আমি বের্শি ট্রেড করি যখন আমার এনালাইসিস বাই সিগন্যাল দিচ্ছে কিন্ত মার্কেট প্রাইস নেমে যাচ্ছে তখন সামর্থ অনুযায়ী মানিমেনেজম্যান্ট মেনে বেশি ট্রেড করে থাকি। গড় লাভে সকল ট্রেড ক্লোজ করে দেই।
Printable View
আমি বের্শি ট্রেড করি যখন আমার এনালাইসিস বাই সিগন্যাল দিচ্ছে কিন্ত মার্কেট প্রাইস নেমে যাচ্ছে তখন সামর্থ অনুযায়ী মানিমেনেজম্যান্ট মেনে বেশি ট্রেড করে থাকি। গড় লাভে সকল ট্রেড ক্লোজ করে দেই।
আমি বলবো প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।
আমি কোন নির্দিষ্ট সময়ে মার্কেটে ট্রেড করি না সবসময়ই মার্কেটে ফলো করি যখন দেখি মার্কেট কোন একটি দিকে মুভ করতে পারে তখন এনাললাইসিস করেই ট্রেড করার চেষ্টা করি যাতে আমি প্রফিট করতে পারি।
আমি স্কাল্পিং করে জিবনে অনেক লস করেছি। আগে ভাবতাম বেশি ট্রেড মানেই বেশি লাভ। আসলে বিষয়টা পুরোটাই উলটা। যে ট্রেড একাউন্ট এ রিস্ক তত বেশী। আমি এখন লং ট্রেড পছন্দ করি। লং ট্রেড এর দাধ্যমে আমরা মার্কেট এ দীর্ঘ সময় টিকে থাকতে পারি।
ফরেক্সে কখনো বেশি ট্রেড করা উচিত না । আমি কখনো ফরেক্সে বেশি ট্রেড করিনা । তার কারন হল যখন আমার ডলার কম থাকে তখন অনেক বেশি ট্রেড ওপেন অবস্থায় থাকলে মারকেট আমার বিপরীতে গেলে প্রফিটের চিন্তা করা যায় না বরং লসের সম্ভাবনা বেশি থাকে ।তাই ব্যালেন্স অনুযায়ি অল্প ট্রেডই করা ভাল।
প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।
আমি একসাথে বেশী টেড করি না। কেননা একসাথে বেশি রিস্ক নিলে আমাদের একাউন্ট এর জন্য ক্ষতিকর। একাউন্ট সেফ রাখার জন্য একসাথে অল্প ট্রেড করা উচিত। একসাথে বেশি না অল্প ট্রেড করে আপনাকে আস্তে আস্তে ফরেক্স এ বিজয় লাভ করতে হবে।
ফরেক্স বিজনেস আন্তর্জাতিক মানের ব্যবসা মার্কেট সপ্তাহে ৫ দিন ওপেন থাকে সোমবার থেকে শুক্রবার তাই আমরা এই ৫ দিন যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারি আর ফরেক্স মার্কেট ট্রেড করতে কোন সময় নেওয়া যায় আমি তা নিয়ে বিবেচনা করিনা কারন আগে মার্কেট এনালাইসিস করি যদি ভালো সিগনাল পাই তারপর ট্রেড ওপেন করি।তাই আমি মনে করি ট্রেড আপনে মার্কেট এর গতিবেগ বুঝে নিতে পারেন আর ট্রেড নেওয়ার জন্য কোন সময় প্রয়োজন হয় না।
ভাই আমি সাধারণত আমার সিস্টেমে এবং আমার এ্যানালাইসিস অনুযায়ী যখন দেখি মার্কেট আমার ফেবারে, তখন আমি ট্রেডিং এর জন্য পিপারেশন নিয়ে থাকি। তাই আমার ধারনা মতে আপনি যখনি কোন পজিশন পাচ্ছেন, তখন দেরি না করাটাই বুদ্ধিমানের পরিচয় হবে। কারন এই মার্কেটে ভাই কখন কি ঘটে তার কোন নিশ্চয়তা কেউ এখানে দিতে পারবে না। কেননা আপনার সিস্টেম যদি ভাল থাকে এবং আপনার সিস্টেমের উপর যদি আপনার আস্থা থাকে, তাহলে আপনি যখন-তখন ট্রেড করে প্রফিট নিতে পারবেন।
আমি একজন চাকুরীজীবি আমি রাত ৮ টার পর সময় পাই. এ জন্য রাত ৮ থেকে ১০ পর্যন্ত ট্রেড করি. সারাদিন ফরেক্স মার্কেট একটু একটু করে দেকি। কিন্তু সন্ধ্যার পর থেকে ট্রেড করাটা অনেক ভালো বলে আমি মনে করি. এ সময় ইনডিকেটর অনেক বেশি ওটা নাম করে তাই অল্প সময় ট্রেড করে বেশ লাভ করা যাই.
