আপনি যেকোনো মূলধন নিয়েই ফরেক্সে ট্রেড করতে পারবেন। তবে প্রথমিক অবস্থায় লসের সম্ভবনা বেশি থাকে তাই মূলধন যত কম হবে লসের পরিমান ততই কম হবে। আমার মনে হয় যারা নতুন আছেন তারা ১০০ ডলার দিয়ে ট্রেড ওপেন করতে পারেন। এতে করে আপনার ট্রেডে সীমা থাকবে আর ট্রেডে সীমা থাকলে ঝুকিও কম থাকবে। আবার আপনি কোনো বিনিয়োগ না করে ফোরামের বোনাস দিয়েও ট্রেড করতে পারবেন।