-
আমি এখন ফরেক্স মার্কেট থেকে যা আয় করতে পারছি তা দিয়ে আমি আমার পরিবারের আর্থিক চাহিদা মেটাতে পারছি । ফরেক্স মার্কেট থেকে মুনাফা আয় করার কোন সীমা নাই । এই ফরেক্স ব্যবসা যত মুনাফা আয় করা যায় তা অন্য কোন ব্যবসায় এত আয় করা যায় না । এক জন দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে অনেক মুনাফা আয় করতে পারে ।
-
চাকুরীর পাশাপাশি আমি ফরেক্স করি। ফরেক্স থেকে যতটুকু আয় করি ততটুকুই আমার পরিবার সন্তুষ্ট কারণ এটা আমার অতিরিক্ত আয়।
-
আমি একজন ছাত্র। আমি আমার পড়ালেখার পাশাপাশি ফরেক্স করি। আসলে একজন মানুষের অনেক ধরনের চাহিদা থাকতে পারে। এতে করে আমার হাতখরচ সহ আমার চাহিদা পুরন হয়ে যায়। তাই ফরেক্সের আয়ের জন্য আমি সন্তুষ্ট। ধন্যবাদ
-
আমি কেবলমাত্র একজন ছাত্র। আমি ফরেক্স থেকে আয় করে আমার নিজের খরচ বহন করার চেষ্টা করি। আমি ফরেক্স থেকে যত টাকা উপার্জন করি তা দিয়ে আমি খুব সন্তুষ্ট। তাই আমি আমার কথা বলতে পারি যে, ফরেক্স থেকে আয় করে আমি খুব সন্তুষ্ট। ধন্যবাদ
-
আমি খুব বেশি দিন ট্রেড শুরু করিনি। আশা করছি অল্প দিনের মধ্যেই মোটামুটি আয় করতে পারব।
-
এখনো আয়ই করতে পারলাম না আবার আয় নিয়ে খুশি :/ কবে যে আয় করতে পারবো আর কবে যে ফ্যামিলির চাপ কমাবো নিজেই বুঝতে পারছি না।
-
হ্যা আমি ফরেক্স ট্রেড করতে পেরে খুব আনন্দিত।কেননা ফরেক্স ট্রেডিং করে আমি কিছু কৌশল এনালাইসিস করে অনেক মুনাফা অর্জন করতে পারি।আপনি ডেমোতে ট্রেডিং না করে রিয়েলে ট্রেড করলে আপনি আপনার মূলদন হারিয়ে ফেলতে পারেন।তাই আমি মনে করি বৈদেশিক মূদ্রার বাজারে আয় করতে হলে আগে আমাদের ডেমোতে ট্রেডিং করতে হবে। ফরেক্স মার্কেটে ইনভেস্ট করার আগে এর সম্পর্কে দক্ষতা অর্জন করতে হয় তাহলে সে সফলতা অর্জন করতে পারবে ।
-
হ্যাঁ আমার আয় নিয়ে আমার পরিবার খুবই সন্তুষ্ট। কারণ, আমি ঘরে বসে ট্রেড করতে পারি এবং ঘরে বসে প্রতিমাসে আমার কাঙ্খিত মুনাফা ফরেক্স থেকে উপার্জন করতে পারি। এতে আমার খুবই ভাল লাগে এবং আমি খুব ফ্রী ভাবে টাকা উপার্জনে সক্ষম হই। ধন্যবাদ
-
আমি ফরেক্স থেকে কোনো আয় করতে পারি নি তাই পরিবার সন্তুষ্ট কিনা তা বলা যাচ্ছে না, আগে আয় করি তারপর বুঝা যাবে পরিবার সন্তুষ্ট কিনা। তবে আমি ভালো আয় করার ব্যপারে আশাবদী।
-
