-
ফরেক্স মার্কেটে কারেন্সির প্রাইস প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। দেখা যায় কখনো কোন দেশের কারেন্সির প্রাইজ বৃদ্ধি পায় আবার কখনো কোন দেশের কারেন্সির প্রাইস হ্রাস পায়। কোন দেশের কারেন্সির মূল্য হ্রাস বৃদ্ধি নির্ভর করে মূলত ওই দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। কোন দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটলে ওই দেশের কারেন্সির প্রাইস বৃদ্ধি পায়। যদি অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে তাহলে কারেন্সির প্রাইস হ্রাস পায়। বেকারত্ব যেকোনো দেশের জন্য একটি সমস্যা। যে দেশে বেকারের সংখ্যা বেশি সে দেশে অর্থনৈতিক উন্নয়নেও বেকারত্ব বাধা হয়ে দাঁড়ায়। যেমন কোন দেশ বেকারত্বে উপর নিউজ পোস্ট করা হল। যদি নিউজে আগের চেয়ে বেকারের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে ওই দেশে অর্থনৈতিক খারাপ করেছে এবং মুদ্রার প্রাইস কমে যাবে। এই নিউজগুলো মূলত প্রত্যেক ব্রোকারের ইকোনমিক ক্যালেন্ডার অপশনে থাকে। এগুলোকে বলা হয় আপকামিং নিউজ।
-
ট্রেড করে প্রফিট অর্জন করতে হলে সকল ট্রেডারকে আপকামিং নিউজ অবশ্যই ফলো করতে হবে । তার কারন হলো আপকামিং নিউজের মাধ্যমে একটি দেশের ভালো ও মন্দ দিক তুলে ধরা হয় । তাই প্রতিদিনের নিউজ ভালো করে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করা উচিত । তাহলে অবশ্যই আমরা ট্রেড করে ভালো রেজাল্ট অর্জন করতে পারবো,,,,,,,, ধন্যবাদ
-
আমি সকলকে অবহিত করছি যে আগামীকাল বাংলাদেশ সময় 6:30pm মার্কিন আদমশুমারি ব্যুরো মাসিক বেকারত্বের দাবি Unemployment Claims এর ইকনোমিক নিউজ নিউজ প্রকাশ করবে। এটি একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল 1508K আর এই মাসে এর পূর্বাভাস হল 1320K। নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলারকে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলারকে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা যারা মার্কিন ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন যে আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সন্ধ্যা ৬.৩০ তে অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরো মাসিক ব্যক্তিগত খরচ ব্যয় সূচক (পিসিই) এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা পূর্বাভাস দিয়েছে যে এই মাসিক ব্যক্তিগত খরচ ব্যয় (পিসিই) সূচক ০.০% হবে। আগে মাসে এটি ছিল -০.৪%। যদি মাসিক ব্যক্তিগত খরচ ব্যয় (পিসিই) আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।
-
আপকামিং নিউজ
আমরা ট্রেড করার জন্য যে সকল এনালাইসিস করি তার মধ্যে আপকামিং নিউজ এর উপর ভিত্তি করে একটি প্রভাব পরে। কোন দেশের মুদ্রার বেকারত্বের উপর ভিত্তি করে ট্রেড করা হয়। যেমন কোন নিউজ এ পাওয়া গেল কোন দেশের কারেন্সি দাম বাড়বে তাহলে সেই নিউজ ট্রেডারের ট্রেডের উপর প্রভাব পড়বে। একজন দক্ষ ট্রেডার নিউজের উপর নজর রেখে ট্রেড পরিচালনা করেন। তাই আপকামিং নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
