এখানে ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য্ বলতে কিছুনাই। লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে না । যে ব্যবসায় যত লাভ করার সুযোগ রয়েছে সে ব্যবসায় তত লস হওয়ারও সম্ভাবনা থাকে। তাই সব সময় ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেওয়া বুদ্দিমান এর কাজ না।
Printable View
এখানে ভালো ভাগ্য আর খারাপ ভাগ্য্ বলতে কিছুনাই। লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে না । যে ব্যবসায় যত লাভ করার সুযোগ রয়েছে সে ব্যবসায় তত লস হওয়ারও সম্ভাবনা থাকে। তাই সব সময় ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেওয়া বুদ্দিমান এর কাজ না।
ব্যবসায় লাভ লস দুইটাই থাকে। কিন্তু কেউ কোন ব্যবসায় লস আশা করে না। কিন্তু তার পরেও দেখা যায় লস অনেক সময় লস হয়ে যায়। এই লস করার পেছনে কিছু কারন থাকে তার মধ্যে প্রধান কারন হল অদক্ষতা। যেমন ফরেক্সে ব্যবসা করতে হলে আপনাকে ফরেক্স এর ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে। না জেনে ব্যবসা করতে গেলে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা আমরা স্টপ লস ও টেক প্রফিট সম্পর্কে জানি। আপনি ট্রেড করার সময় বেশি প্রফিটের আশায় শুধু টেক প্রফিট ব্যবহার করলেন কিন্তু স্টপ লস ব্যবহার করলেন না। দেখা গেল আপনি যখন অনলাইনে নেই তখন বাজার লসে আছে।৷ তখন এমনও হতে পারে আপনার মুলধন জিরও হয়ে যেতে পারে। তাই ফরেক্সে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কাজ ভাল করে শিখতে হবে তা না হকে আপনাকে লস করতে হবে। সুতরাং দেখা যাচ্ছে ব্যবসায় লাভ লস নিজের দক্ষতার উপরই নির্ভর করছে।
যে ব্যবসায় যত লাভ করার সুযোগ রয়েছে সে ব্যবসায় তত লস হওয়ারও সম্ভাবনা থাকে। আর ব্রোকারগুলোর ব্যবসা নির্ভর করে আমাদের ট্রেডের উপর, আমরা যত বেশি ট্রেড করবো তাদের ততো স্প্রেড বা কমিশন। সুতরাং কোন এগুলো নির্ধারণ করে দিলে আমরা কম্পিউটারের সামনে থাকি বা না থাকি নির্ধারিত মূল্যে লাভ অথবা লস সহ ট্রেডটি ক্লোজ হয়ে যাবে।
আমি বলবো ফরেক্স এ লাভ বা লস করাটা ভাগ্যের উপর নির্ভরশীল নয়। এখানে ভাগ্যের উপর নির্ভর করাটা হবে একদম বোকামি। ফরেক্স এ যদি আপনি মার্কেট সম্পর্কে এনালাইসিস করে ট্রেড ওপেন করেন তাহলে আপনি যেটা ধারণা করেছিলেন ট্রেড ওপেন করার পর ও সেই একই ঘটনা ঘটবে। ভাগ্যের উপর তখনই নির্ভর করতে হবে যখন আপনি কোনো এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করবেন। তাই আপনারা কখনো ভাগ্যের উপর নির্ভর করবেন না।
