-
আমার কাছে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন দিন বা সময় নেই। আমার কাছে যখন মনে হয় যে এখন ট্রেড করা উচিৎ আমি তখন ট্রেড করি। তবে আমি ট্রেড করার আগে আমি মার্কেট এনালাইসিস করে ট্রেড করি। আমার মতে ট্রেড করার জন্য নিদৃষ্ট কোন সময় বা দিন নেই। শুক্রবার দিন মার্কেট খুব নড়াচড়া করে । তাই প্রফিট করতে খুব সুবিধা হয় । আমি প্রত্যেক শুক্রবার দিন ট্রেড ক্রি । এবং আমার অন্য সব বন্ধুদের বলি শুক্রবার দিন ট্রেড করতে । যাতে তারা ও অনেক প্রফিট করতে পারে ফরেক্স ব্যবসা থেকে ।
-
হ্যা ভাই আমি শুক্রবার দিন ট্রেড করি। কারন শুক্রবারদিন আমাদের বাংলাদেশে সবকিছু বন্ধ থাকে। এছাড়া বাহিরে যে সকল কাযকর্ম গুলো আছে সেগুলো শুক্রবার দিন করা হয় না। তাই আমি শুক্রবার দিন অনেক সময় অবসর থাকি। তাই আমি শুক্রবার দিন অনেক সময় নিয়ে *ভাল পেয়ার এ পরিশন মত ট্রেড করি তারপর যতটুকু লাভ করা যায় লাভ করে ফরেক্স থেকে সেদিন এর জন্য বের হয়ে যাই।
-
সাধারনত আমি শুক্র বারে ট্রেড করি না । তবে মাঝে মাঝে করি । যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি ফরেক্স করি তাই শুক্র বার আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় এই মার্কেট হতে টাকা উপার্জন করার জন্য চেষ্টা করতে হবে এ জন্য আমি যে কোন দিন কে বেছে নিতে চাই কোন বার হিসাবে না ।
-
আন্তর্জতিক মুদ্রা বাজার বা ফোরেক্স মার্কেটে আমি শুক্রবারে টেড করি কেননা আমি খেয়াল করেছি যে এদিন মার্কেটে খুব ভাল মুভমেন্ট হয় তাই এদিন ট্রেড করলে বেশ ভাল ফল পাওয়া যায়।মাঝে মাঝে মার্কেট এর অনেক বেশী মুভমেন্ট হয়ে থাকে আসলে এর প্রধান কারন থাকে বড় ধরনের কোন নিউজ যার এফেক্ট এর কারণে মার্কেট এ এই রকম মুভমেন্ট ঘটে । আসলে অবিজ্ঞতা ভাল থাকলে এসব কোন বেপার নয় আপনি খুব সহজ।
-
শক্রবার আমার অনেক ফেন্ড আছে যারা বিকাল বেলায় ট্রেড করে থাকেন। তবে অনান্য দিনের তুলনায় কম ট্রেড করে থাকেন। কেননা শক্রবার সাপ্তাহিক বন্ধের পূর্বের দিন। তাই মার্কেট এর মুভমেন্ট কম থাকে। তবে অনেক বড় ভাই আছে যারা সাড়া দিন ট্রেড করে থাকেন। সাপ্তাহিক বন্ধের দিন থাকায় বেশী সময় নিয়ে এনালাইসিস করে ট্রেড করতে পারেন।
-
শুক্রবার দিন আমি ট্রেড করি, মাঝে মাঝে বেশ ভাল প্রফিট করতে পারি আবার মাঝে মাঝে বেশ লস হয়ে যায়। আসলে এদিন মার্কেট মুভমেন্টটা খুব বেশী হয়। অনেক সময় কোন এ্যানালাইসিস কাজে লাগে না। কিন্তু আমার কাছে মার্কেট যখন খুব বেশী মুভমেন্ট বা উঠানামা করে তখন ট্রেড করতে কেন জানি একটু ভাল লাগে। তবে অনেক সময় রিক্সটা কম নিই, কারণ বেশ কয়েকবার সপ্তাহ জুড়ে যা প্রফিট করি শ্রক্রবার সন্ধ্যাবেলায় তা শেষ হয়ে তা লসে পরিণত হয়। এজন্য আমার মনে হয় শুক্রবার ট্রেড থেকে বিরত অথবা কম লটে কিছূ ট্রেড করাই ভাল।
-
মাঝে মাঝে আমার কাছেও মনে হয়েছে যে, শুক্রবার ট্রেডিং করলে লসই হয় বেশী। এজন্য আমার মনে হয় শুক্রবার ট্রেডিং না করাই ভাল।আমার মনে সপ্তাহের শেষ দিন হওয়ায় মার্কেট খুব বেশী উঠানামা করে যার কারণে বোঝা যায় না মার্কেট কোনদিকে যেতে পারে।
-
আমিও মাঝে মাঝে শুক্রবার দিন ট্রেডিং করা থেকে বিড়ত থাকি, কারণ আমি অনেক আগেই দেখেছি এবং অভিজ্ঞতা অর্জন করেছিযে- কিভাবে মার্কেট ফাষ্ট মুভ করে এবং কি ভাবে মার্কেট ট্রেন্ড পজেটিভ প্রফিটের লোভ দেখিয়ে আমার ট্রেডিং একাউন্টটির ব্যালেন্স নেগেটিভ ব্যালেন্সে পরিবর্তন করে দিল, যা কিনা চোখের পলক ফেলার মতন সময় নিল। তার পর থেকে আমি যথেষ্ট সাবধান হয়ে গেছি শুক্রবার ট্রেডিং করার ব্যাপারে।
-
ফরেক্স মার্কেটে আমি সবসময়ই ট্রেড করি কারন আমি মনে করি এই মার্কেট এ ট্রেড করতে হলে আমাদের কে সব সময় এখানে একটিভ থাকতে হবে যাতে করে আমরা এখানে থেকে খুব সহজেই লাভ করে যেতে পারি । আমি যদি এই মার্কেট এ একটিভ না থাকি তাহলে মার্কেট সম্পর্কে ধারনা হবে না আর ধারনা না থাকলে আমরা শিখতে পারব না । আমি মনে করি ফরেক্স মাকেট করতে হলে প্রতি দিন মাকেটে থাকতে হবে লস হক বা লাভ হক তবে ফরেক্স থেকে কিছু শিখা যাবে |
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন নির্দিষ্ট সময় বা দিন নেই। যেকোনো দিন যেকোনো সময় ট্রেড করা যায়, তবে সপ্তাহে দু দিন মার্কেট বন্ধ থাকে ( শনিবার ও রবিবার)। ট্রেড করাটা বড় বিষয় নয়। মার্কেট বুঝে ট্রেড করতে হবে। মার্কেট এনালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে ট্রেড করতে হবে। যদি তাড়াহুড়া করে ট্রেড করা হয় তবে তার মাশুলও দিতে হবে। তাই কোন বার হিসাব না করে মার্কেট পজিশন বুঝে ট্রেড করুন।