হ্যাঁ, আমার প্রিয় ভাই, আমরা এটি শুক্রবারে ব্যবসা করি Friday শুক্রবার এটি ট্রেড করতে কোনও সমস্যা নেই তাই শুক্রবারে আমাদের এটিতে ট্রেড করতে হবে এবং যখনই কোনও ভাল সুযোগ থাকবে তখন আমরা সেই সময়ে বাণিজ্য করব। সাফল্যের জন্য রোপণ করা উচিত
Printable View
হ্যাঁ, আমার প্রিয় ভাই, আমরা এটি শুক্রবারে ব্যবসা করি Friday শুক্রবার এটি ট্রেড করতে কোনও সমস্যা নেই তাই শুক্রবারে আমাদের এটিতে ট্রেড করতে হবে এবং যখনই কোনও ভাল সুযোগ থাকবে তখন আমরা সেই সময়ে বাণিজ্য করব। সাফল্যের জন্য রোপণ করা উচিত
আমি সপ্তাহে ৫ দিন ট্রেড করি কারন আমি মনে করি এই মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সব সময় এখানে একটিভ থাকতে হবে যাতে করে আমরা এখানে থেকে খুব সহজেই লাভ করে যেতে পারি । আমি যদি এই মার্কেট এ একটিভ না থাকি তাহলে মার্কেট সম্পর্কে ধারনা হবে না আর ধারনা না থাকলে আমরা শিখতে পারব না ।
ফরেক্স মার্কেটে সপ্তাহে 5 দিন ট্রেড করা যায়। ফরেক্স মার্কেট শনি ও রবিবার এই দুই দিন বন্ধ থাকে। তাই ছাড়া যেকোনো পাঁচদিন ইন ট্রেড করা যাবে। এমনকি শুক্রবারেও ট্রেড করা যায়।তাই আমরা অনেকেই আছি যে জানিনা যে শুক্রবারে ফরেক্স মার্কেট বন্ধ থাকে। কিন্তু এটা আসলে ভুল ধারণা শুক্রবার ও ফরেক্স মার্কেটে ট্রেড করা যায়।
হা আমি শুক্রবার দিন ট্রেড করি কারন এই দিনে আমার একাউন্ট অনেকবার জিরো হয়েছে তাই বলে আমি আমার ট্রেড করা থামিয়ে রাখি নি আমি আমার ট্রেড চালিয়ে গিয়েছি । আমি মনে করি ফরেক্স মার্কেট এ ট্রেড শিখতে পারলে যে কোন দিন আমরা এই মার্কেট হতে ট্রেড করতে পারব বলে আশা রাখি ।
হ্যা আমি শুক্রবারের দিন ট্রেড করি কিন্তু সব শুক্রবারের দিন ট্রেড করিনা কেননা শুক্রবারের মার্কেট বুঝা খুবই কঠিন। কারণ ঐ দিন সপ্তাহের শেষ দিন হওয়ায় মার্কেট প্রচুর পরিমাণে আপ ডাউন করে থাকে। তবে আমার জানা মতে নতুনরা যেন শুক্রবারের দিন ট্রেড না করে কারণ মার্কেট এর অবস্থান বুঝা নতুনদের জন্য স্বাভাবিক মনে হবে না।
হ্যাঁ আপনার পক্ষে কমপক্ষে একটি প্রাথমিক জ্ঞান প্রয়োজন this এটিতে সর্বাধিক সময় ব্যয় করার জন্য আপনার ব্যবসায়ের দক্ষতা the অভিজ্ঞতা অর্জনের জন্য আরও বেশি শক্ত কাজ করুন help আপনাকে অবশ্যই আপনার জ্ঞানটি অনুশীলন করতে হবে। আমরা ভাল অভিজ্ঞতা ছাড়াই সেরা দক্ষতা বাড়াতে পারি। আমাদের বাজারের প্রবণতা বিশ্লেষণ করার দক্ষতা রয়েছে we আমরা সবাই চলে যাই, আমি মনে করি কেউ আবার চেষ্টা করবেন না।
শুক্রবার অনেক সময় নিউজের জন্য বড় ধরনের মুভমেন্ট দেখা যায় । বুধবার থেকে শুক্রবার মার্কেটে বড় মুভমেন্ট হয়ে থাকে বেশি বেশি । অনেকে এই সুযোগ টা নিয়ে থাকে আবার অনেকে এই সময়ে ভুল ট্রেড করে বাশ খায়। আমি নিজেও একবার বাশ খাইছি ৭০ ডলার
আসলে ফরেক্স ট্রেডিং পরিচালনা করতে হলে দক্ষতা বৃদ্ধি জরুরি। তাই এইখানে দিন কাল হিসাব করে লাভ নাই। যদি টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস মিলে যায় তা হলে শুক্রবারে ভালো আয় করা বেপার না। তাই আগে দক্ষতা বৃদ্ধি করুন পরে ট্রেড পরিচালনা কিরুন।
আমি একজন ছাত্র তাই আমি পার্ট টাইম ফরেক্স এ কাজ করি । শুক্র বার আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন, তবে পার্ট টাইম ট্রেডার হিসেবে শুক্রবার বলে আমার কাছে কিছু না। আমি শুক্র বারেও কাজ করে থাকি। যেহেতু আমি খুব অল্প সময় আমার ট্রেড করি তাই আমার কোন অসুবিধে হয় না।
আমি মনে করি শুক্রবারের দিন ট্রেড করাটা বেশি রিক্স কেননা এটা সপ্তাহের শেষ দিন এবং ঐ দিন মার্কেট মুভমেন্ট বেশি করে। আর শুক্রবারের দিন মার্কেট সম্পর্কে বুঝা যায় না তেমন একটা কখন কোন দিকে মার্কেট মুভমেন্ট করছে তা বুঝা কষ্ট কর হয়ে যায়। তাই আমি মাঝে মাঝে শুক্রবারের দিন ট্রেড বন্ধ রাখি।