-
আমিতো মনে করি যে একাউন্ট জিরো হবার পিছনে মুল কারন হল জ্ঞান শুন্যভাবে উল্টা-পাল্টা ট্রেড করা। ফরেক্র কোন সাধারন ব্যবসা না, এটি একটি ইন্টারন্যাসনাল অনলাইন প্রতিষ্টান। এর সম্পর্কে বহু কিছু জানার আছে শোনার আছে। কিন্তু অধকিাংম মানুষ ভাগ্য হাতে নিয়ে চলে আসে ফরেক্স এ ব্যবসা করতে। আবার কেও কেও তো পরেক্স কে জুয়া বলেও চালিয়ে দেয়। ফরেক্স লসের দ্বিতীয় কারন মানি ম্যানজেমেন্ট এ স্টপ লস ব্যাবহার না করা।
-
আমি মনেকরি,,,ফরেক্সে লস করার সবচেয়ে বড় কারন হল বেশি লোভ করা।। আর অভার ট্রেডিং করা লোভের ই একটা বড় অংশ।। ফিরেক্স মানি ম্যানেজমেন্ট হল আরেকটি বড় বিষয়।।। ফরেক্স খুবই রিস্কি ব্যাবসা তাই এখানে মানি ম্যানেজমেন্ট এর কোনো বিক্লপ নেই।।
-
অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যার ফলে জিরো হয়ে যায়।
-
সচরাচর অনেক সময়ই আমরা ভালো প্রফিট পাওয়ার পরও লোভের বশবর্তী হয়ে ট্রেডিং করি এবং সে কারনে বেশি বেশি ট্রেড করি। কিন্তু দেখা যায় বেশি বেশি ট্রেড করার কারনে বেশি লস হয়ে অ্যাকাউন্ট জিরো হয়
-
লোভের বসে ট্রেড করলে মার্কেট যদি একবার আপনার বিপরীতে যায় তাহলে আপনার ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । ব্যলেন্স শূন্য হওয়ার নানাবিধ কারনের মধ্যে না বুঝে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট না করা, মার্কেট এ্যনালাইসিস না করা, বড় লটে ট্রেড করা,
-
একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারণ হলো অপরিণামদর্শী ট্রেড করা এবং ক্ষমতার বাহিরে ভলিউম ব্যবহার করা। এগুলোর পেছনের মূল কারণ হচ্ছে প্ল্যান ব্যাতিত আবেগী হয়ে ট্রেড করা। এর থেকে নিরাপদ থাকার উপায় হলো স্টপ লস সহ একটা স্ট্রাটেজি দাড় করানো, অতঃপর তা ব্যাকটেস্ট অবশ্যই কিছু দিন প্রাকটিস করা, তারপর স্ট্রং একটা মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড শুরু করা।
-
একউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় কারণ আমার মতে আবেগ। প্রাইস বাড়তে দেখলে বাই, কমতে দেখলে সেল, একটু লাভ দেখলেই ক্লোজ, আবার লস হচ্ছে দেখেও ট্রেড হোল্ড করা, ট্রেড প্রফিট করবেই এমন আত্মবিশ্বাস নিয়ে বিশাল লটে ট্রেড ওপেন করা, টেক প্রফিট হিট করতেই হবে এমন প্রবণতা থেকে স্টপ লস না দেয়া সবই হয় ওই আবেগের কারণে।
-
একাউন্ট জিরো হওয়া অনেক বড় একটা সমস্য । অাসলে অনেক কারণে একাউন্ট জিরো হতে পারে । বিশেষত আমাদের অদক্ষতার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণে একাউন্ট জিরোর সম্ভাবনায পড়ে যায় । ট্রেডারের অদক্ষতা ব্যাতিতও এ ক্ষেত্রে যে বিষয়টা অত্যধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হল মার্কেটের অবস্থা বুঝতে পারা । কেননা মার্কেটের প্রতিকূল অবস্থা অনেক ক্ষেত্রে একাউন্ট জিরো করে দিতে পারে ।
-
বেশি লট নিছি এই জন্যই আমার একাউণ্ট ১৩ টা ০ হইছে
-
