অামার পরিবার থেকে কোন বাঁধা নেই ,অামি অামার সম করে তাদের কে বুঝিয়ে নিয়েছি ।শুধু ফরেক্স কেন যেকোন ব্যাপারে পজেটিব ,তাদের ১টা অাদেশ অামি যেন চিন্তা ভাবনা করি প্রয়োজনে যেন তাদের পরামর্শ. নিই
Printable View
অামার পরিবার থেকে কোন বাঁধা নেই ,অামি অামার সম করে তাদের কে বুঝিয়ে নিয়েছি ।শুধু ফরেক্স কেন যেকোন ব্যাপারে পজেটিব ,তাদের ১টা অাদেশ অামি যেন চিন্তা ভাবনা করি প্রয়োজনে যেন তাদের পরামর্শ. নিই
আমার পরিবার আসলে আমাকে ফরেক্স শিখার ক্সেত্রে কখনই বাধা দেয়নি বরং আমি ফরেক্স ট্রেডিং শিখার জন্য একটি ফরেক্স ট্রেডিং সেন্টারে ভর্তি হয়েছিলাম এবং আমার পরিবার আমাকে ফরেক্স শিখার জন্র সকল ফিন্যানশিয়াল হেল্প করেছিল আর সেই জন্য আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ।
আমার পরিবারের কোনো মতামত নেই,এর কারন হল আমি কি করি এটা তারা জানে না।আমার আশা হল আমি আমার লাইফে কি করব এটা কেউ জানেবে না,তাই আমি চাই আমাকে আমার মত সাজাতে।আর আমি আশা করি আমি যদি আমার পরিবারকে জানাই যে আমি ফরেক্স করি ,তাহলে তারা আমাকে নিষেধ করবে।
আমি যখন ফরেক্সে কথা বলি অামার পরিবারের সদস্যরা ফরেক্স করতে নিষেধ করেন। আমাদের এলাকার একছেলে অনেক টাকা লস করে। অন্য ভাবে টাকা ইনভেষ্ট করা যায়।
আমি যখন ফরেক্সের গুন সম্পর্কে পরিবারে বলি তখন পরিবার থেকে ফরেক্সে কাজ করার জন্য আমাকে সহযোগিতা করে কারণ ফরেক্সের মাধ্যমে আর্থিক দিক থেকে অনেক সুবিধা পাওয়া যাই আমার পরিবার আমাকে ফরেক্স শিখার জন্র সকল ফিন্যানশিয়াল হেল্প করেছিল আর সেই জন্য আমি আমার পরিবারের কাছে কৃতজ্ঞ।
আসলে একসময় ছিল যখন শুধু ঘরে বসে থাকতাম কোন কাজ করতাম না তখন শুধু ল্যাপটপের সামনে বসে থাকা দেখে ঘরের অনেকেই আমার উপর ক্ষিপ্ত হতো। আমার এই কাজকে কেউ পছন্দ করত না। কিন্তু এখন সবাই মোটামুটি আমার একাজটিকে সবাই পছন্দ করে এবং সমর্থন ও করে। কারন এটি আমাকে স্বাবলম্বি করেছে।
ফরেক্স মার্কেটে আমি যখন নতুন আশি তখন আমার পরিবার আমাকে অনেক কিছু বলত তখন আমার পরিবার আমাকে ফরেক্স করতে নিশেদ করত কিন্তু এখন আমার পরিবার আমাকে ফরেক্স করতে সাপোর্ট দেয় এবং আমার পরিবার আমাকে উতসাহ দেয় কারন ফরেক্স মার্কেটে আমি এখন সফল ফরেক্স থেকে আমি আয় করতে পারি।
ত।আমার পরিবার আমার ফরেক্স করতে আগে সাপোর্ট করত না কিন্তু এখন আমার পরিবার আমাকে সাপোর্ট করে তাই আমি এখন পরিবারের সাপোর্ট পাওয়াতে ফরেক্স ট্রেড করে আমি আর সাফলতা করতে পারছি কারন কারো সাপোর্ট পাওয়া গেলে ফরেক্স করে ভাল করা যায়।
আমার পরিবার আমার এই কাজটি কে বেশি সমর্থন করে। কারন আমরা ফরেক্স মার্কেট এ বিনা পুঁজিতে ট্রেড করতে পারি। আমরা ফরেক্স মার্কেট এ সারাদিন ট্রেড করতে পারি। আমরা ফরেক্স মার্কেট এ আনলিমিটেড আয় করতে পারি। আমারা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আমাদের মূল্যবান সময় কে কাজে লাগাতে পারি। বর্তমানে ছেলেমেয়েরা ইন্টারনেট এ ভিবিন্ন খারাফ কাজ করে কিন্তু আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করার কারনে এর থেকে দুরে থাকি।
