-
ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড হলো কোচিং সেন্টারের মতো । যতো বেশি করে প্রাকটিস করা যাবে ততো বেশি করে রিয়েল ট্রেডিং এর অভিজ্ঞতা অর্জন হবে । এক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো সময় নির্ধারণ করে দেওয়া নাই । তবে আপনার যদি মনে হয় যে আপনি এখন সম্পূর্ণভাবে রিয়েল ট্রেড করার উপযোগী হয়ে উঠেছেন তাহলে আপনি তখন রিয়েল ট্রেড করতে পারবেন যদি কিনা আপনার রিয়েল ট্রেডিং একাউন্টে ডিপোজিট ব্যালেন্স থেকে থাকে তাহলে,,,,, ধন্যবাদ ।
-
আমার কাছে মনে হয় ডেমো ট্রেডিং হল ফরেক্স কি করে করে তা বুঝার জন্য। সেল,বাই , স্টপ লস অথবা প্রফিট এগুলা কি ভাবে করে তা যানার জন্য ডেমো ট্রেডিং করা যায় কিন্তু আমি যদি ফরেক্স মার্কেট এ সত্যি কারের অভিজ্ঞতা সাথে মার্কেট বুজতে যাই তাহলে বলবো রিয়েল ট্রেডিং এর কোন বিকল্প নেই।
-
আসলে আমি মনে করি ডেমো করার জন্য কোন নির্ধারিত দিন ধার্জ করা হয় না এটা সম্পূর্ন নিজের উপর নির্ভর করে, ফরেক্স শিক্ষার কোন শেষ নেই যে যত বেশি শিখবে সে ততটাই সফলতা আনতে পারবে । তবে কম পক্ষে ৩-৪ মাস ডেমো করে রিয়াল অ্যাকাউন্টে আশা উচিৎ তাতে ক্ষতির সম্ভাবনা কম থাকে ।
-
ডেমো ট্রেড করার জন্য কোন হিসাব নেই আপনি যতদিন চাইবেন আপনি ততদিন এই মার্কেট হতে ডেমো ফরেক্স করতে পারবেন ডেমো ফরেক্স করার মাধ্যমে আমরা এই মার্কেট থেকে লাভবান হয়ে থাকি তাই ফরেক্স করে লাভ করাই আমাদের জন্য সব থেকে ভাল দিক । ফরেক্স মার্কেট এ সফল ট্রেডাররাই টিকে থাকেন ।
-
ফরেক্স এ ট্রেডিং অত্যন্ত গূরুত্ব পূর্ণ একটি বিষয়। যার মাধ্যমে আপনি আপনার প্রফিট উইথড্র করতে পারেন। তাই আমি মনে করি ডেমো আপনাকে অভিজ্ঞ একজন ট্রেডার হিসেবে গড়ে তুলতে সহযোগীতা করবে। যতদিন না আপনি ফরেক্স বাজার সম্পর্কে পুরোপুরি জ্ঞাত হচ্ছেন ততদিন ডেমো চালিয়ে যেতে হবে।
-
ডেমো ট্রেড কত দিন করবেন এটা বড় কথা নয় তবে সবচেয়ে বড় কথা কতদিন প্রাক্তিস করলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন । তবে এর কোন নিয়ম নেই আপনি ১-৬ মাস ডেমো ট্রেড করতে পারেন পরে আপনি অভিজ্ঞতা অর্জন করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন। রিয়েল ট্রেড শুরু করার পর বেশি সমস্যা করলে আবার ডেমো ট্রেড করতে পারেন ।আমি মনে করি ফরেক্স সম্পর্কে শিক্ষার কোন শেষ নেই তাই যেকোন উপায়ে ফরেক্স সম্পর্কে ধারণা নিতে গেলে ডেমো ট্রেড করাটা খুবই দরকারী।
-
ফরেক্স এ ডেমো এমন একটি প্রধান মাধ্যম যার মাধ্যমে আপনি দ্রুত লস এর হাত থেকে রেহাই পাবেন। ডেমো করার কোন সুনির্দিষ্ট দিন না থাকলেও আপনি যতদিন না ভালভাবে নিজেকে এক্সাপার্ট হিসেবে গড়ে তুলতে পারছেন ততদিন ডেমো ট্রেডিং করে যাওয়া উচিত। লস এর কারণ গুলো বিশ্লেষণ এর একটি অন্যতম মাধ্যম ডেমো।
-
ডেমো হল এমন একাউন্ট যেখানে কাজ করে প্রথমে কাজ শিখতে হবে । তাই আমি মনে করি যে যার যত দিন কাজ কাজ ভাল ভাবে শেখা না হবে তার ততো দিন ডেমো করে কাজ শিখা উচিত । তবে আমি মনে করি ৩ থেকে ৬ মাস ডেমো করে কাজ শিখা উচিত । তবে কারো বেশি দিন লাগে আবার কারো কম দিন লাগে এটা অনুশিলনের উপর নির্ভর করে ।
-
ফরেক্স করতে চাইলে বা ফরেক্স এ যদি কেউ অনেক দিন টিকে থাকতে চায় তবে তাকে অবশ্যই ভালোভাবে ফরেক্স শিখে তারপর ফরেক্স এ পদার্পন করা উচিৎ। কিন্তু ফরেক্স শিথলে তার পর আপনি ভালো ভাবে এটার রেজাল্ট পেতে চাইলে আপনাকে অবশ্যই ডেমো ট্রেড করতে হবে আর এই ডেমো ট্রেড আপনাকে মিনিমাম ৬ মাস করলে ভালো হয় তবে এর কম করা ঠিক হবে না যদি আপনি এক্সর্পাট হতে চান। আর এক্সর্পাট হতে হলে আপনাকে অবশ্যই ডেমো ট্রেড করতে হবে।
-
ডেমোতে আসলে লাভের টাকা তুলা যায় না বলে অনেকেই খুব ই কম সময় ডেমো করে জলদি জলদি রিয়েল ট্রেডে চলে যায় আর লস করে। ক্যান রে ভাই লস ই যদি করবেন তাহলে কষ্ট করার কি দরকার?
প্রবাদে আছে সবুরে নাকি মেওয়া ফলে । কিন্তু আমাদের তো সবুর নাই , সবাই সেল শিখতে কয়েক ঘন্টা, পেন্ডীং ওর্ডার শিখতে কয়ে ঘন্টা, স্টপ লস টেক প্রফিট যদি শিখেন তাইলে কয়েক ঘন্টা , ট্রেড ক্লোজ করা তো একটা ক্লিকের কাজ। সব মিলিয়ে মুটামুটি ১ দিনেই যদি আপনি একজন ট্রেডার হইতে চান তাইলে এক বছর দুই বছর যাবত যারা পড়াশুনা করতেছে তারা কোথায় যাবে ?
ডেমো মিনিমাম ৬ মাস করা উচিৎ, আপনার অনেক লাভ হলেও ৬ মাস ই ডেমো করা দরকার। ডেমো আপনার নিজের জন্য ই, আপনি অন্য কারো জন্য কষ্ট করে শিখতেছেন না