ফরেক্স লসের কারন অনেক আছে তার ভিতর দুই একটি উল্লেখ করা যাক যেমন ১. অতি লোভ ২.ফোরেক্স সম্পর্কে সঠিক ধারনা না থাকা ৩. মার্কট অ্যানালাইসিস না বুঝা ৪.মানি ম্যানেজমেন্ট না করা। ইত্যাদ্দি কারনে ফরেক্স মার্কেটে লস হয় ।
উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে।বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে।নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন,
আমার মতে ফরেক্সে লস হওয়ার কারণ হলো ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্স এ ট্রেড করা।এবং অতিরিক্ত লোভ করা।আর ফরেক্স এ অতিরিক্ত লোভ করলে কখোনও লাভ করা সম্ভব না। তাই আপনাকে লসের হাত থেকে বাচতে হলে ফরেক্স সম্পর্কে ভালোভাভে জ্ঞান অর্জন করতে হবে।তাহলে আপনি লসের হাত থেকে বাচতে পারবেন।
অজ্ঞতা ফরেক্স মার্কেটে লস করার প্রধান কারণ। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে দক্ষতার বিকল্প নেই। এর জন্য একজন নতুন ফরেক্স মেম্বারকে মিনিমাম ছয় মাস থেকে একবছর ডেমো ট্রেডিং করতে হয়। ডেমো ট্রেডিং ছাড়া আপনি যখন রিয়েল ট্রেড করবেন তখন আপনি না বুঝে উল্টো পাল্টা ট্রেড করবেন এবং লস করবেন। কারণ ফরেক্সে ট্রেড করার কিছু নিয়ম আছে। যেমন মানি ম্যানেজমেন্ট না মেনে অতিরিক্ত ট্রেড করা। এটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ মুলধন অনুযায়ী রিস্কের এর একটা অনুপাত আছে। এই অনুপাতের বেশি ট্রেড আপনি যখন করবেন মার্কেট বিপরীতে চলে গেলে আপনার লসে থাকার সম্ভবনা বেশি থাকবে। অন্যদিকে সঠিকভাবে মার্কেট এনালাইসিস না করে ভূল সময়ে ট্রেড করাটাও অনেক ঝুঁকিপূর্ণ। এতে দীর্ঘ মেয়াদী লসে থাকার সম্ভবনা বেশি থাকে। এছাড়া লোভ করাটাও লসের অন্যতম কারণ। মুলধন কম নিয়ে যারা ট্রেড করেন এবং ট্রেড করার সময় কেবলমাত্র টেক প্রফিট ব্যাবহার করেন কিন্তু স্টপ লস ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে অতিরিক্ত লসে থাকার ঝুঁকিটা বেশি থাকে। যারা মার্কেট লসে থাকলে লসটা পুশানোর জন্য ওভার ট্রেড করাটাও ঝুঁকিপূর্ণ। মার্কেট ওখান থেকে আরো বিপরীতে চলে গেলে তাদের লসে থাকার সম্ভবনা বেশি থাকে।
ফরেক্সে অনেক গুলো কারণে ট্রেডাররা লস করে। তার মধ্যে প্রথমেই বলবো বিবেচনার অভাবের জন্য। অনেকেই কোন কিছু বিবেচনা না করেই, কোন কিছু না বুঝেই ট্রেড করতে থাকে। যেহেতু সে কিছু বোঝে না,তাই সে লস খায় । দূরদর্শিতার অভাবও ফরেক্স লসের অনেক বড় একটা কারণ। অনেকেই অন্যের ফোরাম কপি পেস্ট করে লসে পড়ে। আর ম্যানজম্যান্টের কথা না হয় না ই বললাম।
যদি এগুলোকে ঠিকঠাক ভাবে মাথায় রেখে একজন ট্রেডার ভালোভাবে চলতে পারে তাহলেই তার পক্ষে লস ঠেকানো সম্ভব বলে আমি মনে করি।
ফরেক্সে লসের কারন হিসেবে অভিজ্ঞ ট্রেডাররা কিছু জিনিষ আবিস্কার করেছেন, তার মধ্যে কয়েকটি মুল কারন হলঃ অভিজ্ঞতার অভাব, সিগন্যালের ওপর নির্ভরশীলতা, উদ্দেশবিহীন ট্রেডিং করা, বড় রিস্ক নিয়ে ট্রেড করা, ট্রেডিং স্ট্রাটেজি না থাকা আর এইসব কারনেই ট্রেড করে আপনাকে লসের সম্মুখীন হতে হয় । তাই আগে এই সব ব্যাপার গুলো ভালবাবে অনুধাবন করুন দেখবেন আপনি একজন সফল ট্রেডার ।
আমরা জানি ফরেক্স একটি কারেন্সি ক্রয় বিক্রয় এর মার্কেট। এখানে সবাই আসে ফরেক্স থেকে আয় করতে। কিন্তু অনেক ট্রেডার বেশি লোভের কারনে ফরেক্স থেকে লস করে ছিটকে পড়ে। ফরেক্স মার্কেট এ ট্রেড করার কিছু রুলস আছে। ফরেক্স এ ট্রেড করতে হলে আগে আপনাকে ফরেক্স সম্পরকে ভালোভাবে বেসিক কিছু নিয়ম কানুন জানতে হবে। অনেকে ট্রেডার ফরেক্স এ খুব তারাতারি লাভ করতে চাই। আর অতি লোভের কারনে তারা লস করে। বিভিন্ন এনালাইস এর মাধ্যমে ফরেক্স এ ট্রেড করলে ফরেক্স থেকে আপনি লাভ করতে পারবেন।
একথা সত্য যে ফরেক্সে অধিকাংশ ট্রেডার্স করে থাকে। তবে এই লস করার কারণ শুধুমাত্র একটি না, অর্থাৎ ফরেক্স এর লস করার অনেকগুলো কারণ রয়েছে। যেমন:-