ফরেক্স মার্কেট সবসময় ট্রেন্ড ফলো করে চলে আর আপনাকে এই ট্রেন্ড ফলো করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুজে বের করতে হবে।এতে করি আপনি সঠিক সময়ে সঠিক ট্রেড ওপেন করতে পারবেন।এছাড়াও আপনি নিউজ ট্রেড করতে পারেন কারন এসময় মার্কেট অনেক মুভমেন্ট করে তবে এজন্য নিউজ এনালাইসিস ভালো করে করতে হবে।
আমি মনে করি ফরেক্সে কখনো বেশি ট্রেড করা উচিত না । আমি কখনো ফরেক্সে বেশি ট্রেড করিনা । তার কারন হল যখন আমার ডলার কম থাকে তখন অনেক বেশি ট্রেড ওপেন অবস্থায় থাকলে মারকেট আমার বিপরীতে গেলে প্রফিটের চিন্তা করা যায় না বরং লসের সম্ভাবনা বেশি থাকে ।
ট্রেড বেশী করার কোন সুযোগ নেই । আপনার সিস্টেম এর সিগ্ন্যাল অনুযায়ী ট্রেড করলে আপনার অপেক্ষা করতে হবে। আর উল্টাপাল্টা না বুঝে ট্রেড করলে সারাদিন ও যদি ট্রেড করেন তাতে লাভ হলেও সেই লাভ কখনও টিকবে না। সুতরাং সময় নিয়ে সিস্টেম অনুযায়ী ট্রেড করুন। আমরা প্রায় সবাই নতুন অবস্থায় বেশী বেশী ট্রেড করতে চাই কারন যত বেশী ট্রেড তত বেশী প্রফিট যার জন্য লস হতো। তারপর একটু একটু করে যখন জানা শুরু করছি ট্রেডিং এর ব্যপারে তখন দেখলাম ধারনা গুলো একদম বিপরীত।
আমি মনে করি ফরেক্সে কখনো বেশি ট্রেড করা উচিত না । আমি কখনো ফরেক্সে বেশি ট্রেড করিনা । তার কারন হল যখন আমার ডলার কম থাকে তখন অনেক বেশি ট্রেড ওপেন অবস্থায় থাকলে মারকেট আমার বিপরীতে গেলে প্রফিটের চিন্তা করা যায় না বরং লসের সম্ভাবনা বেশি থাকে ।
আসলে কখনও বেশি ট্রেড করার কোন সুযোগ নেই, কেননা আপনি যত বেশি ট্রেড করবেন ততবেশি লস হবার সম্ভাবনা তৈরী হবে। তাই নির্দিষ্ট নিয়ম মেনে যতটুকু দরকার ততটুকুই ট্রেড করেন। নিজের উপর নিয়ন্ত্রন রাখুন না হলে লুজারের খাতায় নাম উঠতে সময় লাগবে না।
আমরা ট্রেড করলে ব্রোকার কি লাহবান হয়। কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। এই সম্পর্কে আমার জানা নেই কেই জানলে আমাদেরকে সাথে শেয়ার করুন আমরাও জানতে পারব।
কখনও বেশি ট্রেড করার কোন সুযোগ নেই, কেননা আপনি যত বেশি ট্রেড করবেন ততবেশি লস হবার সম্ভাবনা তৈরী হবে। তাই নির্দিষ্ট নিয়ম মেনে যতটুকু দরকার ততটুকুই ট্রেড করেন। নিজের উপর নিয়ন্ত্রন রাখুন না হলে লুজারের খাতায় নাম উঠতে সময় লাগবে না।
আমি আগে ট্রেড করতাম যখন দেখতাম মার্কেট খুব দ্রুত নড়াচড়া করতাছে কিন্তু বর্তমানে আমি দীর্ঘ সময়ের জন্য আমার ট্রেড খোলে রাখি। কারণ আগে আমি খুব রিক্সি মনে করতাম কিন্তু বর্তমানে যখন আমি দীর্ঘ সময়ের জন্য ট্রেড অপেন করি তখন আমি কোন রিক্স অনুভব করি না। তাই আমার কোন নির্দিষ্ট সময় নাই ট্রেড করার জন্য। যখন দেখি মার্কেটে প্রবেশ করার মত সময় হইছে তখন কয়েকদিনের জন্য এন্ট্রি হয়ে থাকি। কারণ কয়েকদিন পর আমার এন্ট্রি থেকে আমি খুব সহজেই মুনাফা উত্তোলন করতে পারি।