হা আমার পরিবার আমার এই ব্যবসায় আমাকে সমর্থন করে কারন আমি ছাত্রজীবনে অবসর সময়ে লেখাপড়ার পাশাপাশি ফরেক্স মার্কেটের ব্যবসা করে আয় করতে পারছি। এবং আমার নিজের খরচ নিচে যোগাড় করতে পারছি তাই আমার পরিবার আমার এই ব্যবসায় আমাকে সাহায্য করে এবং আমাকে সমর্থন করে।
অবশ্যই আমার পরিবার এই ব্যবসাকে সমর্থন করে কারণ ফরেক্স একটা উন্নত ব্যবসা এখানে খুব ভালো করে কাজ করতে পারলে এখান থেক্লে খুব অল্প সময়ে অনেক টাকা আয় করা সম্ভব ার এর জন্য ফরেক্স মার্কেট সম্পর্কে আমদের খুব জ্ঞান অর্জন করতে হবে ার এটা সম্পূর্ণ রিয়েল ব্যবসা এজন্য আম্র পরিবার এটাকে সমর্থন করে
আমার পরিবার ফরেক্স করার জন্য আমাকে সমর্থন করে । ছাত্র জীবনে পড়াশুনার পশাপাশি আমি এই ব্যবসার মাধ্যমে কিছু টাকা আয় করতে পারি নিজের হাত খরচ নিজেই চালাচ্ছি তাই তারা এই ব্যবসার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে । আমার পরিবারের সমর্খেনের জন্য ই আমি ভাল ভাবে ট্রেড করতে পারছি ।
আমার পরিবার এই ব্যবসাকে সমর্থন কেন করবে না !!! এটা সত্য যে এই মার্কেট এ রিস্ক আছে তবে আমার মতে সব ব্যবসাতেই রিস্ক থাকে তাই বলে কি কেও রিস্ক গ্রহন করে না তবে পরিবার এর সবাই একটু ভয়ে থাকে আর এটাই স্বভাবিক। তবে এখন আমরা যেই সুবিধাটা পেয়েছি ইন্সতাফরেক্স এর ফোরাম থেকে যেটা একটু কষ্টের বিনিময়ে আমরা মাস শেষে যেই পোস্টিং বোনাস পাই সেটা দিয়ে কিছু টাকা আর্ন করতে পারছি আর তাতে পরিবার এর কেও কিছু বলছে না এবং এই ক্ষেত্রে তারা আমাকে সমর্থন করছে।
আমি যখন প্রথম এই ব্যবসা সমন্ধে জানি তখনি আমি আমার পরিবারকে ফরেক্স সম্পকে জানাই। প্রথমে আমার মা আমাকে ফরেক্স করতে দিতে চাই নি কিন্তু আমার বাবা সব সময় আমাকে সাপোট দিয়েছেন। আমার বাবা আমাকে সব সময় বলতো যে রিস্ক না নিলে কোন কিছুই সম্ভব না। তিনি আমাকে আরো বলতেন যে ধৈয্য সহকারে লেগে থেকে সামনের দিকে এগিয়ে যাও সাফল্য একদিন আসবেই।
আমি যখন ফরেক্স মারকেটে প্রথম ফরেক্স মারকেটে আশি তখন আমার পরিবার ফরেক্স মারকেটে ব্যবসা করায় কন সমরথন ছিল না তাই আমি ফরেক্স সম্পরকে ভাল অভিজ্ঞতা অরজন করে জ্ঞান অরজন কর্বে যখন ফরেক্স মারকেটে ভাল আয় করতে পারি তখন পরিবার আমার সমরথন করে।
পরিবারের শিক্ষা দ্বারা মানুষ আস্তে আস্তে বড় হতে পারে । পরিবারই হচ্ছে কোনকিছু শেখার মূল কেন্দ্রবিন্দু । তাই আমার বাবা মা ভাই বোন সবাই আমাকে উৎসাহ যোগায় এ কাজের জন্য । আমার পরিবারের জন্যেই আমি এ পর্যন্ত আসতে পেরেছি । ফরেক্স ব্যবসাটা হল এমন একটা ব্যবসা যা কোন ব্যক্তি যদি উৎসাহ না দেয় তাহলে জমে উঠে না । তাই সকলের পরিবারের উচিত হবে যে , আমা যারা এই ফরেক্স ব্যবসায় আছি তাদের সকলকে উৎসাহ যোগানো ।
