-
শুক্রবার ট্রেড থেকে বিরত থাকাই ভালো। কারন অনেক নতুন ট্রেডার আসলে ফান্ডামেন্টাল এনালাইজ টা বুঝতে পারে না। শুক্রবার অনেক বড় বড় নিউজ পাবলিশ হবার কারনে মার্কেট অনেক মুভ করে থাকে আর অনেক দ্রুততার সাথে মুভ করে থাকে। তাই যারা বুঝতে পারবে না তাদের জন্য বলতে গেলে অনেক টাই বিদপদের হয়ে দাঁড়াবে এই সময়ে ট্রেড নেওয়া টা
-
আমার কাছে ট্রেড করার জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময়ের অপেক্ষা নেই কারন আমিতো অবশ্যই মার্কেট এনালাইসিস করেই ট্রেড করবো সেক্ষেত্রে শুক্রবার কিংবা অন্য কোনো দিন যাই হোকনা কেন খুব একটা সমস্যা হবার কথা নয় এমনটাই আমার ধারনা।
-
আমি একইভাবে এখন ও আবার শুক্রবারে মতবিনিময়কে অগ্রাহ্য করেছি, যেমনটি আমি আগে দেখেছি এবং সাধারণভাবে দেখেছি - বাজারটি কীভাবে দ্রুত গতিতে চলেছে এবং কীভাবে বাজারের প্যাটার্নের ইতিবাচক সুবিধার উদ্ভটতার পরিচয় দিয়ে আমি আমার এক্সচেঞ্জিং রেকর্ডের সামঞ্জস্যতাটিকে নেতিবাচক সমীকরণে পরিবর্তন করেছি। এতে কিছুটা সময় লেগেছিল। সেই দিক থেকে আমি শুক্রবার বিনিময় সম্পর্কে যথেষ্ট সতর্ক হয়েছি।
-
আমি মাঝে মাঝে শুক্র বার দিন ট্রেড করি কারন শুক্র বার দিন মার্কেট বেশি মুভমেন্ট করে। আমি একজন নতুন ট্রেডার আমার মার্কেট সম্পর্কে ধারনা কম থাকার কারনে ্অমি প্রতি শুক্র বার ট্রেড করি না। তবে ভালো নিউজ থাকলে এবং আপট্রেন্ড বা ডাউন ট্রেন্ড তৈরি হলে আমি তখন ট্রেড করি।
-
আমি মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেড করা থেকে বিরত থাকি কারন এই দিনে মাঝে মাঝে মার্কেট এর অনেক বেশী মুভমেন্ট হয়ে থাকে আসলে এর প্রধান কারন থাকে বড় ধরনের কোন নিউজ যার এফেক্ট এর কারণে মার্কেট এ এই রকম মুভমেন্ট ঘটে । আসলে অবিজ্ঞতা ভাল থাকলে এসব কোন বেপার নয় আপনি খুব সহজেই এই মার্কেট হতে প্রফিট বের করতে পারবেন ।
-
শুক্র বার দিন ট্রেড করলে অনেক সময় রিস্কি হয়ে যায়, কারন এ দিন কিছু সাপ্তাহিক নিউজ পাবলিশ এ কারনে মার্কেট উত্তাল থাকে। আর এর পরের দিন থেকে মার্কেট বন্ধ থাকে, যার কারনে লং টাইম ট্রেড করা যায় না। তবে দক্ষরা এ দিন বেশী লাভ করতে পারেন।
-
শুক্র বারে মাকেটের মুভমেন্ট একটু বেশি থাকে যার কারণে অনেক ট্রেডার হয়তবা এই দিন বিরত নেই তবে ফরেক্সে মার্কেটের মুভমেন্ট সম্পর্ক কেউ আগাম কিছু বলতে পারবেনা তবে শুধু আনুমানিক ধারণা করতে পারবে যারা ফরেক্সে সম্পর্ক খুব বেশি অভিজ্ঞ তারা যারা টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড করে তারা নিশ্চিতভাবে ফরেক্স মার্কেট থেকে প্রফিট তুলতে পারে তাই আমাদেরকে সব সময় ডেমো থেকে টেকনিক্যাল এনালাইসিস প্রাকটিস করে রিয়েলে ট্রেড করা উচিত ।
-
আমি সপ্তাহে যে কয়দিন ট্রেড করা যায় সেই কয়দিনই করি ।কিন্তু শুক্রবার বাদে ।কেননা শুক্রবার মার্কেট সবচেয়ে উঠা নামা বেশি করে।আমি মনে করি এই মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সব সময় এখানে একটিভ থাকতে হবে যাতে করে আমরা এখানে থেকে খুব সহজেই লাভ করে যেতে পারি । আমি যদি এই মার্কেট এ একটিভ না থাকি তাহলে মার্কেট সম্পর্কে ধারনা হবে না আর ধারনা না থাকলে আমরা শিখতে পারব না । এজন্য আমি মার্কেটে সব সময় একটিভ থাকার চেস্টা করি কারণ মার্কেট একটিভ থাকলে মার্কেট সম্পর্কে জানা যাবে।
-
আমি শুক্রবার দিন ট্রেড করি। তবে একথা ঠিক শুক্রবার মার্কেট মুভমেন্ট বেশি করে। এমনকি অনেক সময় দেখা যায় মার্কেটের মুভমেন্ট আপনার টেকনিক্যাল এনালাইসিস মানছেনা। তাই বলবো নতুন অবস্থায় শুক্রবার ট্রেড না করাই ভালো। অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পর শুক্রবার ট্রেড করবেন।শুক্রুবার এবং সোমবার এই দুই দিন কিছূ কিছু ক্ষেত্রে অপ্রত্যাসিত মুভমেন্ট লক্ষ করা যায়। সুতরাং ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল টা ভালো করে দেখে নেয়া উচিত বলে আমার মনে নয়।
-
আমি ফরেক্স মার্কেট এ নতুন তাই ভালমত কিছু বুঝিনা , ভাই আপনি যে কথাটা বলছেন তা আমার অনেক ভাল লাগছে আমি আপনার কথাটা ট্রেড করার সময় অনুশরন করবো । আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য । আমি খুব অল্প সময় আমার ট্রেড করি তাই আমার কোন অসুবিধে হয় না। আমি মনে করি এই মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সব সময় এখানে একটিভ থাকতে হবে যাতে করে আমরা এখানে থেকে খুব সহজেই লাভ করে যেতে পারি ।