ছাত্র জিবনে ফরেক্স খুব গুরুতব পুরন ভুমিকা পালন করে |ফরেক্স মাকেট ছাত্রদের আয়ের সুযোগ করে দেই ছাত্র জিবনে আনেকে আছে জারা কাজ পাই না তারা এ ফরেক্স করে তাদের চাহিদা পুরন করছে জীবন কে সফলতা এনে দিয়াছে| আমি মনে করি ফরেক্স ছাত্র দের জীবনকে পরিবতন করাছে|
Printable View
ছাত্র জিবনে ফরেক্স খুব গুরুতব পুরন ভুমিকা পালন করে |ফরেক্স মাকেট ছাত্রদের আয়ের সুযোগ করে দেই ছাত্র জিবনে আনেকে আছে জারা কাজ পাই না তারা এ ফরেক্স করে তাদের চাহিদা পুরন করছে জীবন কে সফলতা এনে দিয়াছে| আমি মনে করি ফরেক্স ছাত্র দের জীবনকে পরিবতন করাছে|
ফরেক্স এর ভুমিকা আসলে প্রায় সব ক্ষেত্রেই আমরা উপলব্ধি করতে পারি । কেননা এটা যে কোন বয়সের কিংবা পেশার মানুষকে আর্থিকভাবে স্বচ্চ্বল হতে সাহায্য করে । আর আমরা যারা ছাত্র আছি তাদের জন্য এটাতো অনেক বড় একটা আশির্বাদ । কেননা এর মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক আর্থিক সংস্থার সাথে ব্যবসা করা ও প্রচুর জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছি ।
আসলে কেউ যদি পড়ালেখাকে প্রধান্য দিয়ে পার্ট টাইম জব হিসেবে ফরেক্স কে গ্রহন করা যায় তাহলে আশা করি ফরেক্স ছাত্র জীবনে গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করতে পারবে। কিন্তু রাতা রাতি বড়লোক হওয়ার আশায় যদি কেউ ফরেক্সকে প্রধান্য দেয় আর পড়ালেখাকে পার্টটাইম হিসেবে গ্রহন করে তাহলে ফরেক্স তার জীবনে কোন সফলতা বয়ে আনতে পাবেনা। তাই ছাত্র জীবনের সফলতা ব্যার্থতা নির্ভর করবে একজন ছাত্র এটাকে কিভাবে গ্রহন করছে তার মনোভাবের উপর।
আমি মনে করি ছাত্র জীবনে ফরেক্স অনেক গুরুত্বপূণ ভমিকা পালন করে । এক জন ছা্ত্র টিউশনি খুজতে যখন খুব ব্যাস্ত তখন ফরেক্স থেকে খুব সহজে একটু ধারনা নিয়ে কাজ করলে আয় করা সম্ভব । তাছাড়া ছাত্র জীবন থেকে ফরেক্স করলে অনেক অভিজ্ঞতা অরজন করা যায় । ভাল করতে পারলে চাকরির জন্য আপেক্ষা করা লাগে লাগবে না।
ছাত্র জীবনে আমি মনে করি ফরেক্স আমাদের অনেক উপকার করে থাকে ফরেক্স করে আমরা আমাদের অর্থনৈতিক চাহিদা পুড়ন করতে পারি । ছাত্র জীবনে ফরেক্স দিয়ে আমারা আমাদের নিজ নিজ করমসংস্তান গড়ে তোলতে পারি । ছাত্র জীবনে ফরেক্স করে আমরা পারব আমাদের জীবন কে আর বেশী সুন্দর করে গড়ে তোলতে ,ফরেক্স করে একজন ছাত্র তার ভবিষ্যৎ কে উজ্জ্বল করতে পারবে ।
ছাত্র জিবনে যদি অর্থনৈতিক সমস্যা থাকে , ফরেক্স করে তা মেটানো যেতে পারে। সমস্যা না থাকলেও ফরেক্স শিখে রাখা যেতে পারে যাতে, ভবিস্যত জিবনে ফরেক্স কে ক্যারিয়ার হিসাবে নিতে পারে। টাকার সমস্যা না থাকলে পড়াশুনাই ছাত্রদের একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ।
ছাত্র জীবনে ফরেক্স গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে পারে কারন প্রত্যেক চাত্রের খরচের জন্য টাকার প্রয়োজন হয় আর ফরেক্স করে সে টাকা আয় করতে পারে তার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে।তাহলে পড়া লেখার পাশাপাশি আয় করা জানতে পারলে নিজের খরচ নিজে করতে পারল।
ছাত্রজীবনে ফরেক্স এর গুরুত্ব আছে। বিশেষকরে যারা এখন অনার্স বা মাস্টার্স করছে তাদের জন্য। কারন একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র যদি তার হাত খরচ বা আনুষানজ্ঞিক খরচ এর জন্য পরিবার এর কাছে যায় তাহলে তা খুবই বেমানান এবং অপমানজনক। তাই পড়ালেখার পাশাপাশি আমি মনেকরি ফরেক্স পার্ট টাইম হিসেবে ভাল সাপোর্ট দিবে।
আমি মনে করি একজন ছাত্রের জীবনে ফরেক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । এই সময় ছাত্ররা বিভিন্ন পার্ট টাইম চাকুরী অথবা যে কোন কাজের সন্ধান করে থাকে ফরেক্স মার্কেট তাদের কে কাজের সুবিধা দিয়ে আত্মকর্মসংস্থান তৈরি করে দিয়ে থাকে । অন্তত নিজের খরচ টা নিজে চলাতে পারবে। এতে পরিবারের উপর থেকেও কিছুটা চাপ কমবে।
ছাত্র জীবন থেকেই ফরেক্স করা যেতে পারে। অল্প বয়স থেকে চেষ্টা করলে পরিনত বয়সে প্রতিষ্ঠিত একজন সফল ট্রেডার হওয়া যায়। তবে পড়া শুনা বজায় রেখে এটা করা গেলে কোন সমস্যা হবার কথা নয়। অতিরিক্ত লোভ ছাত্র জীবনে এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।