-
আগামীকাল ১৫ই জুন যারা ইউরোতে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আগামীকাল ডিস্ট্যাটিস একটি লো ইমপ্যাক্ট নিউজ প্রকাশ করবে এটি হল জার্মান ট্রেড ব্যালেন্স। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে জার্মান ট্রেড ব্যালেন্স হবে 20.3b। আগে মাসে এটি ছিল 23.5b। যদি জার্মান ট্রেড ব্যালেন্স পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা ইউরো জন্য ভাল হবে। সেক্ষেত্রে ইউরো বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় ইউরো ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর ইউরো ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামীকাল ১৬ই জুন মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো বাংলাদেশ সময় 6:30pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ রিটেল সেলস Retail Sales m/mএর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -16.4% আর এই মাসে এর পূর্বাভাস হল 7.4%। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। এছাড়াও আজ মার্কিন ডলারের এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সকাল ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস ভোক্তা মূল্য সূচক এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এখনো এটি এই প্রান্তিকে ০.৮% হবে। আগে মাসে এটি ছিল -০.৭% । যদি ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে এবং সাথে এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আগামী ১৮ই অগাস্ট রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় 5:00pm এ পাউন্ডের জন্য হাই ইমপ্যাক্টের নিউজ গড় আয় সূচক Official Bank Rate এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এই নিউজ প্রকাশের পর পাউন্ডের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 0.10% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.10% এর মানে Official Bank Rate সূচক স্থির থাকার সম্ভাবনা রয়েছে। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে এটি পাউন্ডের শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে তা পাউন্ডের দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় কানাডিয়ান জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস মাসিক কোর রিটেল সেলস এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে কোর রিটেল সেলস -১২.৭% হবে। আগে মাসে এটি ছিল -০.৪% । যদি রিটেল সেলস এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা কানাডিয়ান ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আজ যারা মার্কিন ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আজ শুক্রবার বাংলাদেশের লোকাল টাইম সকাল ৮:০০ ঘটিকায় মার্কিন মিশিগান বিশ্ববিদ্যালয় প্রারম্ভিক UoM ভোক্তা অনুভূতি এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসে গড় রিটেল সেলস ৯৫.৫ হবে। আগে মাসে এটি ছিল ৯৩.৮ । নিউজ অনুসরণ করে ট্রেড করবেন এতে করে আপনি খুবই সুরক্ষিত থাকবেন।
-
ফরেক্সে প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রিলিজ হয়। আপকামিং নিউজ গুলো বিভিন্ন ব্রোকারের Economic Calender সেকশনে পাওয়া যায়। নিউজ রিলিজ হওয়ার পূর্বে বিভিন্ন প্রতিষ্টান সার্ভে করে কোন নিউজ কিরকম আসতে পারে তার একটা পূর্বাভাষ ভ্যালু (forecast) তৈরি করে। এসব প্রতিষ্টানে bloomberg, cnbc এর মত বড় বড় বিজনেজ নিউজ এজেন্সী থাকে। এই forecast ভ্যালুর চেয়ে actual খারাপ আসা মানে ঐ দেশের ইকোনমি খারাপ করছে , আর ঐ ভ্যালু থেকে ভাল করা মানে ঐ দেশের ইকোনমি ভাল করছে। নিউজ আসার সাথে সাথে প্রাইসের প্রচুর উঠানামা করবে। ফান্ডামেন্টাল থিওরী অনুযায়ী কোন দেশের ইকোনমি ভাল করছে এই খবর আসলে সাথে সাথে ঐ দেশের মুদ্রা বাড়তে থাকবে আবার ঐ দেশের ইকোনমি খারাপ করছে খবর আসলে উল্টা ঘটবে।
-
আমি সকলকে অবহিত করছি যে ইউরোস্ট্যাট আগামিকাল বাংলাদেশ সময় 8:00pm তে ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ Consumer Confidence এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি লো ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -19আর এই মাসে এর পূর্বাভাস হল -15। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
প্রতিদিন ই প্রত্যেক ট্রেডাার এর উচিত ডেইলি যে ডাটা প্রকাশিত হয় তা দেখা। এতে মার্কেট এ বড় ধরনের মুভমেন্ট সম্পর্কে জানা যায়। অনেক রানিং ট্রেড লাভের ট্রেড ও লসে পরিনত হয় এই নিউজ এর কারনে। নিউজ না জেনে যদি কোন ট্রেড করা হয় তবে সেই ট্রেডে ৯৫% লস হওয়ার সম্ভাবনা থাকে।
-
আগামীকাল যারা নিউজিল্যান্ড ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সকাল ৮:০০ ঘটিকায় নিউজিল্যান্ডের রিজার্ভ ব্যাংক অফিসিয়াল ক্যাশ রেট এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই অফিসিয়াল ক্যাশ রেট ০.২৫% হবে। আগে প্রান্তিকে এটি ছিল ০.২৫%। যদি অফিসিয়াল ক্যাশ রেট এই পূর্বাভাস সাথে মিলে যায় বা এর উপরে থাকে তাহলে তা নিউজিল্যান্ড ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় নিউজিল্যান্ড ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর নিউজিল্যান্ড ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।