-
আমি ফরেক্স মার্কেট এ সর্ব প্রথম বোনাস ডিপোজিট দিয়ে আসি এবং তারপরে আমি ৫০ ডলার আমার একাউন্ট এ মানিবুকারস এর মাধ্যমে ডিপোজিট করি । । যেহেতু আমি তখন ফরেক্স এ নতুন ছিলাম তাই আমি বেশি ঝুকি নিয়ে বেশি ইনভেস্ট করিনি। যাই হোক সেই সিদ্ধান্ত তা আমার ভাল একটা সিদ্ধান্ত ছিল। কারন আমার অনভিজ্ঞতার কারনে সেইটা লস করতে আমার সময় লাগেনি।
-
আমার প্রথম ডিপজিট হল ১৮৫ ডলার । এখান থেকে প্রথমে আমার ভাল লাভ হয়েছিল , কিন্তু পরে আমি আমার ভুলের কারনে সব ডিপজিট লস করি । এখন আমি Insta Forex ট্রেড করছি । আমি এখন ফরেক্স নিয়ে সন্তুস্ট ।
-
আমি সবার আগে ডিপোজিট করেছিলাম ৭ডলার শুধু তারপরেই আমি ১ সেন্ট এ ট্রেড করা শুরু করি ৭ কে আমি ১০ বানিয়ে ফেলেছিলাম ২ সপ্তাহে কিন্তু মাস শেষ না হতেই আমি আমার তাকাটা লস করে ফেলি আমার ভুলের জন্য কারন আমি ভাবছিলাম বেশী লট দিলে বেশী লাভ করতে পারব তাই অবশেষে লস করেই ফেললাম ।
-
আমি সাধারনত ফরেক্স ট্রেডিং এ নতুন,আমি এখনো আমার ট্রেডিং একাউন্ট ডিপোজিট করি নাই,আমি ফোরাম পোস্ট করছি আমার ইচ্ছা আছে ফোরাম পোস্ট এর বোনাস দিয়ে এই বিজিনেস শুরু করা এবং ট্রেডিং দক্ষতা ভালো করা,আমি যদি ফোরাম বোনাস দিয়ে ভালো রেজাল্ট পেয়ে থাকি,তাহলে নিজস্ব অর্থ এই একাউন্ট এ ডিপোজিট করবো।
-
আমি ফরেক্স এ নতুন । আমি যখন আমার রিয়েল একাউন্ট খুলে ট্রেড শুরু করি তখন আমার প্রথম ডিপোজিট ছিল 50 ডলার। আমি ভেবেছিলাম আমি এই ডলার দিয়ে ভালো একটি এমাউন্ট আয় করতে পারব । কিন্ত আমার এতটি ভুল ট্রেড এর কারনে আমার একাউন্ট শূন্য হয়ে যায় ।
-
ফরেক্স মার্কেটে আমি প্রথম ট্রেডিং শুরু করি 295 ডলার দিয়ে। মনে করছিলাম এটা দিয়ে অনেক ভালো ইনকাম করতে পারব। কিন্তু কয়েক দিনের মধ্যেই আমার ব্যালেন্স জিরো হয়ে যায়। 295 ডলার দিয়ে 130 ডলার উপার্জন করে ছিলাম। এর পরপরই একটি ভুল ট্রেড নেয়ার কারণে আমার ব্যালেন্স শূন্য হয়ে যায়। এর মূল কারণ অতিরিক্ত রিস্ক নেয়া, অধৈর্যতা, লোভ করা এবং অদক্ষভাবে ট্রেড করা। এগুলোই লস করার প্রধান কারণ। তাই এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে নেয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি আমার ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ানোর প্রতি বেশি সচেষ্ট হচ্ছি। কেননা ফরেক্স মার্কেটে দক্ষতা বিহারে কোন মূল্য নেই। ফরেক্স মার্কেটে মূলধনের থেকেও বেশি কার্যকর ফরেক্স ট্রেডিং দক্ষতা।
-
আমার ডিপোজিট ছিল শুধু মাত্র ২৭ ডলার এই এমাউন্ট দিয়ে আমি প্রথম ট্রেড শুরু করি । পরে আমার ডলার হয় ৩৭ ডলার । এই মত ডলার দিয়ে আমি ত্রেদ শুরু করি । পরে আমার লস হয়ে কমে যাই তার পর আকাউন্ত জির হয়ে যাই । পরে ভয়ে ভয়ে কম ডলার ডিপোজিট করি । তাতেও পিরাই ৭ ডলার লস চলছে । তবে এর মধ্যে কিছু প্রফিত করে ছিলাম । মূলধন হারিয়ে ফেলার পরেও আমি হার মানিনি । আবার নতুন করে শুরু করেছি সাবধানে সফলতা অর্জনের উদ্দেশ্যে এগুচ্ছি ।
-
ভাই আমার প্রথম ডিপোজিট ছিল মাত্র 47 ডলার সেখানে থেকে আমি ভালই লাভ করেছিলাম প্রায় 17 ডলারের মতো লাভ হলেও তখন আমি নতুন ট্রেটর ছিলাম এবং লোভ আমাকে গ্রাস করেছিল বিধায় আমি নিজের লক্ষ্যে সামাল দিতে না পেরে পরবর্তীতে আমি সম্পূর্ণ 47 ডলার ধরেই হারিয়ে ফেলি আস্তে আস্তে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে এটাও বুঝতে পারলাম যে এখানে নবীর কোন স্থান নেই তাই পরবর্তীতে আমি আমার নিজের লোক এবং আবেগকে কন্ট্রোল করে ফরেক্স মার্কেটে টিকে রয়েছে এখন আমি যতোটুকু লাভ হয় সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি
-
আমার প্রধান ইচ্ছে ছিল এই ডিপোজিট দিয়ে আমি ফরেক্স মার্কেট হতে ভাল কিছু শিখি এবং আমি আমার সেই ডিপোজিট কে লস করে আমি এই মার্কেট হতে ভাল করেই ফরেক্স শিখেছিলাম। আমি মনে করি আমার মানি ম্যানেজমেন্ট না করার কাড়নে আমি আমার সেই টাকা গুলি হারাই এই ফরেক্স মার্কেট এ তাই আমার উচিত হল ফরেক্স মার্কেট এ সব সময় মানি ম্যানেজমেন্ট করে চলা।
-
আমার কোনো প্রথম ডিপোজিট নেই। আমি একজন ফোরাম পোস্টার যার কারণে আমার মাস শেষে এমনি বোনাস আসে আমার কোনো আলাদা ভাবে ডিপোজিট করতে হয় না। আর যদি আমি ডিপোজিট করতাম তাহলে প্রথমে অল্প দিয়ে শুরু করতাম এই ধরেন ৫০ ডলার কিংবা ৩০ ডলার। ধন্যবাদ।