প্রত্যেক মানুষ ভুল করে এবং সে সেই ভুল থেকে শিক্ষা নেয় ।যখন ভুল হয় তখন ভুল থেকে রিকভারি করার জন্য অনেক চিন্তা করতে হয় ও কঠোর প্ররিশ্রম করতে হয় এবং এই চিন্তা ও পরিশ্রমের জন্য আরো ভাল করা যায় ।
Printable View
প্রত্যেক মানুষ ভুল করে এবং সে সেই ভুল থেকে শিক্ষা নেয় ।যখন ভুল হয় তখন ভুল থেকে রিকভারি করার জন্য অনেক চিন্তা করতে হয় ও কঠোর প্ররিশ্রম করতে হয় এবং এই চিন্তা ও পরিশ্রমের জন্য আরো ভাল করা যায় ।
যে ব্যক্তি তার ভুল থেকে শিক্ষা নিতে পারে আমার মতে সে খুব তাড়াতাড়ি ভাল ট্রেডার হতে পারে। কারণ আমরা যদি আমাদের ভুল থেকে সঠিকভাবে শিক্ষা নিতে পারি তাহলে আমরা খুব সহজেই সেই ভুলগুলো পুনরায় করা থেকে বিরত থাকতে পারবো আর আমরা যদি সেটা করা থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা আমাদের মুনাফা খুব সহজেই বাড়াতে পারবো। তাই আমাদের সকলেরই উচিত আমাদের ভুল থেকে শিক্ষা নেওয়া।
আমার মতে মানুষ ভুল থেকেই শিক্ষা নেই।মানুষ যে কাজে একবার ভুল করে সে কাজ আবার মানুষ করতে চাই না আর করলেও ভালোভাবে জেনে সাবধানে অনেক চিন্তাভাবনা করে কাজ করে।ফরেক্স এর ব্যপারে আমি বলি যে যতোই ভাল ট্রেডার হোক না কেন।সে লস করেই লাভ করা শিখে আর লস করে যদি আপনি লাভ করেন তাহলে আপনি একজন ভাল ট্রেডার হতে পারে।তাই আমরা একবার ভুল থেকে শিখে নিতে পারি যে কোনটা ভুল আর কোন ঠিক।
ভূল মানুষের জন্য। পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে কখনো ভূল করে না। তবে ভূল থেকে শিক্ষা নেওয়া উচিৎ। এতে ভূল হওয়ার কারণগুলি জানা যায় এবং পরবর্তীতে এই সব ভূল থেকে বিরত থেকে সতর্ক হওয়ার সুযোগ পাওয়া যায়। আমিও ফরেক্সে ট্রেড করতে গিয়ে প্রথম দিকে অনেক লসেরর মধ্যে ছিলাম। লসের কারণটি বুঝতেও পারলাম। আসলে এটা আমার এনালাইসিসে ভূল ছিল। আমি সঠিক সময়ে ট্রেড না করে ভূল সময়ে ট্রেড করি। কিছু সময় পর বাজার অনেক বিপরীতে চলে যায়। কয়েকদিন অনেক লসের মধ্যে ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমার এনালাইসস সঠিক ছিল না। এখন আমি সতর্ক হয়ে গেয়েছি। এই ভূল আর করি না।
ভুল যেকোনো মানুষের একটি স্বাভাবিক কার্যকলাপ। কারন মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে কমবেশি ভুলের সম্মুখীন হয়ে থাকে।এজন্য কেউ যদি তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে চায় তবে তার ভুল হোক ছোট অথবা বড় তা থেকে অবশ্যই বাস্তব শিক্ষা গ্রহণ করা উচিত।কারণ সে যদি প্রতিটি ভুল থেকে কোন শিক্ষা গ্রহণ না করে তবে তার ভুলের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাবে। এ জন্য ফরেক্স মার্কেট প্লেসে ভুল থেকে শিক্ষা গ্রহণ করা একটি প্রয়োজনীয় বিষয়। তাই আমার মতামত কেউ যদি ফরেক্স এর ভুলবশত লস এর সম্মুখীন হয় তবে পূর্বে কি কারনে সে ভুল করেছিল এই বিষয়টি অবশ্যই অভিজ্ঞ ট্রেডারদের সাথে আলোচনা পূর্বক তার পরামর্শ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।