আগামী ২৯শে জুলাই ডিস্ট্যাটিস আগামিকাল ইউরোকে প্রবাভিত করে এমন নিউজ German Prelim CPI m/m এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি ইউরো এর জন্য একটি লো ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর ইউরো ভোলাটিলিট কিছুটা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -0.1% আর এই মাসে এর পূর্বাভাস হল 0.3% নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি ইউরো কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা ইউরো কে দুর্বল করবে। এছাড়াও আগামীকাল ইউরো এর জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
1 Attachment(s)
এ সপ্তাহে ফরেক্স ক্যালেন্ডারে বৃহস্পতিবার বাদে অন্য কোন দিন তেমন বড় ইমপ্যাক্টের কোন নিউজ নেই। তাই এই সপ্তাহের প্রথমদিকে মার্কেটের মুভমেন্ট টোকনিক্যালি চলার সম্ভাবনাই বেশি। আর সপ্তাহের শেষের দিকে USD এর তিনটি গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ ডেট রয়েছে যা মার্কেটে ভালো ইমপ্যাক্ট তৈরি করবে বলেই বোঝা যাচ্ছে।
Average hourly earnings, non farm employment change, unemployment rate এই সব নিউজগুলোর ফোরকাস্টই ভালো আসবে বলে আশা করস হচ্ছে সেক্ষেত্রে বৃহাপতিবার ও শুক্রুবার USD স্ট্রং হবার সম্ভাবনা রয়েছে বলে ধারনা করছি। [ATTACH]11421[/ATTACH]
-
আগামিকাল ৩০শে জুন যারা দিনে যারা কানাডিয়ান ডলারে ট্ট্রেড তারা মাথায় রাখবেন আজ বাংলাদেশের লোকাল টাইম দুপুর ৬.৩০ মাসিক জিডিপি এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এই বার -১০.৬ পূর্বাভাস দিয়েছে। আগে মাসে এটি ছিল -৭.২% । যদি মাসিক জিডিপি যদি মাসিক মাসিক জিডিপি আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে।। সেক্ষেত্রে কানাডিয়ান ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় কানাডিয়ান ডলারে ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর কানাডিয়ান ডলারে ভোলাটিলিটি বাড়তে
-
আগামীকাল ১লা জুলাই রোজ বুধবার বাংলাদেশ সময় 6:15pm এ মার্কিন ডলার প্রবাভিত করে এমন নিউজ ADP Non-Farm Employment Change এর অর্থনৈতিক ডাটা প্রকাশ করবে। এটি মার্কিন ডলার এর জন্য একটি হাই ইমপ্যাক্ট নিউজ। এই নিউজ প্রকাশের পর মার্কিন ডলারের উঠানামা বেড়ে যেতে পারে। আগে মাসে এর রিডিং ছিল -2760K আর এই মাসে এর পূর্বাভাস হল 2900K । নিউজ প্রকাশের পর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে বেশি হয় তাহলে এটি মার্কিন ডলার কে শক্তিশালী করবে। আর যদি Actual এর সংখ্যা Forecast এর চেয়ে কম হয় তাহলে তা মার্কিন ডলার কে দুর্বল করবে। নিউজ ট্রেডাররা এই নিউজ উপর নজর রাখুন।
-
যারা মার্কিন ডলারে ট্ট্রেড করতে চান তারা মাথায় রাখবেন আগামীকাল বাংলাদেশের লোকাল টাইম সকাল ৬:৩০ ঘটিকায় মার্কিন জাতীয় আদমশুমারি ব্যুরো অফিস বেকারত্বের হার এর নিউজ প্রকাশ করবে। আনাল্যসিস্টরা এখনো এটি এই মাসে ১২.৪%। আগে মাসে এটি ছিল ১৩.৩%। যদি বেকারত্বের হার আগের রিপোর্টের চেয়ে ভাল হয় তাহলে তা মার্কিন ডলারে জন্য ভাল হবে। সেক্ষেত্রে মার্কিন ডলারে বাই করতে পারেন। আর যারা শুরুমাত্র টেকনিক্যাল আনাল্যসিসের উপরে ভিত্তি করে ট্রেড করেন তারা এই সময় মার্কিন ডলারের ট্রেডিং থেকে বিরত থাকতে পারেন। এই প্রকৃত সংখ্যা প্রকাশের পর মার্কিন ডলারে ভোলাটিলিটি বাড়তে পারে।