হ্যাঁ, কোনগান সবার জন্য কিন্তু তারা এর মধ্যে কঠিন কাজ করে না, তাই তারা ভিতরে ঢুকতে, মেয়ে বা ছেলে হতে. আমাদের আরও পরিশ্রম করে চলতে হবে, আর আমরা সবচেয়ে বেশি বোনাস পাব ।
Printable View
হ্যাঁ, কোনগান সবার জন্য কিন্তু তারা এর মধ্যে কঠিন কাজ করে না, তাই তারা ভিতরে ঢুকতে, মেয়ে বা ছেলে হতে. আমাদের আরও পরিশ্রম করে চলতে হবে, আর আমরা সবচেয়ে বেশি বোনাস পাব ।
ফরেক্স শিখার আগ্রহ থাকতে হবে,আগ্রহ আনার একটা উপায় বলে দিতে পারি আর সেইটা হলো টিকে থেকে একটা উইড্রো পাওয়া।আর আমরা টিকে থাকতেই পারিনা,বারে বারে শূন্য হয়ে আগ্রহতা হারিয়ে ফেলি।তাই ফরেক্স মাকেটে টিকে থাকতে হলে র্ধয্য ধরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বেশ টিকে থাকা সম্ভব।নতুন অবস্থায় এসব নিময় না জানার ফলে রিয়েল টেডে ধরা খায়।তাই কমনলটে টেড দিতে হবে।এ কতা বলার কারন হলো ফরেক্স যে কেও করতে পারবে কিন্তু যে কেওবএর লোড নিতে পারবে না।অতএব রিয়েল টেড করার আগে ফরেক্স সম্পর্কে যথেষ্ট ধারনা নেয়া উচিৎ।সেটা ব্লগ থেকে হোক বা কোন টেডারের কাছে হাতে কলমেই হোক
আমি মনে করি ফরেক্স সবার জন্য। ফরেক্স সবার জন্য এখানে কোন ভেদাভেদ নেই যে কেউ করতে পারবে আর কেউ করতে পারবে না এরকমের কোন নিয়ম নেই। এটা সবাই করতে পারে তাই সে ছেলে হোক বা মেয়ে। এই বিষয়ের উপরে যার জ্ঞান আছে সে এটা করতে পারবে। ফরেক্স করতে আপনাকে সামান্য জ্ঞান থাকলেই হবে। ছাত্র/ছাত্রীরা এই কাজ এর মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে। ঘরে বসে মেয়েরা তাদের অবসর সময়ে ফরেক্স করতে পারেন। ফরেক্স শুরু করতে আপনার বাড়তি কোন জজ্ঞতার প্রয়োজন নেই, রাশি রাশি ডিগ্রীরও প্রয়োজন নেই। যেটা দরকার সেটা হল আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা। আপনি যদি সঠিকভাবে ফরেক্স বিজনেসে শিখতে পারেন এবং আপনার ধৈর্য এবং জ্ঞানকে কাজে লাগিয়ে তিকে থাকতে পারে তবে ফরেক্স হতে পারে প্নার সোনার হরিণ।
ফরেক্স ট্রেড একটা আয়ের উৎস যেখান থেকে আয় করা যায় । যে আয় করতে ইচ্ছুক সে আয় করতে পারে । তবে শর্ত হল আগে ফরেক্স এর কাজ শিখতে হবে তারপর কাজ করতে হবে । কাজ না শিথে করা যাবে না কারন কাজ না জানলে কিভাবে করবেন । সুতরাং যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা ফরেক্স এ কাজ করতে পারবেনা । এখানে কেউ পেশাদারী হিসাবে কাজ করে আবার কেউ পার টাইম হিসাবে কাজ করে ।