আমি ফরেক্স মার্কেট সম্পর্কে তেমন একটা বেশি বুঝি না তাই আমি সব সময় এই মার্কেটে দীর্ঘ সময়ের জন্য ট্রেড ওপেন করে থাকি। কারণ আমি এতটুকু বুঝতে পারছি ফরেক্স একটি কঠিন এবং ঝুকিপূর্ণ মার্কেট তাই আমি যখন এই মার্কেটে ট্রেড ওপেন করি তখন প্রত্যেকটি ট্রেডকে ঝুকিমুক্ত রাখার জন্য দীর্ঘ সময়ের ট্রেড ওপেন করে রাখি যাতে আমি আর ঝুকির মুখে না পড়ি। তাই আমি নির্দিষ্ট সময়ের জন্য কোন ট্রেড ওপেন করি না আমি আমার ইচ্ছা মত যে কোন সময় এই মার্কেটে এন্ট্রি নিয়ে থাকে। তবে কিছুটা হলেও নিউজগুলোর উপর ফলো আপ করেই মার্কেটে এন্ট্রি নিয়ে থাকি।
সাধারণতো টেন্ড মার্কেটে ট্রেড করি । তাই সঠিক কোন সময়ে ট্রেড করি সেটা বলতে পারবোনা । কেননা আমি যখন মার্কেটে কোন ধরনের ট্রেন্ড পাই তখন সুযোগ বুঝে ট্রেড করে থাকি । তবে এমনিতে রাতের বেলায় আমি ট্রেড করতে বেশি পছন্দ করি । কেননা ঐ সময় মার্কেটের খুব মুভমেন্ট থাকে ।
আসলে কখনও বেশি ট্রেড করার কোন সুযোগ নেই, কেননা আপনি যত বেশি ট্রেড করবেন ততবেশি লস হবার সম্ভাবনা তৈরী হবে। তাই নির্দিষ্ট নিয়ম মেনে যতটুকু দরকার ততটুকুই ট্রেড করেন। নিজের উপর নিয়ন্ত্রন রাখুন না হলে লুজারের খাতায় নাম উঠতে সময় লাগবে না।
আমি সব সময় ট্রেড করতে পছন্দ করি না যখন কোন বিশেষ নিউজ থাকে কোন বিশেষ কারেন্সির সেই সময়গুলোতে ট্রেড করতে আমি বেশি সাচ্ছন্দ্যবোধ করি। পাশাপাশি আমি সপ্তাহের দুই দিন অর্থাত মঙ্গলবার এবং বুধবার ট্রেড করাকে বেশি পারফেক্ট মনে করি কারন ঐ দিনগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন কারেন্সির নিউজ থাকে।
ট্রেড সাধারনত সবসমই করা যায়। তবে আমি একসাথে বেশী ট্রেড করি না। কেননা একসাথে বেশি ট্রেড করলে একটু বেশি রিস্ক থকে। যা আমাদের একাউন্ট এর জন্য ক্ষতিকর।তাই একাউন্ট সেফ রাখার জন্য একসাথে অল্প ট্রেড করা উচিত। একসাথে বেশি ট্রেড না করে অল্প ট্রেড করে আপনাকে আস্তে আস্তে ফরেক্স এ বিজয় লাভ করতে হবে।
আসলে আমি সময় অনুযায়ী মার্কেটের পজিশন বুঝেই ট্রেড করে থাকি, হোক সেটা নিউজ টাইম অথবা নিউজ টাইম ছাড়া। তবে বেশির ভাগ সময় নিউজ টাইমেই ট্রেড করে থাকি। কারণ এই সময় মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে থাকে। তবে আমি বলব যারা মার্কেটের সঠিকভাবে পজিশন না বুঝতে পারেন তারা যেন নিউজ টাইমে ট্রেড না করেন কারণ এই সময় ট্রেড করাটা খুবই ঝুকিপূর্ণ।
আমি ফরেক্সে নতুন ।ফরেক্স সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা নেই ।তবে আমি ফরেক্সে নিয়মিত ট্রেড করে থাকি এবং তার ফলও ভোগ করছি ।আমি নতুন তাই আমার ডিপোজিট কম ফলে আমি কখনও বেশি ট্রেড করি না । কারন আমি জানি লোভের ফল কখনও ভাল হয় না ।
আমি মনে করি এই খানে কোন ট্রেড করতে সময় লাগে না আপনি যখন খুসি তখন ট্রেড করতে পারবেন তবে বুজে সুনে ট্রেড করতে হবে কখনি বেশি লোভ করা যাবে না
একজন ফরেক্স ট্রেডার হিসেবে আমি যখন জানতে পারি বা এনালাইসিস করে দেখি কোন একটি কারেন্সি পেয়ারের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রেজিস্ট্যান্স লেভেলের দিকে পৌঁছাচ্ছে, একটু পরে তার সম্ভাব্য পতন ঘটতে পারে অথবা কোন একটি কারেন্সি পেয়ার সাপোর্ট লেভেল এর দিকে পৌঁছাচ্ছে একটু পরে উপরের দিকে উঠতে পারে তখনই ভালো একটি এন্ট্রি পয়েন্ট খুজে বের করে বেশি বেশি ট্রেডিং করে থাকি।