ব্রোকার যত ভালই হোক, আমার তেমন কোন কাজে আসবে না। তবে কিছু কিছু জিনিসের জন্য আমাকে অবশ্যই ব্রোকারের উপর নির্ভর করতে হয়। আর ব্রোকার যত সুবিধাই দিক, লাভ তো আমাকেই করতে হবে। আমার এনালাইসিস যদি ভাল না হয় তবে ব্রোকার আমার লস ঠেকাতে পারবে না। তাই ব্রোকার নিয়ে বেশি চিন্তা না করে পিপ শিকারের দিকে বেশি মনোযোগী হওয়া উচিত।
-
এ্যাকাউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় কারন হল আমাদের লোভ এবং অভিজ্ঞহীনতা। ফরেক্স এ সফল হতে হলে আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। ডেমোর ভুল গুলো খুজে বের করে তা সংশোধন করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা আমাদের লোভের কারনেই আমাদের এ্যাকাউন্ট জিরো করে ফেলি। তাই কখনোই লোভ করা যাবে না।
-
আমি মনে করি আপনি যদি সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান লাভ করতে না পারেন এবং সেই অবস্থায় ফরেক্সে ইনভেস্ট করে এখান থেকে আয়ের চেষ্টা করেন তা হলে আপনার সেই অদক্ষতার কারনে যেকোনো সময় আপনি বড় ধরনের লসের মাধ্যমে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট জিরো করে ফেলতে পারেন।
-
আমার জানা মতে ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয়। ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে।
-
এ্যাকাউন্ট জিড়ো হবার কারণ হল লোভ । যে ট্রেডার লোভ বেশী করে সে অবশ্যই ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে । অামরা এই লোভ থেকে দূরে থাকব তাহলেই সফলকাম হতে পারব । আর আপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার ক্ষমতা রাখতে হবে । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার ক্ষমতা রাখব ।
-
ফরেক্স এ একউন্ট জিরো হওয়ার সব চেয়ে বড় কারন হল লোভ করে বেশী লটে ট্টেড করা। দক্ষতা ও অভজ্ঞতার অভাব। এছাড়া মার্কেট এনালাইসিস না করে ট্টেড করা। মানি ম্যানেজমেন্ট না করে ফরেক্স করা ইত্যাদির কারনে একাউন্ট জিরো করা।
-
ফরেক্স ট্রেডিং এ একাউন্ট জিরো হওয়ার পিছনে সবচাইতে বড় কারন ওভারট্রেড করা এবং অনভীজ্ঞতা দেখা যায় সারা দিনে অনেক গুলো ট্রেড ওপেন করেছি এবং অনেক প্রফিট ও করেছি তারপর কনফিডেন্স লেভেল বেড়ে যায় পরে আরও ট্রেড নিয়ে একাউন্ট জিরো করে পেলি ।
-
আমি মনে করি অ্যাকাউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় কারন হল লোভ করা। এ পজন্ত যে কইতি অ্যাকাউন্ট জিরো হইছে তার কারন হল লোভ সামলাতে না পারা। ফরেক্সে ত্ত্রেদ করে আয় করা যায় এই তুকু জেনে অনেকে ট্রেড ওপেন করে কিছুটা হয়ত লাভ করে না বুজে তারপর আর বেশি ত্ত্রেদ ওপেন করে তাদের অ্যাকাউন্ট জিরো করে ফেলে।
-
ফরেক্স মার্কেট এ বিনা পূঁজিতে ট্রেড করার জন্য আমরা ফরেক্স ফোরাম এ পোস্ট করি।জার বিনিমই আমরা ফোরাম থেকে বোনাস পাই। আর এই বোনাস পেতে হলে আমাদের কে ফোরাম এর কিছু নিয়ম মেনে চলতে হবে। আর যদি আমরা ফোরাম এর নিয়ম না মেনে পোস্ট করি তাহলে ফোরাম আমাদেরকে ব্যান্ড করে দিবে। তাই ফোরাম এ পোস্ট এর জন্য আমারা ফোরাম এর নিয়ম মেনে ছলতে হবে। তাই আগে জানুন তারপর পোস্ট করুণ।ধন্যবাদ...। ।
-
