যেকোন পেশার পাশাপাশি ফরেক্স করা যাবে। আপনি যে পরিমান সময় ফরেক্স এ দিতে পারবেন ঐ পরিমান সময় দিয়েই ফরেক্স করা যাবে। আপনি ছাত্র হলেও ফরেক্স করা যাবে। আপনি ব্যবসায়ী হলেও ফরেক্স করা যাবে। আমাদের দেশে ফরেক্স দ্রুত ছড়িয়ে পড়া দরকার।
Printable View
যেকোন পেশার পাশাপাশি ফরেক্স করা যাবে। আপনি যে পরিমান সময় ফরেক্স এ দিতে পারবেন ঐ পরিমান সময় দিয়েই ফরেক্স করা যাবে। আপনি ছাত্র হলেও ফরেক্স করা যাবে। আপনি ব্যবসায়ী হলেও ফরেক্স করা যাবে। আমাদের দেশে ফরেক্স দ্রুত ছড়িয়ে পড়া দরকার।
যে কোন পেশার পাশাপাশি ফরেক্র ট্রেড করা যায় । এখানে ফরেক্র এ অনেক ট্রেডার আছে ও যারা ফুল টাইম সময় দেন ।আবার অনেক ট্রেডার আছে যারা কাজের পাশাপাশি পাট টাইম ফরেক্র বিজনেস করেন । কারন এখানে অবসর সময়ে সুন্দরভাবে বাড়তি আয করা ।
আমি মনে করি চাকুরীর পাশাপাশি ফরেক্স ট্রেড করা সম্ভব। চাকুরিতে যেমন পার্ট টাইম ফুল টাইম আছে ঠিক তেমনি ফরেক্স এ ও পার্ট টাইম ও ফুল টাইম ট্রেড করে ভাল প্রফিত করা জেতে পারে।
চাকুরির পাশাপাশি অবশ্যই ফরেক্স করা যায় । আর এটা বিশ্বের অসংখ্য মানুষ এটাকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে । আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে এটা যেভাবে হোক না কেন একভাবে নিতেই হবে । তবে বিশ্বের বিভিন্ন দেশের যে সব ট্রেডার এখানে ট্রেড করে তাদের বেশিরভাগ মানুষ এটাকে পার্ট টাইম পেশা হিসেবে নিযেছে । আর এই পার্ট টাইম পেশা হিসেবে নেওয়ার ফলে যারা লেগে থাকতে পারে তারা লাভবান হতে পারে ।
আমার মতে ফরেক্স ব্যবসা করার পাশাপাশি যেমন অন্য ব্যবসা করা যায়, তেমনি চাকরির পাশাপাশি ফরেক্স ট্রেড ব্যবসা করা যায়, কারন ফরেক্স ব্যবসায় বেশি সময় দেয়ার প্রয়োজন হয় না, আমার দেখা ও পরিচিত অনেকে আছে যারা চাকরি ও ফরেক্স এক সাথে করছে, তারা চাকরির পাশাপাশি প্রতি মাসে বাড়তি কিছু টাকা আয় করছে।
চাকুরির পাশাপাশি ফরেক্স ট্রেড করা যায়। কারণ ফরেক্স ট্রেড এর নির্ধারিত কোন সময় নেই। সপ্তাহের রবি ও সোমবার বাদ দিয়ে বাকি ৫ দিন ইচ্ছামত কাজ করা যায়। এজন্য একজন চাকুরী জীবি এতে সফলতা লাভ করতে পারে।
চাকরির পাশাপাশি অনেক খবর নেয়া সম্ভব হয় না তাই অন্যদের সাহায্য নিতে হয় । কিন্ত চাকরির পাশাপাশি ফরেক্স করা যায় এইটা হল আসল কথা ।
আমার ভাই ঠিক কথায় বলেছে এবং আমি তার সাথে সম্পূর্ণ একমত । চাকরী কম বেশী সকলেরই আছে । একজন ব্যক্তি সকাল থেকে রাত পর্যন্ত চাকরী করেনা সারা দিন মিলে সে আট থেকে দশ ঘন্টা কাজ করে । তার বাকি সময় তার জন্য খালী থাকে । সে চাইলে অবসর সময়ে ফরেক্সের কাজ করতে পারে ।
ফরেক্স মার্কেত সবার জন্য উন্মুক্ত।। যে কেউ চাইলে এই মার্কেট এ আসতে পারে। এটা আপনার মূল কাজের পাশাপাশি অতিরিক্ত উপার্জন।। যা আপনাকে আর্থিকভাবে সাহায্য করবে, আর আপনার অবসর সময় গুলাতে ভাল কাজে ব্যয় করতে পারবেন।। আপনি দিনে ৩ থেকে ৪ ঘন্টা মার্কেট এ দিতে পারেন, যাতে মার্কেট বুজতে আপনার সুবিধা হয় আর এনালাইসিস করে মার্কেত ট্রেন্ড ধরতে পারেন।।
ফরেক্স সম্পর্কে যদি জ্ঞান থাকে এবং ডেমো ট্রেড করা থাকে , একাউ্ন্ট ওপেন থাকে , সব যদি ঠিক ঠাক থাকে তাহলে চাকুরীর পাশাপাশি ফরেক্স করা কোন অসুবিধা নেই।