-
আমি মনে করি যে যে কোন ব্যবসাতেই লাভ-লস থাকবেই। লাভ লস একে অপরের পরিপূরক।যদি কোন ব্যবসাতে লস না থাকে তাহলে সেটাকে ব্যবসা বলা যাবে না। আর ব্যবসায় লস কখনো ভাগ্যের উপর নির্ভর করে না। লস সম্পূর্ণই আপনার নিজের কর্মের উপর নির্ভর করে। যারা না বুঝে শুনে ব্যবসা করে তারাই কেবল মাত্র লস এর মুখে পড়ে এবং ভাগ্যের দোষ দেয়। আর ফরেক্সে যারা লস এর মুখে পড়ে আমি মনে করি তারা অনভিজ্ঞ। দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেট ট্রেড করতে আসা ঠিক না।আগে ফরেক্স মার্কেট সম্পর্কে বিস্তারিত বিষয় গুলো জানতে হবে তারপরে আপনি এর থেকে ভালো কিছু পাবেন।মনে রাখবেন ফরেক্স মার্কেট আপনার ভাগ্যের পরিবর্তন করে দিতে সাহায্য করবে যদি আপনি ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে থাকেন।আর যারা মনগড়াভাবে ফরেক্স এ ট্রেড করেন তারাই লস এর মুখে পড়েন এবং ভাগ্যের উপর দোষটা চাপিয়ে দেন।
-
অনেকেই আছে যারা লস হলে ফরেক্স মার্কেট কে দোষ দেয় , ফরেক্স মার্কেটে লাভ বা লসের জন্য ভগ্যের দোষ দেওয়া ঠিক নয়। ফরেক্স মার্কেটে যারা বেশিরভাগ ক্ষেত্রে লসের স্বীকার হয় তাদের প্রথম কারন ফরেক্স মার্কেট সম্পর্কে অঞ্জতা। ফরেক্স মার্কেটে যেমন লাভ বা লস চোখেরে সামনে দেখা যায় এবং কন্ট্রোল করা যায় যা অন্য কোন ব্যবসায় সম্ভব না। ফরেক্স মার্কেটে যারা লস করে বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে লোভ কাজ করে। লোভ করে বড় ট্রেড দেওয়া হয় আর লসের স্বীকার হয়। তখন ভাগ্যকে দোষ দেয়। ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে মানি ম্যানেজেমেন্ট ঠিক রাখতে হবে এবং লোভ বর্জন করতে হবে। তাহলে ভাল ফলাফল আশা করা সম্ভব। ভাগ্যের দোষ দিয়ে লাভ নাই।
-
আমরা জানি যেকোনো কাজের সাফল্যই নির্ভর করে তা গুরুত্ব এবং দক্ষতার সাথে সম্পন্ন করা। যদি সঠিকভাবে ট্রেড করতে পারেন তাহলে আজীবন আপনার ভাগ্য ভালো থাকবে আর যদি উল্টা পাল্টা ট্রেড করেন তাহলে আজীবন খারাপ ভাগ্য নিয়ে থাকতে হবে। তবে ভাগ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ভগ্যে আছে কিন্তু সঠিকভাবে ট্রেড করা হলো না-এটা কি ভাগ্যের দোষ না নিজের অভিজ্ঞতা, দুরদর্শিতা এবং না বোঝার জন্য। সে কারণে ভালভাবে বুঝে ট্রেড করা উত্তম। ভাগ্য অদৃশ্য-ট্রেড দৃশ্যমান। পূর্বাপর ভেবে চিন্তে ট্রেড করলে ভাগ্যের উপর বিশ্বাস রেখে লাভের দেখা মিলবেই।
-
বিভিন্ন সময়ে কোন কাজে ব্যর্থ হলে অযথা আমরা ভাগ্যের উপর মিথ্যা দোষারোপ করি এটা যেন কেমন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে কখনোই আমরা ব্যর্থতার পিছনের কারণ অনুসন্ধান করার চেষ্টা করি না। আবেগপ্রবণতা দিয়ে কখনো জীবন চলতে পারে না আপনি যে ব্যবসায়ই করুন না কেন লাভের পাশাপাশি মাঝেমধ্যে লস এর ঝুঁকি থাকবেই মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়েই আপনাকে ব্যবসায় নামতে হবে তাই বলে সব সময় লস করবেন এমনটা বলছি না তবে লস করলে ভাগ্যের উপর দোষ চাপাবেন এটাও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আর দশটা ব্যবসার মত ফরেক্স ট্রেডিং অন্যতম লাভজনক একটি ব্যবসা যেখানে অর্থ বিনিয়োগ করতে হয়, মার্কেট নিয়মিতভাবে গবেষণা সাপেক্ষে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, লাভ লস এর ঝুঁকি গ্রহণ করতে হয়। ফলে ফরেক্সে ট্রেড