ফরেক্স শুধুমাত্র লসের জায়গা তাদের জন্যই যারা ফরেক্সকে শেখার দৃষ্টিকোণ থেকে না দেখে বরং টাকা ইনকামের মেশিন মনে করে । তারা মার্কেট মুভমেন্ট সম্পর্কে কোন কিছু না বুঝে জুয়া খেলা মনে করে ট্রেড করে বসে এবং লস করে ফেলে পুরো ক্যাপিটাল । কিন্তু যারা কিছুটা হলেও ফরেক্স সম্পর্কে সাধারন জ্ঞ্যন রাখেন তারা ফরেক্সে কখনই শুধু লস করবেন না , মাঝে মাঝে লাভও করবেন । সে ক্ষেত্রে লাভ হয়তবা খুব কম হবে কিন্তু লেগে থাকার কারনে তারা ক্রমাগত লাভের হার বাড়াতে থাকবেন ।