-
আমার মনে হয় চাকুরির পাশাপাশি ফরেক্স করা যায় তবে এই ক্ষেত্রে লাভ কম হতে পারে । তবে মানি ম্যানেজমেন্ট ভাল থাকলে কোন সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে ফরেক্স যারা করে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে কারন তাদের কাছ থেকে খবর নিয়ে তাকে ট্রেড ওপেন করতে হবে । চাকরির পাশাপাশি অনেক খবর নেয়া সম্ভব হয় না তাই অন্যদের সাহায্য নিতে হয় । কিন্ত চাকরির পাশাপাশি ফরেক্স করা যায় এইটা হল আসল কথা ।
-
আমাদের দেশে সাধারণত পার্ট টাইম জব নাই বললেই চলে । কিন্তু ফরেক্স মার্কেট এর মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে । কারণ এই মার্কেট এ যে যখন ইচ্ছা ট্রেড করতে পারে । ফলে চাকুরিজীবি ও ছাত্রদের জন্য অনেক সুবিধা হয়েছে । চাকুরিজীবিরা তাদের অবসর সময়ে এই মার্কেট এ ট্রেড করে টাকা আয় করতে সক্ষম হচ্ছে ।
-
ফরেক্স সবার জন্য। ফরেক্স মার্কেটে চাকরির পাশাপাশি ট্রেড করে বাড়তি আয় করা যায়। তাছাড়া অনেকেই আছেন যারা চাকরি খুজছেন কিন্তু পাচ্ছেননা, তারা অজথা না ঘুরে ভাল করে ফরেক্স শিখে বিজনেস করতে পারে। তবে ফরেক্স যেকোন চাকরির পাশাপাশি করা ভাল। কেননা ফরেক্স এখনো বাংলাদেশে খুব বেশি পরিচিতনা। তাই কারো কাছে বলার মত কোন জব বা বিজনেস এ এখনও পরিবেশ হয়ে উঠেনি। তবে একদিন সবাই ফরেক্স সম্পর্কে জানবে ইনশআল্লাহ।
-
হ্যা অবশ্যই চাকরির পাশাপাশি ফরেক্স করা যায়। যেমন, আমি ছোট একতা চাকুরী করছি আর পাশাপাশি ফরেক্স করছি এতে করে আমার তেমন কোন সমস্যা হয় বলে আমি মনে করি না তাই ফরেক্স করতে হলে সুধু মাত্র ফরেক্স শিখার আগ্রহ দরকার তাহলেই আপনি এই মার্কেট হতে ভাল ভাবে আয় করতে পারবেন বলে আমি মনে করছি । ফরেক্স চাকুরী বা ব্যবসার পাশাপাশি করা যায় ।
-
চাকরি আমাদের দেশে সোনার হরিন তাই আমি বলব চাক্রির চেয়ে ফরেক্স মার্কেট আমাদের জন্য অনেক অনেক ভাল । তাই আমার ফ্রী সময় টুকু এই খানে দিয়ে থাকি তাই । আর জারা চাকরি করেন তাদের জন্য এই মার্কেট আর যুগান্তকারী ভুমিকা রাখব এ বলে আমি মনে করি । পার্ট টাইম হিসেবে আপ্নারা ফরেক্স মার্কেট কে নিতে পারেন এতে আপনার কন সমস্যা হবে বলে আমি মনে করি না।
-
হ্যাঁ চাকুরীর পাশাপাশি ফরেক্সে ট্রেড করা সম্ভব। আমি নিজেও পার্টটাইম হিসাবে ফরেক্স এ ট্রেড করে থাকি। তবে তা অল্প পরিসরে। এতে আপনি আপনার অবসর সময় টা পুর্ন ব্যবহার করে আর্থিক সচ্চলতা অর্জন করতে পারেন।।।
-
যেকোনো পেশার পাশাপাশি ফরেক্স করা যায়।। ফরেক্স একটি মুক্ত পেশা।। ফরেক্সে যে কোনো সময় ট্রেড করা যায়।।। এই সুযোগ টা কাজে লাগিয়ে।।। যে কেউ ফরেক্সে কাজ করতে পারে।।। তবে আমি মনেকরি ফরেক্স করার জন্য কম্পিউটার ও ইন্টারনেট জ্ঞান থাকা আবশ্যক।।।
-
চাকরি করার পাসাপাশি ফরেক্স মার্কেট এ বিজনেস করা যায় । ফেরেক্স মার্কেট একটি স্বাধীন ব্যবসা। দিনে২৪ঘন্টা, সপ্তাহে ৫ দিন ফরেক্স মার্কেটে ট্রেড করা যায়। ফরেক্স মার্কেট এ ব্যাবসা এর জন্য কোন নির্দিষ্ট স্থান লাগে না । কোন জায়গায় বসে কম্পিউটার দিয়ে ফরেক্স মার্কেট এট্রেড করা যায়।
-
ফরেক্স সব পেশার পাশাপাশি করা যাই এবং তা আপ্নার উপর নিরভর করবে আপনি কত টুকু সময় ফরেক্স কে দিতে পারবেন এর জন্য আপনাকে সময় বের করতে হবে এবং ফরেক্স সম্পরকে জানতে হবে।
-
হা অবশ্যই ফরেক্স মার্কেটে যেকোন পেশার পাশাপাশি করা যায় । এখানে ট্রেড করতে কোনো ধরনের টাইটেল বা যোগ্যতা লাগে না । আপনার যেটা দরকার সেটা হলো ফরেক্স শিখার ইচ্ছা শক্তি । পাশাপাশি আপনার দরকার হবে ধৈর্য দরে ট্রেড করা । এভাবেই আপনার দক্ষতা বাড়বে ।