আমি ফরেক্সে নতুন কাজ করছি আর আমার পরিবার এখনও বিষয়টা ভাল করে জানেনা তবে আমি আশা করি তারা বিষয়টি জানলে অমত করবেন না কারণ ফরেক্স তো কোন খারাপ কিছু না । আমি আশাবাদী তারা জানার পর ফরেক্স করতে আমাকে আরও উতসাহিত করবে।
আমার পরিবার আমার এই কাজে সব সময়ই সমর্থন দিয়ে এসেছে আর আমার এই কাজের অনুপ্রেরনা হল আমার ছোট আংকেল তিনি অনেক আগে থেকেই ফরেক্সে ট্রেড করছেন তিনি অনেক দক্ষ একজন ফরেক্স ট্রেডার আর ফরেক্সে আমার হাতেখড়ি মূলত তার হাত ধরেই সুতরাং পরিবারের অসমর্থন করার প্রশ্নই আসে না।
আমার পরিবার আসলে ফরেক্স সম্পরকে তেমন কিছু ধারনা নেই তাই তার তেমন কিছু বলে না,শুদু বলতে চাই আর কত কিছু করবা,তবে আমি মনযোগ সহকারে কাজ করে যাচ্ছি আশা করি ভাল কিছু করতে পারব,কেননা আমি যার কাছ থেকে প্রশিক্ষন নিয়েছি উনি আমাকে অনেক সাহায্য করতেছে যা আমার ভাল দিক হিসেবে ধরে নিতে পারি।
আমার পরিবার ফরেক্স কে সমর্থন করে না। কারণ আমি শেয়ার মার্কেটে আমি অনেক টাকা লস করে ফেলেসি তাই আমার পরিবারের সদস্যরা মনে করে ফরেক্স মার্কেট শেয়ার মার্কেটের মত।
ফরেক্স করতে গেলে অবশ্যই পরিবারের সমর্থন দরকার। তা না হলে আপনি সফল হতে পারবেন না। আমার পরিবার আগে আমি যখন শিক্ষানিবেশ অবস্থায় ছিলাম তখন সমর্থন করত। কিন্তু এখন পুরোপুরি সমর্থন করে না। এই সমর্থন না করার কারন আমার অধিক পরিমান লস। আমি জানি আমি যখন সফল হব, তখন আবার তারা আমাকে পূর্ন সমর্থন দিবে।
আমার পরিবারের লোকজন চাকুরী কেই বেশি প্রাধান্য দেয়। যদিও তারা ফরেক্স সম্বন্ধে জানে। কিন্তু অতি মাত্রায় ঝুঁকি আছে বলে তারা আমাকে চাকুরী পাশাপাশি ফরেক্স করতে উতসাহ দেয়। আমি চাই ফুল টাইম ফরেক্স ট্রেডার হতে। তবে পরিবারের কথা আমাকে রাখতে হবে। কাং্খিত মাসিক মুনাফা যখন প্রতিনিয়ত আসবে তখন চাকুরী ছেড়ে দিয়ে ফরেক্সকে ফুলটাইম প্রফেশন হিসেবে নিব।
আমার পরিবারের সবাই ফরেক্স সমর্থন করে । তারা এ ব্যবসায় অনেক খুশি । তারা ফরেক্স সম্পর্কে অনেক কিছু জানে । ফরেক্স এর ব্যবসা সম্পর্কে তারা আমাকে অনেক উৎসাহ এবং অনেক সাহায্য করে । আমি তাদের উপর অনেক খুশি এই কারনে যে তারা আমাকে ফরেক্স এর কাজ করতে মানা করে না । তারা চায়, আমি পড়াশুনার পাশাপাশি ফরেক্স এ কাজ করি ।
ফরেক্স বেবসাতা আমি আমার অবসর সময়ে করে থাকি , এবং আমি ফরম পোষ্টিং করে এ ব্যবসা করে থাকি ,যার ফল আমার ঘর থেকে কন টাকা আনতে হয় না ফরেক্স এ বিনিয়োগ করার জন্য । আর ব্যবসা করলে পরাশুনার কোন ক্ষতি হয় না । প্রতিদিন কয়েক ঘন্টা সময় দিয়ে এ ব্যবসা করা যায় । যার ফলে আমার পরিবার আমাকে এটি করতে সমর্থন করবে
আমি ফরেক্স সম্পর্কে কিছু দিন আগে জানতে পারি।এখন আমি ফরেক্সে রোজ কাজ করি। আমার পরিবারের কেউ এখনো ফরেক্সে কাজ করে না তবে তারা আমাকে কোনো বাধা দেয় না। ফরেক্স না করার কথাও বলে না।আর তাই আমি তাদেরকে ফরেক্সের আওতায় আনার চেষ্টা করতেছি।