করার পূর্বে মার্কেট এনালাইসিস এর কোন বিকল্প নাই এটা একজন ট্রেডার কে সঠিক সময়ে ব্যালেন্স এর সাপেক্ষে নিয়মতান্ত্রিকভা ে ট্রেড করতে উৎসাহিত করে যার ফলশ্রুতিতে ভাল প্রফিট অর্জন করা বেশ সহজ হয়ে যায় তারপরও দেখা যায় অনেক সময় প্রতিকূল পরিস্থিতির কারণে ট্রেড সমূহ বড় ধরনের লস এর কবলে পড়ে যায়। ট্রেডে লস হওয়ার পরে প্রত্যেকটা যার মানসিক অবস্থা কিছুটা খারাপ হয় অনেকে লস এর কারণ অনুসন্ধান না করেই অযথা ভাগ্যের উপর দোষ চাপিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই রাগে অভিমানে মার্কেট থেকে দূরে সরে যায়। আসলে এমনটি না করে সব সময় উচিত লস করার পর তার প্রকৃত কারণ উদ্ঘাটন করে তা থেকে শিক্ষা গ্রহণ করা।
-
আমি মনে করি এই লস এর কারন হল ব্রোকার। ব্রোকারকি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। কম সময়ে কথা থেকেদেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ই ভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়। নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে তার জন্য আপনার লাভ এর কিছু অংশ ব্রোকার পেয়ে থাকে। তবে আমরা ট্রেড করলে ব্রোকার লাভবান হয় কি না তা আমার জানা নেই। কারো জানা থাকলে জানাবেন আশা করি।
-
ভাই একটা কথা খুবই ভালভাবে মনে রাখবেন যে ফরেক্স ট্রেডিং কোন জুয়া নয় , যে ট্রেড করে ভাগ্যের উপর নির্ভর করব লাভ হবে না লস হবে । ফরেক্স ট্রেডিং সম্পর্কে যদি আপনার ভাল জ্ঞান না থাকে তাহলে ফরেক্স থেকে আপনি লাভ করতে পারবেন না । তাই ভাগ্যের চিন্তা বাদ দিয়ে পরিশ্রম করে ফরেক্স ট্রেডিং শিখুন তখন লস হলেও আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন । ফরেক্স ট্রেডিং কে জুয়া মনে করে অযথা আপনার অর্থ নষ্ট করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না ।
-
না ভাই লাভ বা লস ভাগ্যের উপর নির্ভর করে না । লাভ এবং লস আপনার ব্যক্তির দক্ষতা, কাজ কর্মের উপর নির্ভর করে। তাই আপনাকে আপনার ফরেক্স ব্যবসা করতে হলে ধৈর্য্য, শ্রম, অভিজ্ঞতা ইত্যাদি থাকা শুরুরি।
-
ফরেক্স ব্যবসায় ভাগ্যের প্রভাব খুবই কম । একটি উদাহরন দিলেই বিষয়টি স্পষ্ট হতে পারে যেমন একজন একটি ভুল ট্রেড করে ফেলেছে অযাচিতভাবে কিন্তু ভাগ্যক্রমে মার্কেট মুভমেন্ট তার দিকে চলে গেল এবং সে লস করা থেকে বেচে গেল এখানে এটি ভাগ্য । কিন্তু সেই ব্যক্তিই যদি জেনে বুঝে একটি ট্রেড ওপেন করে এবং লস করে বসে তাহলে এটি ব্যর্থতা যে তার মার্কেট মুভমেন্ট সম্পর্কে সঠিক ধারনা ছিল না ।
-
লোকসান এবং লাভ আমাদের ট্রেডিংয়ের উপর নির্ভর করে ফরেক্স ট্রেডিং ডাউনলোড লকের উপর নির্ভর করে কারণ এটি যদি ঝুঁকিপূর্ণ খেলা হয় তবে আপনি ভাল হয়ে উঠলে তারা আপনার শেখার জ্ঞান অভিজ্ঞতা এবং আপনার দক্ষতার উপর নির্ভর করে যদি আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান হন। আপনি যদি ভাগ্যের ভিত্তিতে বাণিজ্য করেন তবে আপনি দীর্ঘ সময়ের জন্য সফল হতে পারবেন না।
-
এখানে আমরা যারা কাজ করি তারাই জানি ফরেক্স মার্কেট কখনই ভাগ্যের উপর নির্ভর করে না এ জন্য এই মার্কেট এ জ্ঞানের দরকার আছে জ্ঞান বিহীন ফরেক্স ফলহীন গাছের মত আমি মনে করি । তাই ফরেক্স করতে হলে বেশী করে জ্ঞানার্জন করাই আমার দরকার তাহলে আমি এখানে থেকে আমার ভাগ্যের উপর নির্ভর না হয়ে আমার ট্রেড এর উপর নির্ভর হব ।