-
যেকোনো ব্যাবসাই বলেন না কেন,প্রত্যেক ব্যাবসার নিজস্ব কিছু কলা-কৌশল থাকে,যাকে আমরা "বিজনেস পলিসি" বলি এবং সেটা কখোনোও ভাগ্য নয়৷সিক্রেট টেকনিক বা ট্রেডিং স্ট্র্যাটেজী যেকোনো ব্যাবসার মূলমন্ত্র,এগুলো দীর্ঘ সময় নিয়ে শিখে ও নিয়মিত প্র্যাকটিস করে করে আয়ত্ব করতে হয়৷অধ্যাবসায়,ধৈর্য্য,শিখার জন্য দৃঢ় আগ্রহ,সংকল্পবদ্ধতা,পেশাদারী মনোভাব...ইত্যাদিই সফলতার চূড়ায় নিয়ে যাবে৷"পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতী"৷
-
হ্যা আমিও আপনার সাথে সম্পূর্ন একই মত যে ফরেক্স এ লাভ ও লোকশান ভাগ্যের ওপরে নির্ভর করে না। ফরেক্স ট্রেড করতে আপনাকে অবশ্যই অনেক ভাল ট্রেড জানতে হবে। মার্কেট কে এনালাইসিস করতে শিখতে হবে। এবং ফান্ডামেন্টাল নিউজ কে এনালাইসিস করতে শিখতে হবে। ডেমো একাউন্টে ট্রেড করে অবশ্যই নিজেকে অধিক সাবলম্বি করে তুলতে হবে। ফরেক্স এ ভাগ্যের থেকে দক্ষতার প্রাধান্য বেশি।
-
হাঁ অবশ্যই ফরেক্স মার্কেটের লাভ অথবা লস কখনও ভাগ্যের উপর নির্ভর করে না। এছাড়া প্রতিটা ব্যবসায়ই লাভ অথবা লস তবে থাকবেই ঐ ব্যবসা অভিজ্ঞতা থাকলে লসের ভাগটা কমই হয় আর অভিজ্ঞতা না থাকলে লসের পরিমাণ বেশী হয় এমন কি ব্যবসায়ই শেষ হয়ে যেতে পারে। তাই প্রতিদিন মার্কেটে কি ঘটছে তা যদি আমরা মার্কেট বিশ্লেষন, মুদ্রার গতিবিধি বিশ্লেষণ,পরিবর্তন,অর্থনৈতিক নিউজ ইত্যাদি জানি তবে লাভ করা যাবে।
-
হ্যা আমিও আপনার সাথে সম্পূর্ন এক মত। ফরেকস্র্র লাভ ও লোকসান ভাগ্যের ওপরে নির্ভর করে না। এখানে ব্যবসা করতে হলে প্রয়োজন সঠিক স্কিল, ধৈর্য এবং মন মানুষিকতা। য কোন ব্যবসাই জটিল সেখানে ফরেক্স হোল ইন্টারন্যাশনাল বিজনেস এখানে টিকতে হলে ফরেক্স সম্পর্কে অনেক ভালভাবে জানতে হবে এবং প্রচুর পরিমানে প্যাকটিস করতে হবে। যে যত বেশি প্যাকটিস করে সে তত বেশি শিখতে পারে ও ব্যবসাতে ভাল উন্নতি ও করতোো পারে।
-
আপনার কথাটার সাথে আমি একমত নয়। কারন যে কোন কাজেই আল্লাহও দরকার ইল্লাহও দরকার। ফরেক্স ব্যবসাও লাভ করতে হলে আপনার ভাগ্যও দরকার আছে আবার আপনি না জেনে যদি ভাগ্যের উপর নির্ভর করেন তাহলে কিন্তু হবে না। আপনার ভাগ্যের সাথে সাথে আপনার জানতেও হবে এবং চেষ্টাও করতে হবে।
-
ফরেক্স এ লাভ লস নির্ভর করবে আপনি কতটুকু ফরেক্স বুজতে পেরেছেন তার উপর। কারন ফরেক্স এ যে যত বেশি অভিজ্ঞ সে ততবেশী সফল। এখানে ভাগ্যের দোষ দিয়ে কোন লাভ নেই। আপনি যদি ফরেক্স এ অভিজ্ঞ হোন তবে আপনি ভালোই লাভবান হবেন। হ্যা, ভাগ্যের ও কিছু সাপোর্ট লাগে তবে সেটা একান্ত কিছুটা সমইয়ের জন্য। তবে ওই সময় গুলো তে ট্রেড না করাই ভালো।
-
ফরেক্স এ লাভ অথবা লস আপনার ভাগ্যর উপর নির্ভর করেনা কারন আমরা জানি যে ট্রেড ব্যবসা অনেক কঠিন একটা কাজ আর এই কাজ টা যদি আপনি জেনে বুঝে করে থাকেন তাহলে আপনি লস করবেন এখানে ভাগ্যর দোষ দিয়ে কোন লাভ হবেনা আপনি যদি কৌশল করে ব্যবসা করে থাকেন তাহলে আপনি সাফল্য পাবেন বলে আমি মনে করি তাই ফরেক্স এ লস লাভ নিজের উপর নির্ভর করে বলে আমি মনে করি
-
যেকোনো কাজের সাফল্যই নির্ভর করে আমরা কতটা গুরুত্বের সাথে কাজটি করছি এবং কতটা দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করতে পারছি ফরেক্স ট্রেডিং মার্কেট এ ও আমাদের সাফল্য নির্ভর করে আমাদের ট্রেডিং দক্ষতার উপর আমরা কতটুকু নিখুত ভাবে ট্রেড করতে পারছি । তাই ফরেক্স এ কোন কিছু ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নায়।
-
ফরেক্স একটি উন্নত মানের ব্যাবসা। এখানে মানুষ নিজেই তার ভাগ্য ণির্মাতা। প্রতিদিন নিয়মিত পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আপনাকে দিতে পারে সাফল্য। যদি আপনি ভাগ্যের উপর নির্ভর করে থাকেন তাহলে কখনই আপনি ফরেক্সে সফল হতে পারবেন না। একজন ট্রেডার এর মূল লক্ষ্য হলো নিয়ম নীতি অনুসরণ করা।
-
আপনি এছাড়াও আপনি আপনার জন্য হতে হবে যে জিনিস সম্পর্কে জানা জন্য আপনাকে হতে হবে যে জিনিস Aout জানা প্রয়োজন. কিছু জিনিস আপনি aslo এটি সম্পর্কে জানতে হবে যে জিনিস সম্পর্কে জানা প্রয়োজন. কিছু কিছু বিষয় আপনাকে জানতে হবে যে জিনিস সম্পর্কে জানতে সময় প্রয়োজন.