আসলে ফরেক্স মার্কেট এ লাভ করাই শেষ কথা না। আপনাকে ঠিকে থাকতে হবে। কথায় আছে যে সহে সে রহে। ঠিকে থাকতে পারলে আজ অথবা কাল লাভ আসবেই। তাই লাভের জন্য ঝাপিয়ে পড়ার কিছু আছে বলে আমি মনে করি না। তবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কাউকে ছোট করা বা আঘাত করা আমার উদ্দেশ্য নয়। ধন্যবাদ।