আমার প্রথম ডিপোজিট বলে কিছু নেই কারণ কি আমি ডিপোজিট এখনো করিনাই এখান থেকে যে বোনাস পায় তাই দিয়ে ট্রেড করি।
Printable View
আমার প্রথম ডিপোজিট বলে কিছু নেই কারণ কি আমি ডিপোজিট এখনো করিনাই এখান থেকে যে বোনাস পায় তাই দিয়ে ট্রেড করি।
আমি সবার আগে ডিপোজিট করেছিলাম ১০ ডলার শুধু তারপরেই আমি ১ সেন্ট এ ট্রেড করা শুরু করি ১০ কে আমি ১৪ বানিয়ে ফেলেছিলাম ২ সপ্তাহে কিন্তু মাস শেষ না হতেই আমি আমার তাকাটা লস করে ফেলি আমার ভুলের জন্য কারন আমি ভাবছিলাম বেশী লট দিলে বেশী লাভ করতে পারব তাই অবশেষে লস করেই ফেললাম । ইনভেস্ট করেছি অনেকটা হুজুগের বশে।আমি নতুনদের বলব,আগে শিখুন,তারপর ইনভেস্ট করুন।
আমি ফরেক্স মার্কেটে রিয়েল ট্রেডিং শুরু করার সময় নিজের পকেট থেকে কোন প্রকার ডিপোজিট না করে ফোরাম থেকে অর্জিত বোনাস কে ডিপোজিট হিসেবে ব্যবহার করি। ওই সময় আমার ডিপোজিট এর পরিমাণ ছিল মাত্র 37 ডলার।কিন্তু এই 37 ডলার ডিপোজিট হিসেবে ব্যবহার করে ট্রেডিং করে প্রফিট করতে সক্ষম হয় এবং ধীরে ধীরে আমার ডিপোজিট এর পরিমাণ বাড়তে থাকে।
আমার প্রথম ডিপোসিট ছিল ১০০ ডলার। কিন্ত ওই ১০০ ডলার জিরো হতে সময় লাগল ২ ঘণ্টা। পরের বার ডিপোসিট ছিল ১০০ ডলার সেটা জিরো হতে সময় লাগল ৩ দিন । পরের বার ডিপোসিট করলাম ৫০০ ডলার। ফলে এখন মানি ম্যানেজমেন্ট ঠিক করে ট্রেড করলাম ফলে এখন আর একাউন্ত জিরো হয় নাই।
বাংলাদেশে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হল পোষাক শিল্প। ফরেক্স বৈদেশিক মুদ্রঅ অর্জনে তেমন ভুমিকা রাখতে পারবে বলে মনে হয়। তবে এখাতে আমাদের অংশ গ্রহন বাড়াতে হবে। আমি সর্বপ্রথম ইন্সটাফরেক্স এ বিনিয়োগ করেছিলাম এবং তখন দেখেছিলাম তারা সর্বনিম্ন কত গ্রহণ করে। যখন দেখলাম তারা সর্বনিম্ন ১ ডলার গ্রহণ করে তখন আমি আমার একাউন্ট থেকে ২ ডলার বিনিয়োগ করেছিলাম। এটাই আমার প্রথম বিনিয়োগ ছিল এই ফরেক্স মার্কেটে।
ফরেক্স মার্কেট এ আমি সর্ব প্রথম ডিপোজিট করেছিলাম অনেক কম তাই আমি এখন আর ডিপোজিট করছি না আমি এই ফোরাম থেকে কিছু বোনাস পেলে এবার আমি আবার আগের মত করে ট্রেড করা শুরু করে দিব।ফরেক্স শিখার মধ্যে যদি কোন ভুল থাকে তাহলে আমি কখনই আমার এই শিক্ষা থেকে আমি লাভ করতে পারব না তাই ভাল করে ফরেক্স শিখে তারপর বিনিয়গ করা দরকার।
আমি আমার প্রথম ডিপোজিট নিয়ে খুব আশাবাদি। আশা করি ভাল পরিমানের একটা ডিপোজিত কল্রতে পারব। আমি যদি ভাল ভাবে কাজ করতে পারি তাহলে মনে হয় ৫০-১০০ ডিপোজিট করতে পারব। ফরেক্স মার্কেট এ আপনি যদি চান ভাল করে ট্রেড করতে তাহলে আপনাকে ফরেক্স শিখে এই মার্কেট থেকে ট্রেড করতে হবে আর বড় ডিপোজিট ট্রেড করার জন্য অনেক ভাল হবে বলে আমি মনে করি ।
আমি আমার প্রথম জীবনে ফরেক্স এ ১০ ডলার দিয়ে ট্রেড শুরু করি। তারপর যখন একটু প্রফিট করা শিখি তখন আমি ৫০ ডলার বিনিয়োগ করে ট্রেড শুরু করি। তখন কিছু প্রফিট করলেও সেটা ধরে রাখতে পারিনি। কারন মার্কেট এ আমি তখন ভালো করে এনালাইসিস বুঝতে পারতাম না।
আমার প্রথম একাউন্ট ইনভেস্ট ছিল ৫০ ডলার।আমিও মনে করছিলাম যে আমি হওত অনেক ডলার আয় করতে পারব।কিন্তু আমার ব্যলেস্ন দুই দিনেই ০ হয়ে যাই।কারন আমি মানি মানেজমেন্ট সম্পর্কে জ্ঞান ছিল না।এখন আমি মনে করি একজন দক্ষ ট্রেডারই এই মার্কেট থেকে টাকা আয় করতে পারে। তাই ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্রেড করতে হলে আমাদের কে অনেক বেশি করে পড়তে হবে তাহলে রিয়াল মার্কেটে টিকে থাকতে পারব।তবে আমাদের কে অনেক বেশি পড়তে হবে এবং ডিপোজিট বেশি করে করতে হবে।
যখন আমি ফরেক্স এ নতুন এসেছিলাম তখন আমার ট্রেনং মাস্টার আমাকে ১০০ ডলার নিতে বলেছিল । আমাকে কিছু উপদেশ দিয়েছিল , তাহল আমাকে মানি ম্যানেজমেন্ট করতে বলেছিল এবং ত্যাগ , লোভ থেকে বিরত থাকা , ধৈর্য ইত্যাদি গুন থাকতে বলেছিল ।এখানে সবার আগে আপনাকে সেই মূলধন এর ম্যানেজমেন্ট করতে হবে এতে করে আপনার ট্রেড করার ক্ষেত্রে ঝুঁকি অনেকাংশ কমে যাবে যার কারনে আপনি এই মার্কেট থেকে ভাল ফলাফল পেতে পারেন ।