মার্কেট এনালাইসিস ট্রেডিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। মার্কেট এনালাইসিস না করে ট্রেডিং করা মানে হল আন্দাজে ট্রেডিং করা আর আন্দাজে ট্রেডিং করার ফল কখনই ভাল হয় না। ফরেক্সে ট্রেডিং করলে অনেক বেশি পরিমানে নিজের প্রতিটা ট্রেডের যথেষ্ট বিশ্লেষণ করা উচিত । কেননা প্রতিটা ট্রেডের যদি যথোপুযক্ত বিশ্লেষণ করা না হয় তবে অনেক বেশি পরিমাণে লসের সম্ভাবনা থাকে ।