আমার ফরেক্সে ডিপোজিট ছিল মনে হয় ১০ ডলার। তখনই আমি ফরেক্সে প্রথম ট্রেড করি। যার ফলে আমার ডিপোজিট এর সবটাই লস করি। আমি অই লসের ফলে আমার ফরেক্স সম্পর্কে আগ্রহ বেড়ে যায় এবং আমি অনেক কিছু জানতে পারছি। এটা আমার সারা জীবন মনে থাকবে।
Printable View
আমার ফরেক্সে ডিপোজিট ছিল মনে হয় ১০ ডলার। তখনই আমি ফরেক্সে প্রথম ট্রেড করি। যার ফলে আমার ডিপোজিট এর সবটাই লস করি। আমি অই লসের ফলে আমার ফরেক্স সম্পর্কে আগ্রহ বেড়ে যায় এবং আমি অনেক কিছু জানতে পারছি। এটা আমার সারা জীবন মনে থাকবে।
আমার প্রথম ডিপোজিট ছিল ৫০ ডলার।
আমার প্রথম ডিপোজিট ছিল ১০ ডলার এবং এর পরে ধীরে ধীরে আরও ২-৪ ডলার করে ঢুকাতে শুরু করি, এর পরে এক সাথে ৪০ ডলার ডিপোজিট করি, এভাবেই চলতে থাকে, এবং অ্যাকাউন্ট খালি হতে থাকে, তারপরে আর ডিপোজিট করি নাই, ইন্সটা ফরেক্স এর বোনাস দিয়ে বিগত ৪ বছর থেকে ট্রেডিং করছি।
প্রিয় আপনি ঠিক বলেছেন যে ফরেক্স ট্রেডিং আরও সহজ এবং সহজ তবে শেখার পরে আপনি যে কোনও কৌশল বেছে নিতে পারেন এবং এটি বাজারে বাড়ানোর চেষ্টা করতে পারেন এবং এটি আপনাকে ভাল ফলাফল দিতে পারে if আপনি যদি এই ফোরামে গুরুতর আগ্রহ দেখান এবং এটি সম্পূর্ণরূপে শিখতে পারেন তবে। আপনি এই ব্যবসায় সফল ব্যবসায়ী হতে পারেন নি, শৃঙ্খলাটি শিখতে হবে ট্রেডিং এমন এক প্ল্যাটফর্ম যা যেখানে কেউ জিততে বা হারাতে পারে।
আমার প্রথম ডিপোজিট ছিল ৪০$ যা থেকে লাভ করেছিলাম ২০$ কিন্তু পরবর্তীতে পুরো ক্যাপিটাল শেষ হয়ে গিয়েছিল । তাই আমি মনে করি ফরেক্স মার্কেট এ ভাল করার পিছনে দুইটা জিনিস কাজ করে । একটা হচ্ছে পূঁজি আরেকটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা । আমাদের যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে ভালো আয় করতে পারবো । ঠিক তেমনি আমাদের যদি বেশী পূঁজি থাকে তাহলেও আমরা ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারবো ।
আমার ফরেক্সে ডিপোজিট ছিল মনে হয় ১০ ডলার। তখনই আমি ফরেক্সে প্রথম ট্রেড করি। যার ফলে আমার ডপোজিত এর সবটাই লস করি। আমি অই লসের ফলে আমার ফরেক্স সম্পর্কে আগ্রহ বেড়ে যায় এবং আমি অনেক কিছু জানতে পারছি। এটা আমার সারা জীবন মনে থাকবে।
প্রথম ডিপোজিট ১৬৯ ডলারই ছিল যা আমি অনেক ভুল করেছিলাম। কেননা তখন আমি ফরেক্স সম্পর্কে বেশি কিছু জানতাম না ফলে লসে পড়েছিলাম । কিন্তু এখন আমি আমার ভুলগুলু বুঝতে পারি এবং সমাধান করতে পারি।
আমার প্রথম ডিপোজিট শুধুমাত্র মেধা সময় এবং শ্রম। আর ফোরামের পক্ষ থেকে অর্জিত বোনাস।
সাধারনত আমার ফোরাম রিলেটেড একাউন্ট,তাই আমার ডিপজিট করা লাগে না,আমি মাসে মাসে পোস্ট এর বোনাস পেয়ে থাকি তা দিয়ে ট্রেড করি,কিন্তু আমার একাউন্ট টি তে ৩০০ ডলার নিজস্ব ডিপোজিট করার খুব ইচ্ছা আছে,সামনের মাসে আমি ৩০০ ডলার ডিপোজিট করবো আমার এই ট্রেড একাউন্ট এ,কারন বেশি ব্যালেন্স থাকলে ট্রেড করে মজা থাকে।
ভাই ফরেক্স মার্কেটে ট্রেডার হবার ইচ্ছা অনেক দিনের । আসলে যখন প্রথমে ফরেক্স মার্কেট সম্পর্কে জানি তখন আমার প্রথম মূলধন হিসেবে বিনিয়োগ ছিল 5 ডলার । যখন 5 ডলার ডিপোজিট করে ট্রেডিং শুরু করলাম তখন আসলে ধীরে ধীরে ফরেক্স ট্রেডিং এর প্রেমে পড়ে যেতে শুরু করলাম । তারপর থেকে ফরেক্স ট্রেডিং এর জন্য ইচ্ছা বা আগ্রহ দুইটাই বাড়তে থাকল । তারপর যখন ধীরে ধীরে ফরেক্স ট্রেডিং শিখতে লাগলাম তখন বুঝলাম ফরেক্স মার্কেটে ভালো তাহলে শুধুমাত্র জ্ঞানই যথেষ্ট নয় আপনারআপনার দরকার একটা ভালো পরিমাণ মূলধন তাহলে আপনি জ্ঞান এবং মূলধনের সমন্বয়ে ফরেক্স ট্রেডিংয়ে একজন দক্ষ ট্রেডার হয়ে উঠতে পারেন।