আমি মার্কেট এনালাইসিস করে যখন সবুজ সংকেত পাই তখন ট্রেড ওপেন করি। এখানে আমাকে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্ট এনালাইসিস কাজে লাগাতে হয়। যখন টেকনিক্যাল এনালাইসিস আর নিউজ পজেটিভ হয়ে হায় ঠিক তখনই আমি ট্রেড ওপেন করি। আর আমি এখানে ২০ পিপ্স টিপি আর ২০ পিপ্স রিস্ক নিয়ে ট্রেড করি। আর এই ফরমুলা তে ৯০% প্রফিট থাকে ইনশাআল্লাহ।
যখনই আমি ভালো একটি এন্ট্রি পয়েন্ট খুঁজে পাই তখনই সাধারণত বেশি ট্রেড করি। মার্কেট এনালাইসিস এর পর যখন আমি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ওভার শিওর হই তখনই বেশি সংখ্যক ট্রেড করি। এতে মাঝে মাঝে অবশ্য লাভের পরিবর্তে লসের মুখ দেখতে হয়। তাই সবাইকে বলব কখনোই অতি উৎসাহী হয়ে মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ওভার ট্রেড করা উচিত নয়।এতে যদি কখনো ভুল ট্রেড করা হয় এবং মার্কেট ট্রেড এর বিপরীতে চলে যায় তাহলে লস এর পরিমাণ বাড়বে এমনকি একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।
আমি মার্কেটের পজিশন দেখে ট্রেড করি।যখন মনে হয় এখন ট্রেড করলে প্রফিট করা সম্ভব তখনই ট্রেডে এন্ট্রি নেই।কোনো নির্দিষ্ট সময় দেখে ট্রেড করি না তবে ট্রেড করার আগে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে সেটা এনালাইসিস করেই ট্রেড করি।
সুযোগের জন্য অপেক্ষা করবেন না,সুযোগ তৈরী করে নিন,স্বার্থ বিনে কেউ সুযোগ দিবেনা।
প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।ফরেক্স মাকের্টে সপ্তাহেে৫দিন২৪ঘন টায়ই ট্রেড করা যায়।তবে মাকের্ট এনালাইসিস করে তারপর ট্রেড করাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি।তার সাথে আপডেট নিউজও দেখা দরকার।
আসলে ট্রেড করার কোন নির্দিষ্ট সময় নেই। সপ্তাহে ৫ দিন যে কেন সময় ট্রেড করা যায়।
আমি ফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেড করি।মার্কেট ভাল ভাবে এনালাইসিস করে ট্রেড করলে লসের সম্ভাবনা কম থাকে এবং ভাল লাভ করা যায়। আমি সাধারণত সকালে ট্রেড করতে পছন্দ করি।
আসলে ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এনালাইসিস অনুযায়ী যখন দেখি মার্কেট ট্রেড করার জন্য অনুকূলে আছে ঠিক ওই মুহূর্তে ট্রেড করি। দেখা যায় কিছু কিছু সময় মার্কেট ট্রেড করার জন্য অনুকূলে থাকে আবার কিছু কিছু সময় মার্কেট করার জন্য উপযোগী থাকে না। এই সময়ে ট্রেড করা থেকে বিরত থাকি। মার্কেটের কন্ডিশন আসলে নির্ভর করে আপনি যে দেশের মুদ্রা নিয়ে ট্রেড করছেন ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর। আবার কিছু কিছু সময় মার্কেট আপন গতিতে ওঠানামা করে তখন কোন এনালাইসিসসে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় না। এই সময়ে ট্রেড করা বিপদজনক। আবার মাঝে মাঝে এমনও সময় আসে মার্কেট প্রায় প্রতিদিনই ট্রেড করার জন্য অনুকূলে থাকছে, ওই সময় ট্রেড করে থাকি।