মানুষ মাত্রই ভূল। প্রত্যেকটা মানুষের জীবন এ ভূল করবে এটাই স্বাভাবিক। ভূল না করাটাই অস্বাভাবিক। কারণ ঠিক ভূল নিয়েই মানুষের জীবন। তাই বলে ভূল করে বসে থাকলে বা মন খারাপ করে থাকলে চলবে না। ভূল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করতে হবে। আর এটাই জীবন এর স্বার্থকতা। যে কোন জিনিস শুরু করতে গেলে ভূল হতেই পারে,,কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়ে আবার জীবন পথ চলতে শুরু করতে হবে।
ব্যর্থতাই সফলতার সোপান।ব্যর্থতা নিয়ে বসে না থেকে ব্যর্থতার কারণ খুজে ভূল শুধরে সামনের দিকে চললেই তো সফলতা মিলবে।ভূল টা অস্বাভাবিক কিছু না।ভূল হতেই পারে। ভূলের কারণে হেরে গেলে জীবন ও তো হেরে গেলো।ভূল নিয়ে মন খারাপ করে বসে থাকা কিংবা বাদ দিলে কি জীবনে সফলতাকে কখনো ছুয়ে দেখা সম্ভব না।ব্যর্থ হলে বসে না থেকে ব্যর্থতার কারণ খুজে বের করতে হবে।ফরেক্স শুরুতেএ ভূল একটা কমন বিষয়।এই ভূলের কারণ ও প্রতিকার যদি খুজে বের করা যায় তবে সফলতা নিশ্চত।
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছেন যারা অনেক ভুল করে আসলে আমাদের ভুল করা থেকে বাচতে হলে ভাল করে ফরেক্স শিখতে হবে তাহলে আমাদের আর কোন ভুল হবে না ফরেক্স থেকে আমাদের কে সব সময় মনে রাখতে হবে সামান্য ভুলের জন্য আমরা এই মার্কেট হতে অনেক কিছু হারিয়ে ফেলি নিমিষে ।
আমরা ফরেক্স ট্রেডিংয়ে প্রতিনিয়ত কম বেশি ভুল করে থাকি। আর এই ভুলের কারণেই আমরা বারবার লস করি বা লস এর সম্মুখীন হই।তাই আমাদের উচিত হবে আমরা যে সকল ভুলের কারণে লস এর সম্মুখীন হয়েছি সেই ভুল গুলো যেন বারবার না করি। এই সকল ভুলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা যেন পরবর্তীতে একই ভুলের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমাদের ভুলের কারণ গুলো খুঁজতে হবে। তাহলে আমরা ভুলগুলো থেকে আশা করি উত্তরণ পাব।
আপনি খুব ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, কারণ ফরেক্সে এমন কোন ট্রেডার নেই যে বলতে পারবে সে কখনো কোনো ভুল করেনি, আর মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক,তবে হ্যাঁ আমরা যদি আমাদের এই ভুলের কারণ গুলোকে অর্থাৎ কি কারণে ভুল হয়েছে সেই বেশ হয় গুলো কে সঠিকভাবে খুঁজে বের করে সে বিষয়ে নিজেদের কে সচেতন করে তুলতে পারি তাহলে পরবর্তীতে এই ভুলগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারব। আর এটা করতে পারলে অবশ্যই আমরা ফরেক্স থেকে লস এড়িয়ে প্রফিট করতে পারব। এজন্য আমি মনে করি আমাদের করা সমস্ত ভুল গুলোকে একটা চার্ট আকারে লিপিবদ্ধ করে আমাদের চোখে পড়ে এমন জায়গায় রাখা উচিত যাতে করে এই বিষয় গুলো সম্পর্কে আমরা সব সময় সচেতন থাকতে পারি। পাশাপাশি এই ভুল থেকে অর্জন করা শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগাতে পারে।