আপনি চাইলেও ফরেক্স থেকে সবসময়ে প্রফিট বের করতে পারবেন না। আর যদি সবসময়ে প্রফিট বের করতে জান তাইলে পুজি খালি করতে পারেন। আপনার উচিত টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করা।
Printable View
আপনি চাইলেও ফরেক্স থেকে সবসময়ে প্রফিট বের করতে পারবেন না। আর যদি সবসময়ে প্রফিট বের করতে জান তাইলে পুজি খালি করতে পারেন। আপনার উচিত টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি ফান্ডামেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ডেইলির ট্রেড ডেইলি ক্লোজ করা।
জী না ফরেক্স মার্কেট হতে সব সময় লাভ করা সম্ভব নয়,আপনি যত বড় ট্রেডার হন না কেনো আপনি সব এন্ট্রি থেকে প্রফিট করতে পারবেন না,আপনার অনেক এন্ট্রি তে লস হবে,কিন্তু যারা অনেক দক্ষ ট্রেডার তারা এই বিজিনেস হতে লস এর তুলনায় লাভ বেশি করে থাকে।
ফরেক্স থেকে লাভ করা সবারি সমভব মনে করা যায়। কারন যদি ফরেক্সের এই বিজনেস এর বিসয় আপনার কনো অভিগতা থাকে বা আইডিয়া থাকে তাহলে সমভব। সুতারং অলপো পুজিতেও লাভ করা সমভব। আপনি যদি বুদ্ধি খাটিয়ে ফরেক্সের এই ব্যপসা করতে পারেন তাহলে সমভব হবে।
আমরা জানি আমার মতে ফরেক্স থেকে সব সময় লাভ করা সম্ভব না তবে হ্যাঁ বেশিরভাগ সময় লাভ করা সম্ভব। কারণ ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে অনেক ভেবে চিন্তে করতে হবে তারপরও যেহেতু অনলাইন সিস্টেম যেকোনো সময় আপডাউন করতে পারে তা নিশ্চিত ভাবে লাভ করা সম্ভব এটা বলা যাবে না তবে হ্যাঁ যদি আপনার সবকিছুই এনালাইসিস করে ট্রেড করতে পারেন তাহলে বেশি লাভ করা সম্ভব হবে। ফরেক্স মার্কেটে অনেক দক্ষ ও অভিজ্ঞ পুরনো ট্রেডার আছে যারা অনেক মুনাফা এখান থেকে অর্জন করতে পেরেছে কিন্তু তারপরও সব সময় যে তারা লাভ করেছে বিষয়টা এরকম নয় অনেক সময় লস করতে হয়।
যদি ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে থাকেন তাহলে আপনি চাইলেই পারবেন ফরেক্স থেকে ভাল লাভ করতে । এ জন্য আপনার সবার আগে যা দরকার তা হল অবিজ্ঞতা যাতে করে আপনি এই মার্কেট এ আপনার অবিজ্ঞতা কে কাজে লাগিয়ে ভাল করে সফল হয়ে যেতে পারেন । ফরেক্স বিজনেস অনেক লাভজনক একটি ব্যবসা।
হ্যা আমি বিশ্বাস করি ফরেক্স থেকে সব সময় লাভ আসবে না কারণ ফরেক্স মার্কেট বিভিন্ন দেশের অর্থনৈতিক মুদ্রা নিয়ে গঠিত। এই মার্কেটের গতি প্রকৃতি খুব দ্রতই পরিবর্তন করে থাকে এবং চলমান গতি বুঝা খুব কঠিন। কেননা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা প্রেক্ষিতে সেই দেশের মুদ্রার মুল্য নিজেই উঠা নাম করে থাকে। যেহেতু মার্কেট এর অবস্থান সম্পর্কে সব সময় বুঝা সম্ভব না বলে আমি এখান থেকে সব সময় মুনাফার আশা করি না আর করা সম্ভবও না।
