-
যারা নতুন তাদের প্রথম কাজ হচ্ছে ভালভাবে ফরেক্স সম্পর্কে নলেজ আহরণ করা। তারপর তারা ডেমো তে একটা একাউন্ট খুলতে পারে। ডেমোতে তাদেরকে মিনিমাম ৬ মাস ট্রেড করতে হবে। এই সময় তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তাদেরকে মার্কেট উঠানামা সম্পর্কে ভাল ধারণা করে নিতে হবে। তারপর তারা নিজেরাই বুঝতে পারবে আসলে কি তারা লাইভ ট্রেড শুরু করতে পারবে কিনা।
-
নতুন টেড্রারদের সব প্রথমে ডেমো ট্রেড করা উচিত ডেমো ট্রেড ছাড়া ফরেক্সে লাভ করা সম্ভব নয় ডেমো ট্রেড এর মাধ্যমে আমরা ফবেক্স ট্রেডে লাভ লস সম্পকে ধারনা পায় । কেও যদি ভালভাবে ডেমো ট্রেড করে তাহলে অবশ্যই সে সফল ট্রেডার হতে পারবে।
-
ঠিই বলেছেন ভাই,ডেমো প্রাকটিস না করে রিয়েলে টেড দিলে মাকেট সম্পকে কিছু বোঝার আগেই জিরো হয়ে যেতে হয়, যেমনটা আমার হইছে।আমি শুধু ডেমোতে টেড ওপেন আর টিপি দেওয়া শিখে রিয়েল টেড শুরু করি কিন্তু তাতে আমার লাভ তো দূরের কতা প্রতি মাসে বোনাস দিয়ে আনার জরিমানা গুনতে হচ্ছে ডেমো না করার জন্য
-
নতুন ট্রেডারদের সর্ব প্রথম এই বিজিনেস এ জইন এর আগে,ফরেক্স ট্রেড এর বেসিক টু এ্যাডভান্স ভালো ভাবে লার্ন করে দক্ষতা অর্জন করতে হবে,যখন সে ফরেক্স এর বিভিন্ন টপিক হতে জ্ঞান অর্জন করবে তারপর সে একটি ডেমো একাউন্ট খুলে সেই একাউন্ট এ একটানা ১ বছর অনুশীলন করবে,যদি সর্ব প্রথম এই ২ টা কাজ ভালো ভাবে করতে পারে তাহলে সে এই বিজিনেস থেকে সফলতা পাবে।
-
ফরেক্স কোন সহজ কাজ না। তাই ফরেক্স এ ট্রেড করতে হতে আগে আপনাকে ফরেক্স শিখতে হবে। নতুন ট্রেডারা আপনারা ডেমো আকাউন্ট এ প্রথমে কাজ শিখতে পারেন। না যেনে কেই এই কাজ এ ইনভেস্ট করবেন না। তাহলে লস এ পরবেন। তাই সাবধান।
-
যারা ফরেক্স মার্কেট এ প্রথম আসেন তাদের সবার আগে জানা দরকার হল ব্রোকার সম্পর্কে কারন বর্তমানে অনেক ব্রোকার আছে যা পাবলিক দের সাথে প্রতারণা করে আসছে তাই আমি মনে করব ইনস্টাফরেক্স ব্রোকার হল সব থেকে ভাল একটি ব্রোকার যার মাধ্যমে আমরা লাভ করে তা দ্রুত আমাদের পকেতে পেতে পারি ।
-
আমি আমার নিজের কথাই বলি। যেহেতু আমিও নতুন। আমি প্রথমে একটা ব্লগ থেকে এ সম্পর্কিত তথ্য পাই, সেগুলো নিয়মিত পড়তে থাকি।এছাড়াও ইন্টারনেট থেকে ও অনেক সাইট থেকে ফরেক্স রিলেটেড লেখা গুলো পড়ি। এভাবে আমার জ্ঞান বাড়াতে থাকি। একপর্যায়ে আমার বন্ধুর সাহায্যে একটা ডেমো একাউন্ট করে ফেলি। আমি নেট থেকে শিখি আর ডেমোতে নিয়মিত প্রাক্টিস করি । এখনো আমি শিখি। ডেমোতে নিয়মিত সাফল্য পাওয়ার সাহস নিয়ে রিয়েলে এগোতে চাচ্ছি। সবাই দোয়া করবেন যেন সফল হতে পারি।
-
ফরেক্স মার্কেট থেকে নতুনদের অনেক কিছু শেখার আছে। নতুনরা এ মার্কেটে প্রথমে করে লাভবান হতে পারবেন না। এজন্য তাকে অনেক পরিশ্রম ও ধৈর্যশীল ও দক্ষ হতে হবে। নতুনদের এই মার্কেট থেকে সর্বপ্রথম জ্ঞান অর্জন ও দক্ষতা অর্জন করে আস্তে আস্তে মার্কেটে প্রবেশ করতে হবে। এবং দৈনিক ডেমো ট্রেড করে ট্রেডিং সম্পর্কে ধারণা নিতে হবে। এই ভাবেই করেই একজন নতুন ট্রেডার দক্ষ ফরেক্স মার্কেটে প্রবেশ করে লাভবান হতে পারেন।,,,,,ধন্যবাদ।
-
নতুনদের জন্য বলবো যে ভাই আপনারা কমপক্ষে ৬ মাস ডেমো ট্রেড করেন। ধরেন এক মাস ডেমো করার পর দেখলেন আপনার লসের হার কম ভাই রিকুয়েস্ট করবো যে আপনি তাও আরো ৫ মাস এভাবেই চালায়া যান ডেমো করাটা। ডেমোতে আসলে টাকা টা কষ্টের বিনিময়ে আসে না তাই গায়ে লাগে না, রিয়েল ট্রেডে গিয়ে দেখেন একবার আপনার ব্যালেন্স যদি জিরো না হইছে আমাকে বইলেন তখন। ডেমো করেই মার্কেট টা সম্পর্কে যত পারেন ধারনা নিয়ে নেন
-
ফরেকস্ এ ট্রেড ওপেন করা কোন ঘটনা না। কাউকে একবার দেখিয়ে দিলে সেই তার সাথে সাথে করতে পারবে। তবে প্রাথমিক অবস্থায় কিছু ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড শুরু করতে পারে। কেননা আপনাকে আগে প্র্যাক্টিস করতে হবে। আর প্র্যাক্টিস ছাড়া কোন মানুষ পারফেক্ট বা কাজে দক্ষ হতে পারে না।