আমি মনে করি অ্যাকাউন্ট জির হবার সব থেকে বড় কারন টা হল অধিকাংশ ট্রেডার ট্রেড করার সময় কখনই স্টপ লস ব্যবহার করে না। আর এটাই সব থেকে বড় ভুল অন্যদিকে মানি ম্যানেজমেন্ট এর একটা বিষয় আছে কিন্তু ধিকাংশ ট্রেডার মানি ম্যানেজমেন্ট না করেই ট্রেড করে ফলে একাউন্ট কিছক্ষনের মধ্যেই জিরো হয়ে যায়।
-
আমাদের সমস্যা হল যে আমরা কোন কিছু না দেখে না বুঝে একটা দিয়ে পরে আমরা আফছ্ছ করি যে কী করলাম। ঠিক ফরেক্স আমরা এই ভুলটা করে থাকি। এছাড়া অনেকেরই ফরেক্স সমস্ধে অভিজ্ঞতা নেই যে কী ভাবে ট্টেড করলে আমাদের লাভ হবে তা জানা নেই এবং এনালাইসিস না দেখে মানিম্যানেজমেন্ট না মেনে ট্টেড করলে একাউন্ট জিরো হয়ে যায়।
-
একাউন্ট যিরো হবারে মূল কাওরন হছে অনভিজ্ঞ। ফরেক্স এ শিউর ভাবে টাকা আয় করা না গেলেও গড় ভালো আয় করা যায়। এখানে লাভ এবং লস দুই ক্ষেত্রে বিশেষ রয়েছে। আর দক্ষ না হলে ফরেক্স এ টিকে থাকা সম্ভব নয়। ফরেক্স থেকে দ্রুত আয় করা যার। মার্কেট না বুজলে যে কেউ একাউন্ট জিড় করে ফেলতে পারে।
-
একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারন হলো লোভ করা।আর তাছাড়া আমার কাছে মনে হয় মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপুর্ন একটা বিষয় ব্যালান্স জিরো হবার ক্ষেত্রে ।কেউ যদি মানি ম্যানেজমেন্ট না দেখে ট্রেড করে তবে তার ব্যালান্স জিরো হবে ।আমার কাছে মনে হয় লোভ কে যে কন্ট্রোল করতে পারবে সেই সফল হতে পারবে তার কখনো ব্যালান্স জিরো হবে না।
-
অ্যাকাউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় কারন হচ্ছে মানি ম্যানেজমেন্ট না করা। আর লোভের কারনেও অ্যাকাউন্ট জিরো হয়ে থাকে। এ দুটি জিনিস থেকে দূরে থাকতে পারলে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা মোটেও নেই। আবেহকে আশ্রয় দেওয়ার কারনেই এমনটি হয়ে থাকে। সুতরাং আবেগ থেকে দূরে থাকুন। মামি ম্যানেজমেন্ট করুন। নিজের জ্ঞানকে কাজে লাগান। ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আহরন করুন। আশা করি ফরেক্স ট্রডিং করতে কোন সমস্যা হবেনা।
-
ফরেক্স ট্রেডিংয়ে অ্যাকাউন্ট একেবারে জিরো হওয়ার পেছনে অবশ্যই ট্রেডিংয়ে অদক্ষতা এবং অনভিজ্ঞতাই দ্বায়ী তবে এটি প্রধান কারন নয় আরও একািট কারন রয়েছে আর তা হল ফরেক্স ট্রেডিংয়ে লোভই আমাদের বড় শত্রু যা আমাদেরকে ট্রেডিং জ্ঞানের বাইরে নিয়ে গিয়ে ট্রেড করতে উদ্ভদ্ধ করে এবং অ্যাকাউন্ট ব্যালেন্স যার ফলে জিরো হয়ে যায়।:ok:
-
ফরেক্স খুব ভালো বিনিয়োগের বাজার হলেও ফরেক্স খুব ই ঝুঁকিপূর্ণ । না বুজে ফরেক্স এ ট্রেড করে হয়তো সাময়িক কিছু টাকা উপার্জন করা যায় কিন্তু ফরেক্স মার্কেট এ টিকে থাকা যায় না । ফরেক্স এ সবচেয়ে অনাকাঙ্খিত বেপার হলো একাউন্ট জিরো হয়ে যাওয়া । আমরা লোভের বশবতী হয়ে অনেক বেশি মুনাফার জন্য বেশি ঝুঁকিপূর্ণ ট্রেড করে থাকি এবং মার্কেট বিপরিধ দিকে গেলে আমাদের একাউন্ট জিরো হয়ে যায় । বিশেষ করে নতুন ও কম মূলধনের বিনিয়োগকারীর একাউন্ট জিরো হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় ।
