-
ফরেক্স থেকে সব সময় লাভ করা সম্ভব নয়। শুধু ফরেক্স নয় যে কোন ব্যবসা তাই সব সময় লাভ করা যায় না মাঝে মাঝে লসের সম্মুখীন হতে হয় এবং এটাই বাস্তবতা।ফরেক্স থেকে যে সব সময় লাভই করবেন এমন ধারণা নিয়ে ফরেক্স ট্রেডিং করলে আমি বলব আপনার ধারণা ভুল। একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে যে ফরেক্সে আগত 95% ট্রেডারই লসে পড়েন। তবে নিয়ম মেনে ফরেক্স ট্রেডিং করলে নিয়মিত ফরেক্স থেকে প্রফিট অর্জন করা যায়।
-
ফরেক্স থেকে সব সময় লাভ করা সম্ভব নয়। যতই দক্ষ ট্রেডার হকনা কেনো ফরেক্সে লাভ করা সহজ ব্যাপার নয়। তবে লাভ করতে হলে অবশ্যই ফরেক্সের সকল বিষয় ধারণা অর্জন করতে হবে। কোন টাইম ফ্রেমে ট্রেড করতে হবে, কখন ট্রেড করা উচিৎ, স্কাল্পিং ব্যবহার, লং টাইম ট্রেড ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে। ফরেক্সে লাভ করার সব থেকে ভালো উপায় হলো ধৈর্য।
-
ফরেক্স থেকে সবসময় লাভ করা সম্ভব নয় এখানে লস হওয়াটা স্বাভাবিক ব্যাপার।১০০% সফলতা লাভ করা ফরেক্সে খুব কঠিন ব্যাপার।তবে আমাদের চেষ্টা করতে হবে লাভ লসের হিসেব করা দিনশেষে যদি প্রফিট সেটাই হলো সফলতা।
-
আমার মতে ফরেক্স থেকে সব সময় লাভ করা সম্ভব না তবে হ্যাঁ বেশিরভাগ সময় লাভ করা সম্ভব। কারণ ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে অনেক ভেবে চিন্তে করতে হবে তারপরও যেহেতু অনলাইন সিস্টেম যেকোনো সময় আপডাউন করতে পারে তা নিশ্চিত ভাবে লাভ করা সম্ভব এটা বলা যাবে না তবে হ্যাঁ যদি আপনার সবকিছুই এনালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে বেশি লাভ করা সম্ভব হবে। ফরেক্স মার্কেটে অনেক দক্ষ ও অভিজ্ঞ পুরনো ট্রেডার আছে যারা অনেক মুনাফা এখান থেকে অর্জন করতে পেরেছে কিন্তু তারপরও সব সময় যে তারা লাভ করেছে বিষয়টা এরকম নয় অনেক সময় লস করতে হয়।
-
ফরেক্স থেকে সব সময় লাভ করা সম্ভব নয় কেননা ফরেক্সে লাভ এর পাশাপাশি লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর ফরেক্স থেকে যদি শুধু লাভই হত তাহলে এটাকে কোনো ব্যবসা বলা যেত না,তেমনি অন্যান্য সকল ব্যবসার মতোই ফরেক্সে লাভ লস দুটোই হয়ে থাকে এবং লাভ লস দু'টোকেই স্বাভাবিকভাবে মেনে নিয়েই ব্যবসা করতে হয়। তবে হ্যাঁ ফরেক্স সম্পর্কে যদি আপনার যথেষ্ট জ্ঞান ও যথাযথ অভিজ্ঞতা ও দক্ষতা থাকে, এবং সেগুলো কে কাজে লাগিয়ে মার্কেট কে সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেডিং করতে পারেন তাহলে আপনি লসের পরিমাণ কে অনেক কমিয়ে আনতে পারবেন পাশাপাশি আপনার লাভ করার পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে। কিন্তু কখনোই যে লস হবে না এমন নয়, তাই লাভের পাশাপাশি লস কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে শিখুন, এবং লস এর কারন গুলোকে খুঁজে বের করে নিজেকে সচেতন করে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলেন, তাহলেই ফরেক্সে লসের পরিমাণ কমিয়ে এনে লাভ করার মাধ্যমে সফলতার সাথে ব্যবসা করতে পারবেন।
-