সত্য কথা এখনো আমি আয় করা শুরু করতে পারিনি। কারণ আমি ফরেক্স মার্কেটে নতুন। আমি একজন শিক্ষানবিশ। নিয়মিত ডেমো প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি। ফরেক্স শিখার চেষ্টা করছি। তবে আমার বিশ্বাস ফরেক্স শিখতে পারলে যে আয় হবে তা পেয়ে পরিবার অবশ্যই খুশি হবে।
-
আমার ফরেক্স আয় নিয়ে আমার পরিবার সন্তুষ্ট। আমি স্টুডেন্ট হওয়ায় পারিবারিক কোনে চাপ নেই যে আমাকে প্রতি মাসে অনেক প্রফিট করতেই হবে।পড়ালেখার পাশাপাশি কিছু আয় দিয়ে যদি নিজের পড়ালেখা শেখা হয়ে যায় তবে তো ভালোই।আবার দীর্ঘদিন এভাবে ট্রেড করতে থাকলে একসময় অভিজ্ঞ হয়ে যেতে পারি।এজন্য আমার ফরেক্সের আয় নিয়ে আমি এবং আমার পরিবার উভয়ই সন্তুষ্ট।
-
আসলে ফরেক্স থেকে আয় করতে হলে অনেক অভিজ্ঞ হতে হয়।তারপরও আমার সল্প অভিজ্ঞতায় যে ইনকাম হয় তাতে আমার পরিবার সন্তুষ্ট। কারন তারা জানে ফরেক্সে জানার কোন শেষ নেই।তাই ফরেক্সে আমি অল্প জানি অল্প আয় করি এতে আমি নিজেও সন্তুষ্ট। তবে ফরেক্স সম্পর্কে আমার জানার অনেক আগ্রহ রয়েছে এবং ফোরাম থেকে আমি অনেক উপকৃত হচ্ছি।কহ
-
আপনি ফরেক্স মার্কেটে পার্ট টাইম বিজনেস হিসেবে নিতে পারেন । আপনার মুল পেশার পাশাপাশে ফরেক্স মারকেটে কাজ করতে পারবেন । আমি ও তাই করি ফরেক্স মারকেতে থেকে আমি জেই প্রফিত লাভ করি তাতে আমি সন্তুষ্টা
ফরেক্স মার্কেটে প্রফিট লাভ করার সহজ তবে ফরেক্স ট্রাদ করার আগে অবশই আপনাকে ভাল করে ফরেক্স সিখতে হবে ।
-
ফরেক্স এ আসার পর আমার আয় অনেক ভালই হয় কিন্তু প্রথম প্রথম একটু লস হয়েছিল। এখন আর লস হয় না আমি এখন ভাল টাকা আয় করতে পারি। আর এ ব্যবসা সম্পূর্ন হালাল তাই আমার পরিবার এ ব্যবসায় কোন আপত্তি করে না আর এ আয়ে আমার পরিবার খুব খুশি।
-
আমার আয় নিয়ে আমার পরিবার অনেক সন্তুস্ট আমি ফরেক্স করি আমার পরিবারের সাপোর্ট আছে আমাকে সবসময় আমার পরিবার আমাকে সহজগিতা করে আমাকে সাপোর্ট করে তাই আমার পরিবার আমার উপর অনেক বেশি সন্তুস্ট।
-
আমার আয় নিয়ে আমার পরিবার অনেক সন্তুষ্ট কারন আমি ফরেক্স করার আগে এক্সময় বেকার ছিলাম আমি কোন ইঙ্কাম করতে পারতাম না তাই এখন ফরেক্স করে মাঝে মাঝে পরিবারকে টাকা দিয়ে সাহায্য করতে পারছি তাই পরিবার আমার ফরেক্স করায় সন্তুষ্ট।
-