১/ফরেক্স সম্পর্কে উপযুক্ত জ্ঞানের অভাব অর্থাৎ ফরেক্স এর ব্যাপারে যথাউপযুক্ত জ্ঞান না থাকা।
২/ফরেক্স এর ব্যাপারে উদাসীনতা, মানে ফর এ সম্বন্ধে সঠিক অভিজ্ঞতা ও দক্ষতা না থাকা।
৩/ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস না করা, অর্থাৎ শুরুতেই রিয়েল একাউন্টে ট্রেডিং শুরু করা।
৪/কোন প্রকার এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট ছাড়া কি ট্রেড ওপেন করা।
৫/কোন বিষয়ের তোয়াক্কা না করেই নিজের খুশিমতো ট্রেডিং করা।
৬/লোভ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করতে না পারা।
৭/অধিক লাভের আশায় বড় বড় লটে ট্রেড ওপেন করা।
৮/অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রেড ওপেন করা।
৯/অতীতের ভুলগুলো থেকে কোন প্রকার শিক্ষা না নেওয়া।
১০/ফরেক্স এর আপডেট নিউজ এর ব্যাপারে কোনো খবর না রাখা।
মূলত এই সকল বিষয়ের কারণেই একজন ট্রেডার ফরেক্স এ লস করে থাকে।আমি বিশ্বাস করি যে কোন ট্রেড আর যদি এই সকল বিষয়কে মূল্যায়ন করে যথা উপযুক্ত ব্যবস্থা নিয়ে ট্রেডিং করে তাহলে সে অবশ্যই ফরেক্স এ লস এড়িয়ে লাভ করতে পারবে।
আপনার কথা অনেকাংশে সত্য। ফরেক্সে বিগেনার রা 95 শতাংশ লস করে থাকে। আমি মনে করি এর প্রধান কারণ হলো অনভিজ্ঞতা। প্রথম প্রথম মনে হয় ফরেক্স অনেক সহজ জিনিস ডেমো প্র্যাকটিসের সময় ও তাই মনে হয়। আন্দাজে ট্রেড ধরে অনেক প্রফিট করা হয় তখন তারা লোভের বশবর্তী হয়ে রিয়েল একাউন্ট খুলে বসে ট্রেড করে। আন্দাজে ট্রেড ধরলে কিছু প্রফিট হলেও হতে পারে কিন্তু লস হবে এটা সিদ্ধ সত্য। মার্কেট যখন বিপরীতে যায় তখনকার পরিস্থিতি কি রূপ হতে পারে তা তারা জানেও না। অভিজ্ঞতা একটা বিষয় এছাড়াও মার্কেট বুঝা এবং মানুষের বুঝা ও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এসব কারণে ও বড় বড় লস হয়।সবকিছু ভালোভাবে না জেনে রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করে ট্রেড করা উচিত না।
ফরেক্সে লসের কারন হল নিয়ম না মেনে সঠিক পদ্ধতিতে ট্রেডিং না করা। আমরা যারা ফরেক্স এর ট্রেডিং করে থাকি আমরা ফরেক্স এর সঠিক পদ্ধতিতে ট্রেডিং করি না। এমনকি কিভাবে সঠিকভাবে ট্রেড করতে হয় তাও জানিনা। অপরিকল্পিতভাবে ট্রেডিং করার কারণে আমরা লসে পড়ি। সঠিক মানি ম্যানেজমেন্ট এ ট্রেড না করা, ওভার লটে ট্রেড করা, বেশি পরিমাণ রিক্স নিয়ে ট্রেড করা, সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড না করা, ট্রেডিং এর সময় ধৈর্যশীল না হওয়া এবং লোভে পড়ে ট্রেড করার কারণে আমরা সব সময়ই লসে পড়ে থাকি।তাই ফরেক্স মার্কেটে লস এর পরিমাণ কমাতে হলে অবশ্যই আমাদেরকে নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে ফরেক্স ট্রেডিং করতে হবে।
ফরেক্স মার্কেটে লস এর বিবিধ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম লস এর প্রধান কারণ হলো যদি ট্রেডিং সম্পর্কিত জ্ঞান পর্যাপ্ত পরিমাণে না থাকে এবং সেই অবস্থায় ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে সে ক্ষেত্রে লস এর সম্ভাবনা থেকেই যায়। একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে অবশ্যই প্রথমে ভালোভাবে মার্কেট এনালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট এর আলোকে ট্রেড করতে হবে আর যখনই কোন ট্রেডার উল্লেখিত বিষয় সমূহ অগ্রাহ্য করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে উদ্বুদ্ধ হবে তখনই সে বড় ধরনের লস এর সম্মুখীন হবে। এছাড়াও অধিক প্রফিট অর্জনের লোভ একজন ট্রেডার কে ভুল ট্রেডিং এর দিকে নিয়ে যায় যার ফলশ্রুতিতে উক্ত ট্রেডার ট্রেডে বড় ধরনের লস করে থাকে। তাই পরিশেষে বলতে চাই ফরেক্সে ট্রেড করে ভাল প্রফিট অর্জন করতে হলে নিয়মতান্ত্রিকভা ে ফরেক্স ট্রেডিং কৌশল মানি ম্যানেজমেন্ট ইত্যাদির আলোকে ট্রেড করতে হবে।