ফরেক্স থেকে সব সময় লাভ করা সম্ভব নয়।আপনি যত ভাল ট্রেডার ই হোন না কেন প্রতি ট্রেডেই আপনার লাভ হবে এমন নয়।তবে আপনি ভাল ট্রেডার হলে আপনার ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে।ফরেক্স এ সব ট্রেডেই আমি লাভ করব এমন না ভেবে ভালভাবে ফরেক্স শেখাটাই বেটার বলে আমি মনে করি।আপনাকে লাভ করতে হলে ট্রেড সঠিক সময়ে এন্ট্রি করতে হবে সেটা বাইতে না সেল এ করবেন সেটা জানতে।সব ধরনের এনালাইসিসগুলো আপনাকে জানতে হবে।মানি ম্যানেজমেন্টের সঠিক ব্যবহার জানতে হবে।স্টপলস এবং টেক প্রফিট কখন নিতে হবে এসব জানতে হবে।আপনি যখনই এসব ডেমোতে প্র্যাক্টিস করবেন তখন আরো বেশি দক্ষ হবেন ফলে ট্রেড এ আপনার লাভ হবে।আবার লস হলেও সেটা খুব বেশি না।এজন্য আগে ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করে দক্ষ হতে হবে।
যে কোন ব্যবসায় লাভ লস দুটোই থাকে এটা ডিপেন্ড করে ব্যক্তির পার্ফরমেন্স এর উপর। ফরেক্স থেকে সবসময় লাভ করা সম্ভব নয় তবে অভিজ্ঞতা অার ধৈর্য্য থাকলে অধিকাংশ ক্ষেত্রে মুনাফা অর্জন করা যায়। ফরেক্স একটি সাধনার বিষয় যে যত টাইম স্পেন্ড করবে এখানে সে তত বেশি সাফল্য অর্জন করতে পারবে।
আমার মনে হয় ফরেক্স একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।ফরেক্স থেকে আপনি ভাল প্রফিট পেতে পারেন যদি আপনি ফরেক্স সম্পর্কে অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকেন। ফরেক্স থেকে ভালো কিছু পাওয়ার আগে নিজেকে একজন দক্ষ এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলা অত্যাবশ্যক। আগে ফরেক্স সম্পর্কে জানুন,শিখুন এবং তারপরেই ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট পেতে হলে ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট এর প্রতি গুরুত্ব আরোপ করতে হবে।আমি মনে করি সঠিক মানি ম্যানেজমেন্টই ফরেক্স এর সফলতার মূল চাবিকাঠি। ফরেক্স সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞ সে ততো লাভবান হবে। ফরেক্স থেকে ভালো কিছু পাওয়া সম্ভব যদি ফরেক্স আপনি নিজের আয়ত্তে আনতে পারেন।এজন্য মানি ম্যানেজমেন্ট, মার্কেট এর অবস্থান এবং ফরেক্স এর বিভিন্ন এনালাইসিস গুলো সঠিকভাবে করতে হবে। ফরেক্স এর সফলতার আরেকটি চাবিকাঠি হচ্ছে ধৈর্যশীলতা। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে যে যত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে পারবে সে ততই বেশি লাভবান হবে বলে আমি মনে করি। আরেকটি কথা সেটা হচ্ছে ফরেক্স করতে আসার আগে নিজের মন থেকে লোভ ত্যাগ করতে হবে।মনে রাখবেন ফরেক্স খুবই ঝুঁকিপূর্ণ একটি ব্যাবসা যার সামান্যতম ভুল আপনার ভবিষ্যৎ জীবনকে ধ্বংস করে দিতে পারে।আপনি যদি ফরেক্স ভালোভাবে বুঝে শুনে দক্ষতার সাথে চালিয়ে যেতে পারেন তাহলে আমি মনে করি আপনি অবশ্যই ফরেক্স থেকে ভালো কিছু পাবেন।
ফরেক্স থেকে সব সময় লাভ আসবে না কারণ ফরেক্স মার্কেট বিভিন্ন দেশের অর্থনৈতিক মুদ্রা নিয়ে গঠিত। এই মার্কেটের গতি প্রকৃতি খুব দ্রতই পরিবর্তন করে থাকে এবং চলমান গতি বুঝা খুব কঠিন। কেননা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা প্রেক্ষিতে সেই দেশের মুদ্রার মুল্য নিজেই উঠা নাম করে থাকে। যেহেতু মার্কেট এর অবস্থান সম্পর্কে সব সময় বুঝা সম্ভব না বলে আমি এখান থেকে সব সময় মুনাফার আশা করি না আর করা সম্ভবও না।