ফরেক্স একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।ফরেক্স থেকে আপনি ভাল প্রফিট পেতে পারেন যদি আপনি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন। ফরেক্স থেকে ভালো কিছু পাওয়ার আগে নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা অত্যাবশ্যক। আগে ফরেক্স সম্পর্কে জানুন,শিখুন এবং তারপরেই ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট পেতে হলে ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট এর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে।আমি মনে করি সঠিক মানি ম্যানেজমেন্টই ফরেক্স এর সফলতার মূল চাবিকাঠি। ফরেক্স সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞ সে ততো লাভবান হবে। ফরেক্স থেকে ভালো কিছু পাওয়া সম্ভব যদি ফরেক্স আপনি নিজের আয়ত্তে আনতে পারেন।এজন্য মানি ম্যানেজমেন্ট, মার্কেট এর অবস্থান এবং ফরেক্স এর বিভিন্ন এনালাইসিস গুলো সঠিকভাবে করতে হবে। ফরেক্স এর সফলতার আরেকটি চাবিকাঠি হচ্ছে ধৈর্যশীলতা। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে যে যত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে পারবে সে ততই বেশি লাভবান হবে বলে আমি মনে করি। আরেকটি কথা সেটা হচ্ছে ফরেক্স করতে আসার আগে নিজের মন থেকে লোভ ত্যাগ করতে হবে।মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাবসা যার সামান্যতম ভুল আপনার ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দিতে পারে।আপনি যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুনে দক্ষতার সাথে চালিয়ে যেতে পারেন তাহলে আমি মনে করি আপনি অবশ্যই ফরেক্স থেকে ভালো কিছু পাবেন।
-
ফরেক্স থেকে সব সময় লাভ করা য়ায় না।ফরেক্স কোন জুয়া খেলা নয় এটা একটা আন্তর্জাতিক মানের ব্যব। আর ব্যবসাতে লাভ ক্ষতি থাকবে এটাই নিয়ম। ফরেক্স থেকে সব সময় লাভ করা যায় না । হ্যাঁ, তখনই ফরেক্স থেকে লাভ করা যাবে যখন আপনি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করবেন ও পরিশ্রম করবেন।
-
আমি মনে করি ফরেক্স থেকে কন্টিনিউ বার সব সময় লাভ করা যায় না মেনে নিলাম আপনি অনেক অভিজ্ঞ দক্ষ এবং পরেশ অনেক ভাল বুঝেন কিন্তু আপনার এনালাইসিস 100% সিওর হবে না যার কারনে আপনি দুই একবার লস করবেন এই তাই বলে হতাশ হওয়ার কিছু নেই আমি এমন কাউকে আজ পর্যন্ত পাইনি যে কন্টিনিউ অলটাইম লাভ করেছে তাই বললাম এই কথাটা আর কি। যদি আপনার লস হয়ে থাকে তাহলে তার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে যেন সেই ভুলটা আর কারণে আপনি যেন আবার লস টা না করেন সেই শিক্ষাটা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
-
ফরেক্স মাকেট থেকে সব সময় লাভ করা সম্ভম নায়,আপনি কিছু টেডে লস হবে।ফরেক্স মাকেট থার নিজেস্ব গতিতে চলে।তবে এ মাকেট এ আপনার দক্ষতার বল লসের পরিমান কমিয়ে নিতে পারবেন।এজন্য আপনাকে বেশি বেশি ডেমোতে সময় দিতে হবে তাতৈ আপনি টেড সম্পকে ক্লিয়ার ধারনা ও বিভিন্ন কৌশল শিখতে পারবেন।তাই আপনাকে বিভিন্ন এনালাইসিস করে এ ব্যাবসা সম্পকে শুষ্ট ধারনা শিখতে হবে।এভাবেই একজন সফল দক্ষ টেডারে পরিনত করতে পারবেন
-
আপনি যে কোন বিজিনেস করুন না কেনো,আপনি প্রতিনিয়ত প্রফিট করতে পারবেন না,ফরেক্স ও একটি বিজিনেস তাই এই খান থেকেও আপনি প্রতিনিয়ত লাভ করতে পারবেন না,একজন দক্ষ ট্রেডার ও এই বিজিনেস হতে প্রতিনিয়ত লাভ করতে পারেনা,কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেনো লস তুলনায় লাভ বেশি করি।