-
একাউন্ট জিরো হবার অনেক গুলো কারন হতে পারে। যেমন: আপনার ট্রেডটি লস হতে শুরু করেছে দেখে আপনি সজ্জ করতে পারছেন না ওই ট্রেড এর বিপরীত দিকে বেশি করে ভ্যালু ধরে আরেকটি ট্রেড ওপেন করলেন কিন্তু কি হল ট্রেড ওপেন করার সাথে সাথেই আবার বিপরীত দিকে মার্কেট যাওয়া শুরু করলো তখন আপনার নতুন ট্রেডটিতেও লস হয়ে গেল আগেরটাতে তো লস হয়েছেই কোন ভাবেই আপনি আর লস ছাড়া ট্রেড ক্লোজ করতে পারবেন না। তাই মাথা গরম না করে ভেবে-চিন্তে ট্রেড ওপেন ও ক্লোজ করতে হবে।
-
একাউন্ট জিরো হবার অনেক কারন আছে, তার মধ্যে কিছু কারন থাকে খুব গুরুত্বপূর্ণ।বেশির ভাগ মানুষের মধ্যে এখন লোভ কাজ করে, আমি মনে করি একাউন্ট জিরো হবার বিসেশ কারন হচ্ছে মানিমেজমেন্ট সেভ না করার কারন টা সব থেকে বড়,আর একটা বড় কারন আছে সেটা হচ্চে , যদি একটা ট্রেড লস হয় তাহলে আমরা উঠে পড়ে লাগি খুব তারাতারি ওই লস টাকে ফিরে আনারা জন্য, এই টা মনে করে আবার মার্কেট না বুঝে আবুল তাবুল ট্রেড দিয়া বসি,তার পর আবার আরও বেশী লসের সামনে দারাই, এই ভাবে আমরা একাউন্ট জিরো করে থাকি।।
-
হে ভাই বেশির ভাগ ট্রেডার গনেই লোভ কে সংবরন করতে না পেরে নিজেদের অ্যাকাউন্ট জিরো করে ফেলে যদি ও এইরকম অভিজ্ঞতা আমার এখনও হয়নাই কারন আমি এখনও ডেমু দিয়ে প্রাকটিস করতেসি ।আমি আমার আসল পরীক্ষা দিতে পারবো যখন লাইভ অ্যাকাউন্ট দিয়ে ট্রেডিং শুরু করবো তখন আশা করি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারবো
-
আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে নিজেকে সহজেই চিনতে পারি যে আমরা একেকজন কত বড় বড় লোভী৷এই লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরো হওয়ার মূল কারন হল লোভ করা। এছাড়া বেশী লটে ট্টেড করা, মারি ম্যানেজমেন্ট ফলো না করা । সাধারনত এগুলো কারলে ফরেক্স একাউন্ট জিরো করে থাকে।
-
আমি মনে করি একাউন্ট জিরো হবার জন্য একটা ভুল ট্রেড আপনাকে ফতুর করে দিতে পারে | আমি মনে করি দক্ষতা ছারা ফরেক্স করলে লস ছারা লাভ হয় না |কারন ফরেক্স মাকেট হল রিক্সি মাকেট ফোড়েক্স আপনাকে ফতুর করে দিতে পারে |
-
একাউন্ট জিরো হওয়ার অনেক কারন রয়েছে। তার মধ্য সবচেয়ে বড় কাওরন হছে ওভার ট্রেড। আবার তার মধ্য আছে লট সাইজ। মানুষ সব সময় প্রফিট এর চিন্তা করে থাকে। আর সেই চিন্তা মাথায় রেখে বড় লট সাইজ মেরে একাউন্ট দ্রুত জিরো করে ফেলে।
-
একাউন্ট জিরো হওয়ার সব চেয়ে বড় করন হলো ফরেক্স এ আপনার অভিজ্ঞতা কম। দ্বীতিয় কারণ হলো আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করেননি তাই আপনার একাউন্ট জিরো হয়ে গেছে। আপনার ট্রেডটা লস এ আছে তার পরেও অাপনি আরো একাধিক ট্রেড ওপেন করেছেন। মার্কেট এ্যানালাইসিস না করেই ট্রেড ওপেন করা বড় একটা কারন।
-
