ফরেক্সে স্টপ লস ছাড়া ট্রেড করার পরিনাম ভয়ংক, বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য। স্টপ লস ব্যবহার না করলে খুব তারাতারি ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই প্রতিটা ট্রেড নেয়ার আগে অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিৎ। মার্কেট নিচের দিকে নামতেই পারে বাট আমরা জানি না কতোটা নামতে পারে। এমন হতে পারে একটি লটেই লস করে আমাদের পুরে ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমাদের প্রতিটি ট্রেডে স্টপ লস দিয়ে ট্রেড নেয়া উচিৎ।