আমি একজন কলেজে পড়ুয়া ছাত্র । পড়া বাদেও আমার অনেক সময় থাকে তাই আমি পড়ার পাশাপাশি কিছু করতে চেয়েছিলাম । তবে আমার পরিবার আমাকে বলেছিল যে লেখাপড়া ঠিক রেখে তুমি যা করতে পার । তখন আমি দেখলাম যে ফরেক্স ব্যবসা যখন ঘরে বসে যেকোন সময় করা যায় তাহলে আমি লেখা পড়ার পাশাপাশি ফরেক্স ব্যবসা করতে পারি । এসুবিধা দেখে আমার পরিবারও আমাকে ফরেক্স ব্যবসায় সাপট দিয়ে যাচ্ছে ।
আমার পরিবার এই ব্যবসা সমর্থন করে । কারন এটা আমি আমার অবসর সময়ে করে থাকি , এবং আমি ফরম পোষ্টিং করে এ ব্যবসা করে থাকি ,যার ফল আমার ঘর থেকে কন টাকা আনতে হয় না ফরেক্স এ বিনিয়োগ করার জন্য । আর ব্যবসা করলে পরাশুনার কোন ক্ষতি হয় না
আমার পরিবারকে আমি এখনো জানায়নি যে আমি ফরেক্স ব্যবসা করি। তবে যদি আমি ফরেক্স থেকে ভালো ইনকাম করতে পারি আর আমার পরিবারকে আমি জানায় যে আমি ফরেক্স ব্যবসা করি আর এই ব্যবসা থেকে আমি অনেক ভাল আয় করতেছি তাহলে তারা এই ব্যবসা মেনে নিবে। তাই ফরেক্স থেকে ভালো কিছু করতে পারলে আমার মনে হয় সবার পরিবার ফরেক্স ব্যবসা মেনে নিবে।
ফরেক্স এমন একটি ব্যবসা, যা খুব সহজে অনেকে বুজতে পারেনা । আমার পরিবার এটি সমর্থন করবে কিভাবে ? তারাতো ফরেক্স ব্যবসা কি এটিই বুজেনা । ফরেক্স ব্যবসা বুজতে হলে সেই ব্যক্তিকে আগে শিক্ষিত হতে হবে, কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে, তারপর বিশ্বের অর্থনৈতিক লেনদেন সম্পর্কে ধারণা থাকতে হবে। কিন্ত আমার পরিবারের কারো এই সবগুলো পরিপূর্ণ ভাবে নেই, তাই তারা আমার ব্যবসায় সমর্থন দিতে পারছেনা।
আমি একজন ছাএ। আমি
ছাত্রজীবনে অবসর সময়ে লেখাপড়ার পাশাপাশি ফরেক্স মার্কেটের
ব্যবসা করে আয় করতে পারছি। যা আমার পড়ালেখা ও কোন প্রব্লে।করছে না।তাই আমার পড়িবার আমার সাপোর্ট করছে।
হ্যাঁ আমার পরিবার আমার এই ব্যবসাকে সমর্থন করে। কারন আমি লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে থাকি। এই কাজের মাধ্যমে আমি আমার দৈনন্দিন জীবনের চলার খরচ মেটাতে পারছি।
আসলে আমার পরিবারের সাথে সেই ভাবে ফরেক্স মার্কেট নিয়ে আলোচনা হয়নি। তবে আমার যতটুকু আমার ধারনা আমার পরিবার যদি ভাল ভাবে ফরেক্স সম্পর্কে জানতে পারে তবে ফরেক্স করার জন্য আমাকে সমর্থন করবে।
যদি বর্তমানের কথা বলি বর্তমানে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে ফরেক্স এর জন্য.কিন্তু একটা সময় ছিল যখন আমর ফ্যামিলি আমাকে এ কাজের জন্য সাপোর্ট করতনা.তখন আমি পরা-শোনার পাশা-পাশি ফরেক্স করতাম.তারা ফরেক্স এর জন্য আমর স্টাডি নষ্ট হয়ে যায় কিনা সেই ভীতি তে থাকত.যখন দেখল ফরেক্স স্টাডি তে তেমন প্রভাব ফেলছেন এবং পার্ট-টাইম জব হিসেবে ফরেক্স অত্যন্ত ভালো তাই এখন সমর্তন করছে.