আমার পরিবারের একজন সদশ্যের কাছ থেকে আমি ফরেক্স শিখেছি এবং এখনও শিখছি।মূলত আমার সমস্ত পরিবার ফরেক্স কে অত্যান্ত ভালো চোখে দেখে এবং আমার পরিবারের অন্য সদশ্যরাও ফরেক্স করে।যেহেতু ফরেক্স মার্কটে আমি এখন নিজেকে নতুন অর্থাৎ অনভিজ্ঞ মনে করি তারপরেও প্রতি মাসে বেশ কিছু টাকা আয় করি।যা দ্বরা মোটামোটি ভাবে আমার প্রতিমাসের হাত খরচ হয়ে থাকে।
-
আমি ফরেক্স মার্কেটের কাজ ৩/৪ মাস হোল শুরু করেছি তাতে লাভ হচ্ছে লচ হচ্ছে নতুন অবস্থাই এইভাবে করতে করতে একদিন ভালো ইনকাম করতে পারবো তবে আমার বন্ধুরা এই ফরেক্স বেবশাই অনেক অভিজ্ঞ এবং অনেক দক্ষ বন্ধুরা অনেক ভালো ইনকাম করে আমার পরিবার জানে এবং আমার এই বেবশাকে সাপোর্ট দেই এবং ভালো ইনকাম করলে অনেক সন্তুষ্ট হবে।
-
আমি একজন স্টুডেন্ট তাই সবসময় কাজ করতে পারি না। অবসর সময় এ আমি কাজ করি। আর আমি কেবল এই মাস এ কাজ সুরু করলাম ।এখন ও আমি আয় করতে পারি নাই।তবে আমার বিশাস আসে যে আমি আয় করতে পারব। সবাই আমার জন্য দুয়া করবেন।
-
আমার আয় নিয়ে আমার পরিবার অনেক সন্তুস্ট কারন আমার আয় ফরেক্স মার্কেট থেকে ভাল আয় করতে পারি জা আমার খরচ মিটিয়ে আমি আমার পরিবারকে সহজগিতা করতে পারছি তাই আমার পরিবার আমাকে অনেক সহজগিতা করে।
-
ফরেক্স মার্কেটে শুধুমাত্র ফোরাম পোস্টিং করি ট্রেড করিনা । ফোরাম পোস্টিং এ আয় হয় খুব সীমিত যা আমার নিজের খরজ কাজে ব্যবহার করি । এ আয়ের কথা আমার পরিবার জানে তারা বলে তুমি আয় কর এটা তোমার জন্য কল্যানকর তবে তুমি সাশ্রয়ী হও । মোটকথা আমার পরিবার এতে সন্তুষ্ট ।
-
আসলে বলতে গেলে কি আমার পরিবার আমার আয় নিয়ে খুবই সন্তুষ্ট কারণ আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকে আমি আর আমার পরালেখার জন্য এবং আমার হাত খরচের জন্য আমি কোন টাকা পইসা নেই না এতে আমার পরিবারের লোকজন খুব সন্তুষ্ট এবং আমি আশা করি ফরেক্স মার্কেট সম্পর্কে আমার অভিজ্ঞতা যত বাড়বে আমি ফরেক্স মার্কেট থেকে তত টাকা আয় করতে সক্ষম হব
-
ফরেক্স মার্কেট থেকে আয় করে পরিবারকে অনেক দিক দিয়ে সহজগিতা করা যায় তাই ফরেক্স করতে যদি সাপরট দেয় তাহলে ফরেক্স নিয়ে পরিবারকে সহজগিতা করে অনেক দিক দিয়ে সাপোর্ট পাওয়া যায় ।
-
আমার আয় নিয়ে আমার পরিবার অনেক সন্তুষ্ট। ফরেক্স এ কাজ করে আমি ভাল টাকা আয় করে থাকি। জা দিয়ে আমার পুরা পরিবার খুব আরামে কেটে যাই। ফরেক্স আমাকে খুব সাহাজ্জ করে থাকে। তাই এতে আমি এবং আমার পরিবার দুজনে সন্তুষ্ট।
-
