-
আমার মতে ছাএ জীবনে ফরেক্স এর ভূমিকা অনেক।আমি নিজে ও একজন ছাএ।আমি ফরেক্স এ কাজ করছি প্রায় ৩ মাস।আমি মনে করি ফরেক্স একজন ছাএ্রের জীবনে অনেক ভূমিকা রাখতে পারে।ফরেক্স প্রতিটি ছাএকে অর্থনৈতিক দিক দিয়ে সাহায্যে করতে পারে।আমি আমার অবসর সময় টা ফরেক্স এ কাজ করি এবং তাতে মামার লাভ ও হয় আর আমি কিছু শিকতে ও পারি।আমার মতে ফরেক্স আমার জন্য খুবই ভাল।:ok::dance:
-
ছাত্র জিবনে ফরেক্স করা খুবই সহজতর কাজ। পড়াশুনার পাশাপাশি ফরেক্স মার্কেটকে ভালভাবে চেনা যায়। আমিও নিজেও একজন ছাত্র । আমার স্টাডি শেষ করতে আর ৩ বছর বাকি, আর এই ৩ বছর ফরেক্সএ টিকে থাকতে পারলে আশা করি আমিও একজন প্রফেশনাল ট্রেডার হতে পারব। আসলে ফরেক্স মার্কেট এ জায়গা করে নেয়া নিজের উপর নিরভর করে। যত তারাতারি ফরেক্স এর সাথে আমার সম্পরক গভির হবে, ততই আমি এই মার্কেট এ উন্নতি করতে পারব।
-
একটা সময় আসে যখন একজন ছাত্রর তার পড়াশুনার খরচ নিজেকে চালাতে হয় বা নিজের ইচ্ছাজাগে তার পড়াশুনার খরচ চালানোর।কিন্তু পড়াশুনার পাশাপাশি অন্য যেকোন জব তার পড়াশুনায় অনেক বেশি অসুবিধা তৈরি করে।তবে ফরেক্স এমন একটি ব্যাবসা যেখানে খুব অল্প ও কম পরিশ্রমের দ্বারা শুধুমাত্র মেধা খাটিয়ে অনেক আয় করা সম্ভব।তাই যেকেউ চাইলেই ফরেক্সকে পড়াশুনার পাশাপাশি পার্টটাইম জব এবং ভবিষ্যতে ফরেক্সকে পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তা করতে পারে।
-
ছাত্র জীবনে ফরেক্স গুরুত্ব পূর্ন ভূমিকা রাখতে পারে যদি এর সৎ ব্যবহার করা হয় । আমার মতে যে ছাত্রয় ফরেক্স করুক না কেন তার লেখাপড়ার পাশাপাশি এটা করতে পারে কিন্তু লেখাপড়ার যেন কোন ক্ষতি না হয় সে দিকে থেয়াল রেথে ট্রেড করতে হবে । ছাত্র জীবন থেকে এটা করতে পারলে ভবিষতে ফরেক্স থেকে সাফলতা পাবে।
-
ছাত্রদের জীবনে পরশনা ছাড়া আর কি হতে পারে। যদিও ফরেক্স ছাত্রদের জন্যও বটে আমি বলব কমপক্ষে ইউনিভার্সিটি ছাত্রদের জন্য ইহা খুব ভাল আমি মনে করি। কারন এখানে ব্যবসা করতে গেলে যে ধৈর্য্যর এবং সময়ের দরকার হয় তা হাই স্কুল বা কলেজের ছাত্রদের নােই। তাছাড়া পড়াশনা করার সময় এদের পড়ালেকাই করা উচিত।
-
ফরেক্স ট্রেডিং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রয়জন মেটাতে সক্ষম তবে সেটা এত সহজে পূরণ করা সম্ভব হবে না। ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে ইনকাম করতে হলে ফরেক্স ট্রেডিং শিখতে হবে এতে করে শিক্ষার্থদের পড়াশুনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি অবসর সময়ে ছাত্র-ছাত্রীরা সময় নিয়ে শিখতে পারে সেটা ভাল কথা। তাই ছাত্র-ছাত্রীদের প্রয়জন মেটাতে হলে অবশ্যই ফরেক্স ভালমত শিখতে হবে তা না হল এখান থেকে প্রফিট করে অর্থ উপার্জন করা সম্ভব না।
-
ছাত্রজীবনে অধ্যবসায়ই ছাত্রদের প্রধান কাজ । সেই সাথে ফরেক্স ব্যবসাকে অধ্যয়নে পরিনত করতে পারলে এক সময় কর্মসংস্থানের ভা্ল উপায় হিসাবে কাজে লাগাতে পারলে জীবনে সফল হওয়া সম্ভব। তবে ছাত্রজীবনে ফরেক্স থেকে আয়ের চিন্তা না করে শুধু শিখার চিন্তা করা খুব ভাল।
-
ছাত্র ছাত্রীরা অনেকেই ট্রেড করছে ও সফল ট্রেডারও হচ্ছে৷কিন্তু যে সকল ছাত্র ছাত্রীগণ ভালো ভাবে না শিখে ট্রেড করে তারা কিন্তু তাদের লেখাপড়ার ও তাদের মহা মূল্যবান সময় উভয়ই লস করছে৷হারিয়ে যাওয়া যেই সময় আর কখোনো ফিরে পাওয়া যাবেনা৷আমার পরামর্শ হলো অবশ্যই ফরেক্সে ট্রেড করবেন তবে নিজর লেখাপড়া যেন ঠিক থাকে৷মার্কেট আপনার জন্য আছে ও থাকবে৷
-
কেউ যদি লোভ সংবরণ করে ফরেক্স মার্কেটে স্বল্প আয় নিয়ে টিকে থাকতে পারে, তার জন্য ছাত্র জীবনে ফরেক্স মার্কেট আর্শীবাদ। আর যদি লোভ সামলাতে না পারে তবে ছাত্র জীবণ ধ্বংশের ান্যতম কারণ হবে এ ফরেক্স মার্কেঠ। সো সাবধান।
-
আমি মনেকরি ছাত্র ছাত্রীরা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা এখানে অনেক ভালো করতে পারবে।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সব থেকে বেশী দরকার হচ্ছে আমাদের অভিজ্ঞতা।আমরা যত বেশী অভিজ্ঞ হতে পারবো ততবেসি আমরা ফরেক্স মার্কেট এ সফল হতে পারবো।ছাত্র ছাত্রীরা সাধারণত পড়ালেখার পাশাপাশি চাকুরী বা অন্য কিছু করে।তারা যদি ফরেক্স মার্কেট এ ট্রেড করে তাহলে তারা অনেক ভালো করতে পারবে।