আমি এক সপ্তাহে লাভ করি পরের সপ্তাহে তা লস করি। এটার কারন হলো ওভার ট্রেড। লোভ ও আছে বিধায় বেশী প্রফিট করতে যেয়ে আর ও লস করি। তারপর লাভের ট্রেডগুলো যখন লসে চলে যায় তখন সবচেয়ে আর ও খারাপ লাগে। রাগের মাথায় বড় ট্রেড করে একাউণ্ট এর অবস্থা খারাপ করে ফেলি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ একাউন্ট জিরু হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে লোভ করা।লোভ এত খারাফ যে আপনি যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় লোভ করেন তাহলে আপনি আপনার সব কিছুই হারাবেন।একাউন্ট জিরো হবার কারন হলো বেশি লোভ করে অসয়ে ট্রেড করা।বেশি ঝুকি নিয়ে বেশি লিভারেজ নেয়া।একসাথে একাধিক ট্রেড করতে গিয়ে সঠিক মারকেট এনালাইসেস করতে ভুল করা যদি লস হতো তাহলে মনে করতাম মার্কেট এই বুঝি আবার ব্যাক করবে তাই ভেবে বেশি বেশি ট্রেড দিতাম।শেষে পরিণতি একটাই একাউন্ট জিরো তাই ফরেক্স বিজনেস এ মানি ম্যানেজমেন্ট একটা প্রয়োজনীয় বিষয়।
-
ফরেক্স মার্কেটে একাঊণ্ট শূন্য হওয়া পিচনে অনেক কারন থাকতে পারে।ফরেক্স একাউন্ট জিরো হওয়ার যতগুলো কারন আছে তার মধ্যে ওভার ট্রেডিং হচ্ছে প্রধান কারন। কোন ট্রেডার যদি অবিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করতে যায় এবং মানি মেনেজমেন্ট না জেনে ট্রেড করে তাহলেও একাউন্ট জিরো হতে পারে।
-
ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারণ হচ্ছে লোভ আর ধৈর্য্য। কারণ আপনি যদি একবার লোভের ফাদে পা দিয়েছেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফরেক্স মার্কেটে এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আর কোন ট্রেড যদি অভিজ্ঞতা ছাড়া ওপেন করেন অথবা মানি ম্যনেজমেন্ট এর দিকে খেয়াল না করে বড় লটে ট্রেড ওপেন করেন তাহলে আপনার এ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি জিরো হবে।
-
অ্যাকাউন্ট শূণ্য হওয়ার মূল কারন হলো লোভ। যখন আপনি একটি ট্রেডে লস করেন তখন আপনার উচিৎ* একটু ব্রেক দেয়া কারন তখন মানসিক অবস্থা কারোই ভালো থাকে না। কিন্তু আমরা আবার অ্যানালাইসিস ছাড়া ট্রেড করি এবং আবার লস করি। এরপর আমরা দ্রুত লট সাইজ বৃদ্ধি করতে থাকি। যেটা ফরেক্স ব্যাবসার জন্য মারাত্মক। এর কিছু সময় পরে আমরা মার্জিন কল পাই যার অর্থ আপনার অ্যাকউন্ট আর ট্রেড করার অবস্থায় নেই।
-
এ্যাকাউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে লোভ এবং ধৈর্য্য। এই দুটো জিনিস যে কন্ট্রোল করতে পারবে সেই ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবে। আর যদি আপনি লোভকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার এ্যাকাউন্ট খুব তাড়াতাড়ি জিরো হয়ে যেতে পারে। এছাড়াও আপনাকে ফরেক্স সম্পর্কে মার্কেট এনালাইসিস, জ্ঞান ও দক্ষতা, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে আপনি ভাল মুনাফা অর্জন করতে পারবেন।
-
একাউন্ট জিরো হবার পিছনে অনেকগুলো কাজ দায় থাকতে পারে । তবে আমার কাছে যে ব্যাপারটাকে মেজর বলে মনে হয় সেটা হল লোভ । যখনই আমার মাঝে লোভ কাজ করে তখন আমি বড় লটে ট্রেড ওপেন করি । আমার একাউন্ট জিরো হবার সবচেয়ে বড় কারন এটিই । তবে আপনাদের বেলায় অন্য কিছুও ঘটতে পারে ।