আমার পরিবারের সদস্যরা ফরেক্স থেকে আমার আয়ের ব্যাপারে খুবই সন্তষ্ট আর আমি যখন ফরেক্স ট্রেডিং শুরু করি তখন আমার পরিবার আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছিল আমাকে ফরেক্স ট্রেডিং শিখার জন্য ফরেক্স ট্রেডিং সেন্টারে ভর্তি হওয়ার জন্যও প্রতিনিয়ত উতসাহ যোগাছিল। আর আমি মনে করি তাদের সেই উতসাহের জন্যই হয়ত আজ আমি ভাল ফরেক্স ট্রেডিং করতে পারছি।
-
আমার আয় অনেক কম কিন্তু আমি আমার নিজের খরস তা নিজেয় ছালাই ফলে আমার বাড়ির লক কখনো কিছু বলে না। আমি যদি মন দিএ এই বাবসা করি তাহলে একদিন আমি অনেক টাকা আয় করতে পারব। আমি জানি আমি পারব কারন আমার লভ অনেক কম।
-
আসলে মাসুষের চাওয়ার কোন শেষ নেই। এক সময় ছিল যখন আমি শুধু ছাত্রছিলাম তখন আমার ইনকাম ছিলনা। আমার পরিবার তাতে খুশি ছিল। এর পর আমি ছাত্র+ফ্রিল্যান্সার হলাম। আমার মাসে ১০০ থেকে ৫০০ ডলার ইনকাম হতো। আর এখন ফোরেক্স মার্কেটে এসে তো কোন কথাই নেই আমার পরিবার এতে অনেক খুশি।
-
আমার আয় নিয়ে আমার পরিবার সন্তুষ্ট । কারন আমি ফরেক্স মার্কেট এ বর্তমানে ভাল একটি অবস্থানে অবস্থান করছি এবং এই ফরেক্স কে নিয়ে আমি অনেক সপ্ন দেখি এবং আমি মনে করি আমি আমার সেই সপ্ন বাস্তবায়নের দিকে চলে এসেছি সপ্ন কে এখন বাস্তব এ রূপান্তরিত করতে হবে ।তবে আমি বিশ্বাস করি আমাকে আর পিছু তাকাতে হবেনা ।আমার সফলতা খুব নিকটেই ।
-
আমি একন ও নতুন তাই আমার আয় এর ব্যাপারে আমার পরিবার তেমন কিছু বলেনা,তবে আমি ফরেক্স টাকা দিয়ে শিখেছি তা জানে,আমি বত্তমানে ডেমো তে ট্রেড করি আর ফোরাম এ পোস্ট করি এভাবে কাজ চালিয়ে যাচ্ছি ,আশা করি আগামীতে আমার আয় নিয়ে সনতুস্টি হবে আমার বিশ্বাস।
-
আমি দেখেছি যে পরিবার চায় সবসময় যে আমার সন্তান আয় করুক কোন কাজ করে বা কোন ব্যবসা করে আর যখন আয় করতে পারি তখন পরিবার অনেকি সন্তুস্টু থাকে তাই ফরেক্স মার্কেট থেকে বা ফরেক্স ব্যবসা করে যদি আয় করা জায় তাহলে পরিবার অবশ্যই সন্তুস্ট থাকবে আমার পরিবার আমার আয় করার দিক সন্তুস্ট ।
-
ফরেক্সকে এ আমি যদি ভাল কিছু দিতে পারি তবে আশা রাখি ফরেক্স ও আমার পরিবারকে সন্তুষ্ট করবে।ফরেক্স বিজনেস আমি ভাল ভাবে শুরু করতে পারি নি তাই আমি নিজেও সন্তুষ্ট না।কারন আমি মনে করি আমাদের ফরেক্স বিজনেস থেকে আয় করতে হলে আগে আমাকে ফরেক্স শিখতে হবে বলে আমি মনে করি।তখন ফরেক্স মার্কেটের আয় থেকে আমার পরিবার সন্তুষ্ট হতে পারে বলে আমি মনে করি।আর ফরেক্স আমি আশা করি কিছু দিনের মধ্যে আমি ফরেক্স থেকে ভালো আয় করতে পারবো।