হ্যা ফরেক্স একটি মাত্র প্রতিষ্ঠান যেটি আপনারা সবাই করতে পারেন ফরেক্স আমাদের বাংলাদেশের বিষেশ করে যুবক এবং বেকার দের জন্য একটি ভাল কর্ম সৃষ্টি করে দিয়েছে তাই আপনি ফরেক্স জানুন এবং অন্যাদেরকে জানান।
আমি মনে করি ফরেক্স সবার জন্য। এই মার্কেট এ অনেকেই আছেন যারা প্রথম ১০ ডলার নিয়ে ফরেক্স মার্কেট এ আসেন শিখার জন্য । তাই আমি মনে করি এখানে ১০০ ডলার কম ডলার না এটা দিয়ে আপনি ভাল করেই ফরেক্স করতে পারবেন যদি আপনার ফরেক্স সম্পর্কে ভাল করে অবিজ্ঞতা ও জ্ঞান থেকে থাকে ।
ফরেক্স চাইলেই যে কেউ করতে পারে। এখানে কোনো বয়সের বাধা নাই। তাছাড়াও অন্য কোনো বাধা নাই। তবে যেটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে অভিজ্ঞতার অভাব। চাইলেই যে কেউ লাইভ একাউন্ট খোলে ট্রেড করতে পারে। তার মানে এই নয় যে সবাই এখান থেকে লাভ করতে পারে। এখান থেকে শতকরা ৫% ট্রেড্রারই লাভ করতে পারে। বাকি ট্রেডাররা ট্রেড করতে পারে কিন্তু লাভটা তাদের কাছে অধরাই থেকে যায়। তাই ফরেক্স সবার জন্য উন্মুক্ত হলে ও বুঝে শোনে শুরু করাটা খুবই জরুরি।
ফরেক্স ব্যবসা সবার জন্য যে কেউ ইচ্ছা করলে এই মার্কেটে ব্যবসা করতে পারে। কিন্তু ফরেক্স ব্যবসা না বুঝে করলে লোকসানের ফল ভোগ করতে হবে। তাই যারাই ফরেক্স ব্যবসা করতে ইচ্ছা পোষন করুক না কেন আগে ফরেক্স ব্যবসা ভাল করে বুঝুন তার পরে লাইভ ট্রেড এ আসুন। ফরেক্স ব্যবসায় সবাই আসলেও সবাই টিকে থাকতে পারে না। ভাল ট্রেডার হলে ফরেক্স মার্কেটে ঠিকে থাকা সম্ভব। ফরেক্স একটি স্বাধীন ব্যবসা সবাই এখানে ব্যবসা করতে পারে।
ফরেক্স ট্রেডিং একটি স্বাধীন পেশা। ফরেক্স ট্রেডিং ব্যবসা করার জন্য আলাদা কোন সময় এর প্রয়োজন হয় না। রাত দিন ২৪ ঘন্টা ফরেক্স ট্রেডিং ব্যবসায় কাজ করা যায়। ফরেক্স ট্রেডিং ব্যবসা যে কোন চাকরির পাশাপাশি বা যে কোন ছাত্র ছাত্রী লেখা পড়ার পাশাপাশি করতে পারে তাতে কোন সমস্যা হয় না। তবে ফরেক্স ট্রেডিং ব্যবসায় অভিজ্ঞতা ছাড়া ভাল ইনকাম করা সম্ভব নয়। আমি মনে করি ফরেক্স ট্রেডিং এ কাজ করা সবার জন্য সম্ভব।
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা এবং এটা সবার জন্য খোলা হোক যার বয়স ১৮ বা তার বেশি । ধনীদের জন্যই ফরেক্স এটা অনেক বছর আগে ছিল কিন্তু এখন অনেক brokerage ফার্ম হওয়ায় এখন আপনি সহজ পদ্ধতিতে কম বিনিযোগ করেও লাভ করতে পারেন । কিতু এটা সত্যি যে কম বিনিয়োগকারীদের জন্য এটা খুব কঠিন, কারণ এতে রিস্ক বেশি থকে । ফরেক্স থেকে বড় বিনিয়োগকারীরা বেশি লাভ করতে পারে । তবে কম মূলধন কোনো সমস্যা নয় । অনেক বিশ্লেসন ও দৃড়ভাবে কাজ করলে ফরেক্স থেকে উন্নতি করা সম্ভব ।