আমি সাধারণত লং-টার্ম ফরেক্স মার্কেট ট্রেড করি,আমি অল্প এন্ট্রি নিয়ে থাকি কিন্তু আমি অনেক সময় ৩/৪ টা এন্ট্রি এক সাথে নিয় যখন আমি আমার কৌশল অনুযায়ী এন্ট্রি পাই তখন আমি বেশি এন্ট্রি নিয়ে থাকি,আমি আমার কৌশল এবং কনফারেশন না নিয়ে এন্ট্রি নিয় না।
কখন ফরেক্স করি এটার নির্দিষ্ট করে সময় বলা যাবে না এটা সম্পূর্ণ নির্ভর করে মার্কেটের উঠানামার উপরে। মার্কেট অনুকুলে থাকলে তবে আপনি ফরেক্স করতে পারেন। ফরেক্স এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই ফরেক্স মার্কেট সপ্তাহের 7 দিনের 5 দিন 24 ঘন্টা খোলা থাকে এই 5 দিনের যেকোনো সময় আপনি চাইলে ট্রেড করতে পারেন তবে মার্কেট এনালাইসিস করে সেই সময় অনুযায়ী এবং সেই লট অনুযায়ী এন্ট্রি পয়েন্ট নির্ধারণ করে মার্কেট এন্ট্রি করুন এবং সামনে এগিয়ে চলুন *
আমরা জানি আসলে ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এনালাইসিস অনুযায়ী যখন দেখি মার্কেট ট্রেড করার জন্য অনুকূলে আছে ঠিক ওই মুহূর্তে ট্রেড করি। দেখা যায় কিছু কিছু সময় মার্কেট ট্রেড করার জন্য অনুকূলে থাকে আবার কিছু কিছু সময় মার্কেট করার জন্য উপযোগী থাকে না। এই সময়ে ট্রেড করা থেকে বিরত থাকি। মার্কেটের কন্ডিশন আসলে নির্ভর করে আপনি যে দেশের মুদ্রা নিয়ে ট্রেড করছেন ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর। আবার কিছু কিছু সময় মার্কেট আপন গতিতে ওঠানামা করে তখন কোন এনালাইসিসসে মার্কেটের মুভমেন্ট সঠিক বোঝা যায় না। এই সময়ে ট্রেড করা বিপদজনক। আবার মাঝে মাঝে এমনও সময় আসে মার্কেট প্রায় প্রতিদিনই ট্রেড করার জন্য অনুকূলে থাকছে, ওই সময় ট্রেড করে থাকি।
আমার ট্রেড করার নির্দিষ্ট কোন সময় নেই। আমি যখনি মার্কেট এনালাইসিস করে বুঝি যে এখন হয়তো আপ-ডাউন করবে তখনি ট্রেড করে থাকি। তবে আমি সর্বদা অল্প লটে ট্রেড করে থাকি। তবে আমার জানা মতে ফরেক্স মার্কেট দুপুর ২ টার পর থেকে রাত ২ টা পর্যন্ত আপ/ডাউন করে। তাই ওই সময় ট্রেড করে থাকি
প্রত্যেকটি ভালো ট্রেডারের তার নিজস্ব একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকে, আর আপনার স্ট্রাটেজি অনুযায়ী যদি আপনি মনে করেন এখন আপনি ট্রেড করার সময় তখনি আপনি ট্রেড করবেন । তাই এখানে নির্দিষ্ট কোন সময় বলা যায়না, যে আমি কখন ট্রেড করব । নতুন অবস্থায় মার্কেটে অতিরিক্ত মুভমেন্ট করার সময় ট্রেড না করাই ভালো ।
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে আমি মনে করি সব চাইতে দুপুর ১ টা থেকে রাত ১১টা এর মধ্য ট্রেড করা ভালো।কারণ এই সময় প্রতিটা কারেন্সি বেশি উঠা নামা করে।সপ্তাহে সবচেয়ে বেশি কারেন্সি ওঠা নামা করে শুুকরবারে।
আসলে কখনও বেশি ট্রেড করার কোন সুযোগ নেই, কেননা আপনি যত বেশি ট্রেড করবেন ততবেশি লস হবার সম্ভাবনা তৈরী হবে। তাই নির্দিষ্ট নিয়ম মেনে যতটুকু দরকার ততটুকুই ট্রেড করেন। নিজের উপর নিয়ন্ত্রন রাখুন না হলে লুজারের খাতায় নাম উঠতে সময় লাগবে না।