-
অবশ্যই আমার পরিবার এই ফরেক্স ব্যবসা দিয়ে খুবই সন্তোষ্ট । এর কারণ হল ফরেক্স ব্যবসা করে আমি স্বাবলম্বী হয়েছি । সুতরাং আমি এবং আমার পরিবার এই সিদ্বান্তে উপনীত হয়েছি যে , আমরা এই ব্যবসার সাথে সর্বদা সম্পৃক্ত থাকব । আপনারা যদি উপকৃত হতে চান অবশ্যই ফরেক্স সাথে জড়িত হয়ে দক্ষ ট্রেডার হন । ভবিষ্যতে আশা করা যায় অর্থনৈতিক সমস্যা দূর হবে ।
-
আমি এক জন ছাত্র । আমি লেখা পড়ার পাশা পাশি ফরেক্স মাকেটে কাজ করে টাকা আয় করছি । আমি ফরেক্স মার্কেটে নতুন তাই আমি এখন ফরেক্স মার্কেটে ব্যাবসা করে বেশি টাকা আয় করতে পারি না তবে জ্ঞান অজন করে ট্রেড করে লাভবান হয়ে পরিবারকে টাকা দিতে পারব ।
-
ফরেক্স ট্রেডিংয়ের ব্যাপারে আমার পরিবারের সদস্যরা তেমন কিছু যানে না আর আমার পরিবার আমাকে এই ধরনের বিষয়ে তেমন একটা উতসাহ প্রদান কখনই করেনি তবে ফরেক্স থেকে আমি বেশ ভালই সাফল্যের দেখা পেয়েছি যা নিয়ে আমি বেশ সন্তুষ্ট আমি ফরেক্সে আরো ভাল প্রফিট লাভ করতে চাই আমার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে।
-
ফরেক্স থেকে আমি যা আয় করতে পারতেছি তা দিয়ে আমার নিজের চাহিদা গুলো পুরন হচ্ছে।
পাশাপাশি আমার পরিবারকেও দিতে পারতেছি, এতে আমার পরিবার অনেক খুশি।
-
আমার আয় নিয়া আমি নিজেই সন্তুষ্ট না। জাই হোক আমি হাল ছারি নাই আসা করি জখন আমার ক্যাপিটাল বারবে তখন ভাল লাভ হবে। সবাই আমার জন্ন দোয়া করবেন।
-
আমার আয় নিয়ে আমার পরিবার এখন কোন সন্তুষ্ট না। আমি ফরেক্র মারকেট সম্পরকে শিখতেছি তাই আমার পরিবার কোন কিছু ভাবতেছে না। আমি ভাল করে ফরেক্র মারকেট সম্পরকে শিখে ভাল একটা ইনকাম করব।
-
আমি নতুন হিসাবে যতটুকু আয় করি তা নিয়ে আমার পরিবার অনেক খুশী। আর আমিও খুশী। নতুন হিসাবে অনেক ভালো আয় করি।
-
আমি এখনও নতুন ।তবে আমার যারা পরিচিত যারা অনেক দিন ধরে ফোরক্স চালায় তারা তাদের আয় নিয়ে অনেক সন্তুস্ট ,আমিও আসা করি ভাল ভাবে সময় দিতে পারলে ভাল আয় করে সন্তুষ্ট থাকতে পারব আর আমার পরিবারও ভাল থাকবে
-
আপনার আয় নিয়ে আপনার পরিবার কতটা সন্তুষ্ট? আমার এখনো আয় করতে পারি নি । আর আমার পরিবার জানলে আমাকে এটি করতে দিবে না।
আপনাদের পরিবার এটা করতে আপনাদের কি টাকা দিয়ছেন না পোরাম পোস্টিং করে ফরেক্স করতিছেন।