-
ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন।ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট তাই ফরেক্স মার্কেট এ সবাই ট্রেড করতে পারে।ছাত্ররা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা খুবই সুন্দর ভাবে ট্রেড করতে পারবে।তারা যদি ট্রেড করে তাহলে তারা আয় করতে পারবে।তারা ট্রেড করে আয় করা টাকা দিয়ে তাদের পরিবার এর পরিচালনা করার পাশাপাশি তাদের পড়ালেখার খরচ বহন করতে পারবে।তারা ট্রেড করে তাদের আর্থিক চাহিদা পূরণ করতে পারবে।তাই আমি মনেকরি ছাত্রজীবনে ফরেক্স মার্কেট এর গুরুত্ব অনেক।
-
ফরেক্স সামগ্রিক অর্থনীতিতে বেপক ভুমিকা রেখে চলেছে । তবে ফরেক্স শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ আয় এর মাধ্যম । ফরেক্স এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় অর্থ আয় করতে পারে । একজন শিক্ষার্থী যদি ভাল ভাবে ফরেক্স ট্রেড করা আয়ত্ত করতে পারে তবে তাকে আর তার অভিবাবকের কাছ থেকে টাকা চাইতে হবে না । কিংবা নিজের প্রয়োজন মিটানোর জন্য কাউকে প্রাইভেট পরাতে হবে না বা কোনো কষ্ট সাধ্য পার্ট টাইম কাজ করতে হবে না। ফরেক্স এর মাধ্যমে সে যেমন খুব সহজে অর্থ আয় করতে পারবে তেমন ই তার পড়াশোনায় ও যথেষ্ট সময় দিতে পারবে ।
-
ছাত্রজীবনে যদি আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি তাহলে আমরা আমাদের জীবন কে খুবই সুন্দর ভাবে সাজাতে পারবো।মনেকরেন আমাদের দেশের অনেক মানুষ আছে যারা তাদের পরালিখা শেষ করে চাকুরীর জন্য গোড়াগুড়ি করে।তখন তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড তাহলে তাদের আর চাকুরীর পিচে ছুটাছুটি করতে হবে না। তারা গড়ে বসে টাকা আয় করতে পারবে।তাই ছাত্রজীবনে ফরেক্স এর অনেক গুরুত্ব রয়েছে।যদি আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করেন তাহলে আপনি আপনার জীবনকে সুন্দর ভাবে সাজাতে পারবেন।
-
ছাত্র জীবনে ফরেক্স করা ভালো কিন্তু পড়াশুনার দিকে আগে লক্ষ্য রেখে ফরেক্স করতে হবে। ছাত্র জীবন থেকে ফরেক্স শুরু করলে অনেক কিছু জানতে পারবে এবং আত্মকর্মসংস্থানের ভুমিকা গ্রহন করবে।
-
ছাএ জীবনে ফরেক্সে একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে, কারন ফরেক্স করে একজন ছাএ তার অর্থনৈতিক চাহিদা পূরন কেরতে পারে, একজন ছাএ যখন খুশি তখন এখানে কাজ করতে পারে,এখানে কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নাই যার কারনে একজন ছাএ যে কোন সময় এ কাজ করতে পারে, ফরেক্স করতে বেসি সময় লাগে না যার কারনে এটি ছাএ দের জন্য গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে, ফেরেক্স করে একজন ছাএ তার নিজের পড়ার খরচ নিজে চালাতে পারে যার ফলে এটি একজন ছাএর জীবনে অনেক গুরুত্ব পূর্ণ !
-
ছাএজীবনে ফরেক্স এর ভূমিকা অত্যন্ত বেশী। এটির মাধ্যমে একজন ছাত্র
আত্তনির্ভরশীল হয়ে ওঠতে পারে। যা কিনা তার পরবর্তী জীবনে ভূমিকা রাখবে।
-
আমার ছাত্র জীবন অনুযায়ী যদি বলি আমার ছাত্র জীবনে ফরেক্স এর ভুমিকা অনেক.এর মাধ্যমে আমি আমার পড়াশোনার খরচ যোগার করতে পারছি.যার ফলে আমার ছাত্র জীবন আমি অতিবাহিত করতে পারছি.স্টাডি এর পাশাপাশি এই ফরেক্স করে আমি স্টাডি এর প্রায় ৪০% খরচ দেই যা আমার জন্য স্টাডি করার পথ সুগম করে তোলে.
-
আমি মনে করি যদি পড়ালেখাকে প্রধান্য দিয়ে পার্ট টাইম জব হিসেবে ফরেক্স কে গ্রহন করা যায় তাহলে আশা করি ফরেক্স ছাত্র জীবনে গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করতে পারবে। কিন্তু রাতা রাতি বড়লোক হওয়ার আশায় যদি কেউ ফরেক্সকে প্রধান্য দেয় আর পড়ালেখাকে পার্টটাইম হিসেবে গ্রহন করে তাহলে ফরেক্স তার জীবনে কোন সফলতা বয়ে আনতে পাবেনা। তাই ছাত্র জীবনের সফলতা ব্যার্থতা নির্ভর করবে একজন ছাত্র এটাকে কিভাবে গ্রহন করছে তার মনোভাবের উপর।
-
I think student life is the best time for be a forex trader. Because when a person complete his /her education he always try for official job. And he can't belief in forex marketing.
Now I want to say something about usa forex signals.Forex stands for foreign exchange, and Forex markets allow for the buying and selling of foreign currencies. We provide 100% profitable forex signals with guaranteed, Forex trading profit signal, Best forex profit signals ,Forex trading signals.Get more information can visit ..1forexsignalsblog.wordpress.com
-
ছাত্র জীবনে ফরেক্স মার্কেট গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে । আমাদের দেশে অনেক ছাত্রছাত্রী আছে যারা বিভিন্ন প্রাইভেট কোমপানিতে র্পাটটাইম চাকুরি করে। পার্টটাইম চাকুরী করার জন্য তাদের কে রুমথেকে রেডি হয়ে অনেক পথ অতিক্রম করে যেতে হয় এতে সময় নস্ট হয়। কিন্তু ফরেক্স মার্কেটে এ ঘড়ে বসেই কাজ করা যায়। এতে করে তাদের সময় নস্ট হবে না।তারা পড়ালেখায় বেশি সময় দিতে পারবে।