আপনি যথার্থই বলেছেন, কারণ লাভ-লস শুধুমাত্র আপনার ভাগ্যের উপর নির্ভর করে না এটা নির্ভর করে আপনার অভিজ্ঞতা ও দক্ষতার ওপর। আপনার যদি ফরেক্স মার্কেট সম্পর্কে উপযুক্ত জ্ঞান ,অভিজ্ঞতা ও দক্ষতা থাকে এবং খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে অবশ্যই লাভ করতে পারবেন,কিন্তু আপনি যদি কোন প্রকার এনালাইসিস অফ মানি ম্যানেজমেন্ট ছাড়া নিজের খুশিমতো ট্রেড করেন তাহলে লস করবেন এটাই স্বাভাবিক। আর তখন যদি আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করেন এটা সম্পূর্ণ বোকামি ছাড়া আর কিছুই না।তাই ফরেক্স মার্কেটে লাভ লস এর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ না করে নিজেকে ফরেক্স সম্পর্কে জ্ঞানী ও অভিজ্ঞ করে তুলুন সেই সাথে প্রচুর পরিমানে সময় দিয়ে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলুন তবেই আপনি ফরেক্স থেকে লস এর পরিবর্তে লাভ করতে পারবেন।
আমাদের ভাগ্যে বিশ্বাস করা উচিৎ। তা না হলে যাদের অপছন্দ করি,তাদের সাফল্যকে কী বলে মেনে নেব। লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে না।ভাগ্যকে দোষারোধ করে লাভ নাই। কর্মের ফল পেতে হয়।ভালো কর্ম হলে ভালো ফল হয়।তাই কর্মের উপর বিশ্বাস রাখা উচিৎ বেশী। যে যতবেশী কর্মঠ তার ফল ততো ভালো। যতবেশী পরিশ্রমী হবেন ততো বেশী লাভ হবে।যদি আপনি জেনে বুঝে মাথা কাটিয়ে ট্রেড করেন তাহলে ভালো ফল পাবেন।আর না বুঝে কাজ করলে লস হবে
ফরেক্স লাভ লস ভাগ্যের উপর ছেড়ে দিলে কখনোই ফরেক্স থেকে প্রফিট করা সম্ভব না। কারন জুয়া খেলার সাথে তাহলে ফরেক্স তুলনা করা যাবে। তাই ফরেক্স এ আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফরেক্স ট্রেড সফলতা অর্জন করতে হবে। সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না। ফরেক্স সম্পূর্ণ নির্ভর একজন ট্রেডার এর দক্ষতার উপর।
ফরেক্স এ লাভ লস ভাগ্যর উপর নির্ভর করে না।এটা নির্ভর করে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর।ভাগ্যর উপর নির্ভর করেনা এর স্বপক্ষে আমার যুক্তি হল যদি ফরেক্স ভাগ্যর উপরেই নির্ভর করত তাহলে আপনাকে ফরেক্স শেখা লাগত না শুধু ইচ্ছামত ট্রেড করতেন লাভ এমনিতেই হয়ে যেত।এমন কখনোই সম্ভব না।ফরেক্স এ ভাগ্য তৈরি করে নিতে হয়।আগে সম্পূর্ণ ফরেক্স আয়ত্বে নিয়ে এসে নিয়মিত ডেমোতে প্র্যাক্টিস করে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে।আপনি ফরেক্স এ যত বেশি দক্ষ হবেন তত ভাল ট্রেড বুঝতে তত ভাল লাভ করতে পারবেন।এজন্য ভাগ্য কে দোহাই না দিয়ে আগে ভালভাবে ফরেক্স শিখুন দক্ষ ও অভিজ্ঞ হন সফলতা আসবে।
ফরেক্সের লাভ লস ভাগ্যের উপর নির্ভর করে কথাটা একটুও সঠিক না।ফরেক্স কোন জুয়া বা লটারি না ফরেক্স একটা ব্যবসা তাই ফরেক্সে ভাগ্যের কোন রুপ খেলা নয়। ফরেক্সের লাভ লস সম্পূর্ণ নির্ভর করে দক্ষতা ও অভিজ্ঞতার উপর। দক্ষতা ও অভিজ্ঞতা ভাল হলে অবশ্যই লাভ হবে। আর ঠিক তেমনি দক্ষতা ও অভিজ্ঞতা কম হলে লসের মূখে পরতে হয়।
তাই আমি বলব ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করতে হবে।
লাভ লস ব্যবসায় এর অংশ। এটি নির্ভর করে একজন ব্যক্তির দক্ষতা অার পরিশ্রম এর উপর। ভাগ্য লাভ লস এনে দেয় না। এগুলো নির্ভর করে মেধার উপর। অাপনি যেমন ইনপুট দিবেন তেমন অাউটপুট পাবেন। সুতরাং মনোযোগ দিয়ে কাজ করতে হবে তবেই সফলতা অাসবে। ভাগ্যের উপর নির্ভর করে কিছুই হয় না।