ফরেক্স ব্যবসা করতে আমার পরিবার আমাকে সমর্থন করেছেন। ফরেক্স এমনি ব্যবসা যে ব্যবসা করতে হলে আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করতে হবে। আমি চাই ফরেক্সের ট্রেড সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করে একজন ভালো ট্রেডার হতে।
আমার পরিবার অবশ্যই আমাকে সাপোর্ট করে কারন পরিবারের সমস্ত বিষয়ে আমি খেয়েল রেখেই তারপর ফরেক্স ট্রেডিং করি । সব সময় খেয়াল রাখি যাতে কার কোন ধরনের কোন সমস্যার সম্মুখীন হতে না হয় ।
আমার পরিবার এক্সময় ফরেক্স মার্কেটে আশা নিয়ে আমাকে সমরথন করত না কারন ফরেক্স সম্পরকে তাদের ধারনা ছিল ভুল তাই আমার পরিবার আমাকে অনেক কিছু বলত কিন্তু আমি ফরেক্স মার্কেটে যখন থেকে ভাল করতে পারছি তখন থেকে আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট কর এবং আমাকে অনেক সমরথন করে ।
আমার পরিবার ফরেক্স কে সমর্থন করবে কি ভাবে ,কেননা আমার পরিবার ফরেক্স এর কিছুই বুঝে না আর তা ছাড়া আমি আমার পরিবার এর সাতে ফরেক্স নিয়ে এখনও পর্যন্ত কোন কথা শেয়ার করি নাই,কারন আমি ফরেক্স এ কাজ করছি বছর কানেক হচ্ছে আগে আমি ফরেক্স থেকে কিছু একটা করে দেখাতে পারলে তারপরই তো আমার পরিবার আমার কাছে জানতে চাইবে ,তখন না হয় আমি আমার পরিবারকে ফরেক্স সম্পর্কে বলতে পারব।
প্রথম প্রথম তারা করত না, তারা সবসময় বলত যে ফরেক্স ট্রেডিং এ কোনো ভবিস্যত নেই, তবে তারা আসতে আসতে আমাকে দেখতে থাকে, যে আমি কিছু কিছু করে অল্প অল্প করে টাকা উপার্জন করা শুরু করে, এখন আমি প্রতিমাসে মোটামুটি একটা ভালো টাকা আয় করতে পারি, এবং আমার পরিবারের বাকি সদসরা একঝন এই বেপারটা নিয়ে খুসি, তারা আমাকে সাপোর্ট ও কর.
আমি আমার পরিবারের কারও সাথে ফরেক্স বিষয়ে কোন কথা বলিনি। কেননা ফরেক্স সম্পর্কে তাদের কোন ধারনা নেই। আমার বন্ধুরা এই ব্যাপারে যথেষ্ট উৎসাহী। তারা বেশিরভাগই ফরেক্স করে। তাদের হাত ধরেই আমি ফরেক্সে এসেছি। আমি ফরেক্সে একজন প্রফেশনাল ট্রেডার হতে চাই।
আমার পরিবারকে আমি জানাইনি যে আমি ফরেক্স বেবসা করি ,হে সাপোর্ট এর বেপারে আমি বলি আমার পরিবার আমাকে সাপোর্ট না করার কি আছে হয়ত প্রতমত করবে না কারন আমি তাদেরকে ফরেক্স এর বেপারে আগে কিছুই বলিনি আর আমি যদি আমার পরিবার কে বুঝিয়ে বলি তাহলে নিঃস্বয় সাপোর্ট করবে।