-
আমি আমার কর্মের পাশাপাশি ডেমো ট্রেড করেছি দীর্ঘ দিন। অনেক কষ্ট করে নিজেকে ট্রেডের সাথে খাপ খাওয়াতে পেরেছি। প্রথম প্রথম ফরেক্সের নিয়ম মানতে খুব কষ্ট হতো। যখন বুঝলাম নিয়ম না মেনে এখানে কোন উপায় নেই তখন থেকেই ভদ্রভাবে ট্রেড শুরু করলাম আর দেখলাম মার্কেট ও আমাকে ভদ্রতার দাম দিচ্ছে। আসলে এভাবেই হয়তো সহজে ফরেক্স শেখা যায়। দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল তা এখানে এসে শিখলাম।
-
ফরেক্স এর সবচেয়ে মজার বিষয় হছে আপনি যে কোন কাজের পাশাপাশি করতে পারেন। আমি নিজেও একজন ছাত্র। ফরেক্স ফুল টাইম বা পার্ট টাইম হিসাবে নেওয়া যেতে পারে। কারন ফরেক্স মার্কেট ২৪ ঘ্নটা খোলা থাকে। আমি ফুল টাইম সময় দেই ফরেক্স এ।
-
চাকুরির পাশা পাশি আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন তবে আপন ফরেক্স মার্কেটে এক্সটা একটা লাভ পেতে পারেন তবে আপনি আগে ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে আপনি ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করলে লস হবে না তা যদি জামতে পারেন তবেই আপনি সফল।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করা চাকুরির পাশা পাশি করাটা খুব সহজ বলে আমি মনে করি কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে চাইলে আপনি যে কোন সময়ের মধ্য আপনি ট্রেড করতে পারেন আর এর জন্য আপনার খুব বেশি একটা সময় লাগবে বলে আমি মনে করি না তাই এটা করা খুব সহজ।
-
অবশ্যই চাকুরীর পাশাপাশী এই ফরেক্স ব্যবসা করার সম্ভব । যদি ট্রেডারগণ একটু দক্ষতা অর্জন করেন তাহলেই সম্ভব । সুতরাং আমরা যে ব্যক্তি যে কাজেই করিনা কেন আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তারপর ট্রেড করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।
-
আপনি ছাত্র, ব্যবসায়ী,চাকুরিজীবি যে কা্জ করেনা কেন এর পাশে আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন।ফরেক্স ট্রেডের মূল শর্ত হল আপনাকে প্রথমে ্অভিজ্ঞতা ্অর্জন করতে হবে। আমি ছোট একতা চাকুরী করছি আর পাশাপাশি ফরেক্স করছি এতে করে আমার তেমন কোন সমস্যা হয় বলে আমি মনে করি না তাই ফরেক্স করতে হলে সুধু মাত্র ফরেক্স শিখার আগ্রহ দরকার তাহলেই আপনি এই মার্কেট হতে ভাল ভাবে আয় করতে পারবেন বলে আমি মনে করছি । ফরেক্স চাকুরী বা বেবসার পাশাপাশি করা যায় ।
-
অবশ্যই আপনি চাকুরির পাশাপাশি ফরেক্স করতে পারবেন । ফরেক্স একটি আর্ন্তজাতিক ব্যবসায় । যে কেউ যে কোন পেশার লোক ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবে । এর জন্য কোন ধরাবাধা নেই । ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন এবং দিনে ২৪ ঘন্টা খুলা থাকে বিধায় আপনি আপনার সুবিদা মত সময়ে যে কোন কাজের পাশাপাশি করতে পারবেন । ধন্যবাদ ।
-
যে কোন পেশার পাশাপাশি ফর্বেক্স এর ব্যাবসা করা যায় । তবে শিখার জন্ন প্রথম দিকে একটু বেশি সম্অয় দিয়ে শিখে নিলে পরে আর সমস্যা হয় না । তাবে যতটুকু সময় পাওয়া যাবে তা ফরেক্সকে দিতে হবে । মাঝে মাঝে ঢু মারলে হবে না ।
-
ফরেক্স করার নির্দিষ্ট কোন সময় নেই . নিজের সময় মত যে কোন সময়ে ৪-৫ ঘন্টা ফরেক্স করে। প্রতি মাসে ইনকাম করা যাই। চাকুরীর পাশাপাশি পার্টটাইম ফরেক্স করে অর্থ উপার্জন করা সম্ভব
-
অবশ্যই যে কোন কাজের পাশা পাসি ফরেক্স করা যাবে ফরেক্স করতে হলে আপনাকে অবশ্যই সাধারণ জ্ঞান অর্জন করতে হবে ফরেক্স মার্কেট এ আপনি যে কোন কাজের পাস্পাসি করতে পারবেন বলে আমি মনে করি । এখানে আপনি সময় মেন্টেন করে ট্রেড ও কাজ দুইটাই করতে পারবেন ।